নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমি বীরাঙ্গনা বলছি

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৫



এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।
এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা মনে করিয়ে দেয় বার বার।
এখনো চাপ চাপ ব্যথা আমার হাড়ে মাংসে ,অস্হি মজ্জায়,প্রতিটি গিরায় গিরায়।

ওরা আমায়! ওরা আমায়!!
জানো তো, আমি ওদের ভাই ডেকেছিলাম।
তারপরে বাবাও ডেকেছি!
দাদুও ডেকেছি হয়তো তীব্র অশালীন ব্যথার ঘোরে!!
মনে নেই।
মনে নেই!মনে নেই!!মনে নেই!!!
আমি অনেক কিছুই চাইনি। চাইনি মনে রাখতে।
চাইনি ! চাইনি!! চাইনি!!!
আমি এসব কিছুই চাইনি।
এতটা পাশবিক ,বিভৎস কি করে হয় মানুষ।
ওরা কি কোন মায়ের সন্তান নয়?
আমার অসহায় মুখের দিকে তাকিয়ে কি মনে পড়েনি?
নিজের মা বা বোনের কথা।
অথবা মেয়ের কথা?
ছি!ওয়াক থুহ!!
নরপিশাচের দল।
ওরা নাকি আমার ধর্মের ভাই!!
ধর্ম ? হায় ধর্ম!!
ধর্মে আমার আর বিশ্বাস নাই।
ধর্মের ভিত্তিতে বিভক্ত হলো দেশ।
লক্ষ কোটি মানুষ হলো নিস্ব ,অসহায় ভিক্ষুক ।
ভিটামাটি হারা।
ধর্মের নামে চলে হত্যা খুন পাশবিক অত্যাচার।
এত পাপ তুমি কি করে সইলে বিধাতা!
এত পাপ তুমি কি করে সও?
দেশ তো স্বাধীন হলো ।
তুমি কি আমায় বলতে পারো ? আমি এখন কোথায় যাবো?
কার কাছে যাবো?

©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১২

আমি সাজিদ বলেছেন: আপনার লেখা অন্যতম সেরা এই কবিতাটি।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় সাজিদ ভাই,
শুভকামনা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পাকিস্তানি সেনাবাহিনীতে ক্যাপ্টেন মামুন নামের পশতু এক হারামজাদা ছিলো, যার অন্যতম কাজ ছিলো ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা, (সেই হত্যার বর্ণনা লিখে বোঝানো সম্ভব না - হয়তো) মামুনের বিচার বাংলার মাটিতে হয়েছে। ভয়াবহ বিচার হয়েছে। আমি লিখবো সেই ঘটনা।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন:



আপনি লিখুন প্রিয় মাহমুদ ভাই , আপনার লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা না লিখলে ,অলিখিত অনেক কিছু/অজানা অনেক ঘটনা জাতি জানতে পারবে না। প্লিজ আপনি তাড়াতাড়ি লিখুন।




আপনার লেখার অপেক্ষায়।
শুভসকাল।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ এক কাব্য লিখেছেন ভ্রাতা!

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২

ইসিয়াক বলেছেন:



পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় ব্লগার ।

ভালো থাকুন সবসময়।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: চোখের সামনে ভেসে উঠল এক বিভৎস দৃশ্য।জাতভাই! অথচ এরাই ছিল নরপশুর চেয়েও অধম। মনের অন্তরে লুকানো যাতনা কখনো ভোলার নয়। কাব্যে ভালোলাগা। ++
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৮

ইসিয়াক বলেছেন:


আরো অনেক কিছু লিখতে ইচ্ছা করে প্রিয় দাদা। সময়ের অভাবে পারিনা। নিশ্চয় লিখবো। আমাদের গৌরব গাঁথা নিয়ে লিখবো সামনে নিশ্চয়।


ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: বাস্তবমুখি লেখেছেন কবি দা অনেক শুভেচ্ছা রইল

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন:


আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় লিটন ভাই।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্
কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন সবসময়।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১

রামিসা রোজা বলেছেন:

বীরাঙ্গনাদের নিয়ে কবিতা অসাধারণ হয়েছে ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

ইসিয়াক বলেছেন:



ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
শুভকামনা রইলো।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বীরাঙ্গনাদের নিয়ে অসম্ভব সুন্দর একটি কাব্য।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন প্রিয় মাইদুল ভাইয়া।
শুভসকাল।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: অতি চমৎকার কবিতা।
প্রতিটা লাইন একদম বুকে এসে লাগে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন বন্ধু্

১০| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০২

নেওয়াজ আলি বলেছেন: মাধুর্যভরা সৃজন , সুনিপুণ লেখনশৈলী    

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: বন্ধু কোথায় আপনি?

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: স্কুলে পরীক্ষা শুরু হয়েছে তারপরেও একটু অসুস্থ।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি জানতে পারলাম, ব্লগার রাজীব নূর সাহেবের পিতা মারা গেছেন।
কথাটি কি সত্য?

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: নিজের ব্যস্ততা ও অসুস্থতার জন্য আমিও দেরিতে জেনেছি ভাইয়া।
ভালো থাকুন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.