নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
সামহ্যোয়ার ইন ব্লগে আমার দুই বছর পূর্ণ হলো ,সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করবার জন্য,সহযোগীতা করার জন্য ব্লগ কর্তৃপক্ষ সহ সব ব্লগার ভাই বোনদের প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা
মধ্য এপ্রিলের কোন একদিন ।
আকাশ মেঘহীন। তখনও পূর্ব আকাশে সূর্য,মৃদু মন্দ হাওয়া বয়ে যাচ্ছে নিস্তব্ধ চরাচর জুড়ে ।
আল পথ বাদ দিয়ে রোজিনা সোজা ছুটছে মাঝ বরাবর ....
আজ বাবা বকবে ঠিক, কতটা বেলা হয়েছে। খাবার পৌছেনি তার মাঠে।
খেলার ছলে বেলা গড়িয়েছে বেশ খানিকটা।
ছেড়া লুঙ্গিতে বাঁধা টিনের থালায় পান্তা ভাত, লবন,পেয়াজ,কাঁচা ঝাল আর চুলায় শুকানো বেগুনের তরকারি।
খুব সাবধানে হাতখানি তার কিছুটা উঁচুতে তোলা।
হঠাৎ অচেনা বিভৎস আওয়াজ। ভারী বুটের দামামা ,তারপর যান্ত্রিক কর্কশ শব্দ
ঠা ঠা ঠা... কাছাকাছি কোথাও প্রচন্ড কোলাহল। আর্তচিৎকার...
রোজিনার নিষ্পাপ চোখে ভয়ার্ত চাহনি,
বসির মিয়া অদুরে লাঙল চালাচ্ছিলেন তিনিও বিভ্রান্ত কিছুটা আতঙ্কিত।
-বাপজান!
রোজিনা না,রোজিনাই তো, বসির মিয়া কান খাড়া করেন।
গরু দুটিও অনভ্যস্ত আওয়াজে অশান্ত। বসির মিয়া হঠাৎ দিশেহারা কোন দিক সামলাবেন?
গরু দুটি না মেয়েকে?
আবার বিকট আওয়াজ এবার আকাশ পথে, অজানা অচেনা আতঙ্ক!
যুদ্ধ বিমান।
পাকিস্তানি হানাদারদের আক্রমণ!
আবারও রোজিনার চিৎকার।
-বাপজান।
-এইতো মা আসি।
-আমার ভয় করে বাপজান,তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো... কথা অসমাপ্ত থেকে যায়।
প্রচন্ড আওয়াজ, ধোয়া...
তারপর.....
ছিন্নভিন্ন দেহ।
সেলের আঘাতে মুহূর্তে লাশ হলো রোজিনা। পান্তা ভাত,ফুলের ছবি ওয়ালা টিনের থালা ছিন্ন ভিন্ন।
বসির মিয়া হতভম্ব,
এ কি করে সম্ভব?
তার কলিজার টুকরো মুহূর্তে শত ছিন্ন হলো কিভাবে?
ততক্ষণে গরু দুটি জোয়াল কাঁধে নিয়েই ছুট লাগিয়েছে উর্ধ্বশ্বাসে , ছুট লাগিয়েছে মানুষ দিকবিদিক।.... বসির মিয়া বসে আছে লাশের পাশে। নির্বাক।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৪
ইসিয়াক বলেছেন: আপনার কথাই ভাবছিলাম সত্যি সত্যি ।
গল্পটা কালকে লিখেছি তবে এরকম ঘটনা আমার গ্রামের বাড়ির এলাকায় ঘটেছিল ১৯৭১ সালে। পাকিস্তান আর্মি আমাদের গ্রাম আক্রমণের উদ্দেশ্যে এসেছিলো এপ্রিলের মাঝামাঝি কিন্তু নামের ভুল বোঝাবুঝির কারণে তারা আমাদের গ্রামের আগের গ্রাম খোদ্দর সিংহঝুলী আক্রমন করে বসে সেই গ্রামের নাম এখন মসীয়ূর নগর এখানে উল্রেখ্য যে আমাদের গ্রামের নাম সিংহঝূলী।
তারা আমার চাচাতো দাদা শহীদ মসীয়ূর রহমান [ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র শহীদ এম এল এ] এর খোঁজে এসেছিল। পরবর্তীতে পাক হানাদারেরা আমাদের গ্রামের অনেক ক্ষতি সাধন করে অনেক মানুষকে মেরে ফেলে লুটপাট চালায়........।
ধরে নিয়ে যায় আমার দাদুকে ক্যান্টনমেন্টে ,তারপর অকথ্য অত্যাচার করে নির্মমভাবে হত্যা করে ।
কবিতা আমার অটো আসে ,আমি হাঁটতে হাঁটতেও কবিতা লিখতে পারি। এখন তো আর ব্লগে তেমন কবিতা দেই না, আজকাল স্কুলে অনলাইন অফ লাইন দুই ধরনের ক্লাসের মারাত্নক কাজের চাপের মধ্যে অস্হির অবস্থা। গল্প লিখতে গেলে সময় দিতে হয় , সময়ই করতে পারি না প্রিয় ভাই।
ভালো থাকুন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০
ইসিয়াক বলেছেন: সবকিছ ঠিকঠাক থাকলে আসছে........।
অমর একুশে বইমেলা ২০২১ এ এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে আমার প্রথম কাব্য গ্রন্থ "মেঘ ছুঁয়েছে মনের আকাশ "
২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৬
ফয়সাল রকি বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।
অনু গল্প ভালো হয়েছে।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ভাই । শুভকামনা জানবেন।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২১
রামিসা রোজা বলেছেন:
দুই বছর পূর্তিতে আমার শুভেচ্ছা গ্রহন করুন ।
কত যে বসির মিয়ার ত্যাগ স্বীকারে আজকের এই স্বাধীনতা
অনুগল্প ভালো লেগেছে ।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩০
কল্পদ্রুম বলেছেন: দুই বছর পূর্ণ হওয়াতে আপনাকে অভিনন্দন।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২
ইসিয়াক বলেছেন:
কৃতজ্ঞতা রইলো ভাইয়া। শুভকামনা জানবেন।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: বর্ষপূর্তি শুভেচ্ছা ভাইয়া।
অনেক শুভকামনা রইল।
১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৩
ইসিয়াক বলেছেন:
ভালো থাকুন সবসময়। আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।
শুভসকাল।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: কবিতা লিখতে লিখতে আপনার অনুগল্পও অনেকটা কবিতার মতোন হয়ে গেছে।
দুই বছর না বিশ বছর পার হবে একদিন।
অভিনন্দন জানাই কবি।
১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
ইসিয়াক বলেছেন:
এটা মোটেও কবিতা নয়।
শুভকামনা।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৩
নেওয়াজ আলি বলেছেন: লেখককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা
১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ মহী ভাই্।
শুভকামনা।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৪
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগে 2 বছর পূর্ণ হওয়ার জন্য রইল হার্দিক শুভেচ্ছা। আগামী বসন্তগুলো যেন এমন সুখানুভুতিতে ভরপুর থাকে।
পোষ্টটি সম্পর্কে কিছুটা কনফিউজড। অনুগল্প না গদ্য কবিতা- তা বুঝতে পারলাম না.... তবে যেটা হলো দুঃখজনক এবং মর্মান্তিক।
১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০
ইসিয়াক বলেছেন: হা হা হা .......।ছোট করে লিখেছি বড় গল্প কেউ পড়তে চায় না। তবে এক ঢিলে দুই পাখি মারলাম সেটাও বলতে পারেন
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৫
ওমেরা বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা আপনাকে।
১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু্ ।
শুভকামনা।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: কপি-পেস্ট : গল্পের মতো পড়লাম ঠিকই, তয় ইট্টু কনফিউজড। ঠিক কইরা কনতো? এইডা কি আসলেই গল্প নাকি গল্পের ইস্টাইলে কবিতা?
দুই বছরের পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন:
আমিও কনফিউজড। হা হা হা .....।
শুভকামনা।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মসীয়ূর রহমানের স্মৃতিতে একটি পাঠাগার আছে যশোরে।সেটার এখন কি অবস্থা।
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯
ইসিয়াক বলেছেন: পাঠাগার সম্পর্কে জানা নাই।
উনার সম্পর্কে লেখার ইচ্ছা আছে। একটু সময় নেব কিন্তু লিখব।
শুভ কামনা।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসিয়াক ভাই,
মনে ধরার মতো লেখা। অনেক অনেক ভালোবাসা রইলো।
(সেল নয় - শেল হবে)
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,
আশা করি ভালো আছেন।
লেখা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫
ঢুকিচেপা বলেছেন: দুই বছর পূর্তিতে রইল শুভেচ্ছা।
অল্প কথায় সুন্দর একটা চিত্র ফুটে উঠেছে।
কবিতাল্প (কবিতা+গল্প) দারুণ হয়েছে।
২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো, আরো রইলো অশেষ কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।
#আপনার পোস্টের অপেক্ষায়.....
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০২
ভুয়া মফিজ বলেছেন: দুই বছরের পূর্তিতে কবিতা দেন নাই দেইখা আশ্চাইজ্য হইলাম। সেই বড়ির লেখা......এর পরে খালি কবিতা আর কবিতা। এক্কেরে আট খানা। এতো কবিতা বাইর হয় কোইত্থে, মাবুদ জানে!!!!
গল্পের মতো পড়লাম ঠিকই, তয় ইট্টু কনফিউজড। ঠিক কইরা কনতো? এইডা কি আসলেই গল্প নাকি গল্পের ইস্টাইলে কবিতা?
দুই বছরের পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা।