নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা একাত্তর

১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৮


মহাবিদ্রোহের পথ ধরে
বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে যেন,
প্রতিটি বাঙালির চোখে মুখে সাথে আত্নবিশ্বাস।

রক্তাক্ত পিচঢালা পথ।
বাতাসে টাটকা বারুদের গন্ধ,
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ।
যেন খেলা করে সর্বদা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা জয়বাংলা

নতুন পতাকা। আমার পতাকা।
মিটিং, মিছিল, অসহযোগ......
চারদিক ফিসফাস,
সন্দেহ,অবিশ্বাস....।
ভাঙনের শব্দ,
স্পষ্ট থেকে স্পষ্টতর।
নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি সর্বত্র।

অপর দিকে
পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার,
বর্বরোচিত অত্যাচার, হামলা,অমানবিক নিলজ্জ আচরণ,
গুলি বেয়নেট....
অসহায় বাঙালির তীব্র আর্তচিৎকার,
আমার বোনের তীব্র কষ্টের চিৎকারে ভারী বাতাস,
অশ্রাব্য ভাষায় কটুক্তি।
সাথে বেইমান
বর্বর রাজাকার আলবদর আল শামস নামের
দেশীয়
হায়েনারা বেহায়া হাসিতে আকাশ বিদীর্ণ...।
লুটপাট,নিলর্জ্জ বেহায়াপনা,মিথ্যাচার
তবু ও
বাঙালি দামাল ছেলেরা রক্ত শপথে আজ দৃপ্ত।
মৃত্যুকে তারা করেছে জয়।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।

মায়ের চোখে নেই কোন জল
আছে শুধু ঘৃণা..... চাই প্রতিশোধ,প্রতিশোধ,প্রতিশোধ।
চলবে লড়াই
লড়াই লড়াই
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে ......

চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরনে .....।
নিঃশেষে প্রাণ করিলে দান ভয় আর কি !

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: দৃশ্যবর্ণনার কবিতা!!

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা সতত।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




“নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই, তার ক্ষয় নাই”
i love myself but not more than my country দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।



২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় মাহমুদ ভাই।

শুভকামনা সতত।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

মুরাদ বেগ বলেছেন: চমৎকার কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

ইসিয়াক বলেছেন: মুরাদ বেগ আপনাকে আমার ব্লগে স্বাগতম।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: কবিতায় অনেক কিছুর ছাপ স্পষ্ট হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার ইসিয়াক ভাই। বিজয়ের শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

ইসিয়াক বলেছেন:

আপনার প্রতিও বিজয় দিবসের শুভেচ্ছা রইলো প্রিয় ভাইয়া।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৫

শায়মা বলেছেন: বিজয়ের শুভেচ্ছা .......

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইলো আপু।
শুভকামনা।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: আপনাকে ব্লগে আরো বেশি সময় দেখতে চাই।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন: চেষ্টা করবো।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:


বিজয় দিবসের এই দিনে কবিতায় একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেলেন ।
শুভেচ্ছা রইল ।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫১

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।

শুভকামনা।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: িবজয়ের মাসে বিজয়ের কবিতা দারুন হয়েছে।

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: দেরিতে আসায় ক্ষমাপ্রার্থী।বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। কবিতা সুন্দর হয়েছে।
পোস্টে লাইক।‌

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
হৃদয়ের অন্তস্থল থেকে একরাশ ভালোবাসা নিবেন প্রিয় দাদা। শুভকামনা।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:০৬

মোড়ল সাহেব বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন ভাই। স্বাধীনতার কবিতা

২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন ভাইয়া শুভকামনা।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৩

কল্পদ্রুম বলেছেন: আপনার এই কবিতা পড়া হয়নি আগে। দ্রুত লয়ে আবৃত্তি করার মতো। দেখা যাচ্ছে, সকল প্রেমের কবিরাই বিদ্রোহের কবিতা ভালো লেখেন।

৩১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। অনুপ্রাণিত হলাম।
আপনার মন্তব্য পেতে সবসময়ই ভালো লাগে । পাশে থাকার জন্য আন্তরিক কৃজ্ঞতা জানবেন প্রিয়।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
শুভসকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.