|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
হে সলজ্জ বালিকা, 
হে চির নবীনা, 
তুমি কি চকোরিনী?  
চকোরিনী যদি নাই ই হও,
জোছনা আলোকে সদা ব্যস্ততায় কেন উর্ধ্ব পানে ধাও? 
চন্দ্র সুধা আহরণে তোমার আকুলতা দেখে,  
তোমার অসতর্ক আসক্তি দেখে, 
পরাণ আমার নানান ভাবনায় কেবলই আকুলায়। 
 
হে সরলা,
তোমার শ্বেত শুভ্র বসন। 
হে বিমলা
তোমার নির্মল ফুল সাজ।  
হে প্রিয়মুখ
তোমার অনাবিল হাসি। 
হে প্রিয় রমনী,
আদিম পৃথিবীর অপার্থিব দেবী তুমি,   
তোমার অবয়বের মাঝে,
তোমার বিমূর্ততায় আমি নিজের সকল শান্তি খুঁজে পাই। 
আর 
বারবার হাজারবার,
সেই তোমাতেই ক্ষণে ক্ষণে দিশা হারাতে চাই, 
প্রেম উন্মুখ মাতাল যুবকের মতো। 
জল জোছনার রাতে,
উন্মুক্ত সমীরণে  তোমার দেহলহরীতে যেন তরঙ্গ দ্যূতি জাগে।  
হে কুমারী 
তুমি এসো আমার পূজা প্রার্থনায়,
তুমি এসো আমার  অশান্ত কামনায়, 
তুমি এসো আমার বিরহী অস্থিরতায়,
তুমি এসো আমার নির্মল ভাবনায়, 
তুমি এসো আমার সুখ আলিঙ্গনে। 
তুমি এসো....
© রফিকুল ইসলাম ইসিয়াক
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: বিবেকহীন জ্ঞানি  আপনাকে আমার ব্লগে স্বাগতম।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো। 
শুভকামনা জানবেন।
২|  ১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
  ১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু। 
ভালো থাকবেন সবসময়।
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৪৭
১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: কেহ চিরকাল একই রকম থাকতে পারবে না। সময়ের সাথে সাথে চামড়ায় ভাজ পড়ে কবি।
  ১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৪
১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: 
অলরেডি আমার চামড়ার ভাজ পড়তে শুরু করেছে বন্ধু। তবে মনে বয়স এখনো পঁচিশ বছরের যুবক। হা হা হা
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:০১
১৪ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:০১
নেওয়াজ আলি বলেছেন: মহনীয় লেখনী। মঙ্গল হোক আপনার ।
  ১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৫
১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: আপনার ও মঙ্গল হোক মহী ভাই। শুভসকাল।
৫|  ১৪ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:২৫
১৪ ই ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:২৫
রামিসা রোজা বলেছেন: 
কবিতায় সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ ভালোলাগলো ।
  ১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৭
১৫ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৪৭
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম আপু। শুভকামনা সবসময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
১৪ ই ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
বিবেকহীন জ্ঞানি বলেছেন: চমৎকার লিখেছেন।সকাল সকাল মনোমুগ্ধকর কবিতা।