|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
    
মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন 
কিভাবে তোমার পড়লাম প্রেমে জানিনা কখন ।। 
বাতাস সম চাই ভাসতে,ঝড়ের মতো যাই উড়ি 
তুমি আমি দুজন মিলে স্বপ্নে ঘোরাঘুরি ।।  
জল চলেছে , জল বলেছে ,এদিক পানে আসো 
রোদের শোভা অঙ্গে মেখে ঝলমলিয়ে হাসো ।। 
আমি তো নই জলকন্যা ,আমি তো নই জল ,
কেমনে আমি সূর্যস্নানে করবো টলমল।।  
যদি আমি প্রপাত হতাম , সপাৎ ধরনী তল ,
ঠিকঠাক খুঁজে পেতাম তোমার মনের অতল ।।  
সাঁঝবেলাতে হাওয়ার দোলায় ফুলকলিরা হাসে ,
সুগন্ধ তার উপচে পড়ে মধুর পরশে ।।
মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন 
তোমার প্রেমেতে মগ্নতা চাই সারাটা জীবন ।।   
©রফিকুল ইসলাম ইসিয়াক
 ২৭ টি
    	২৭ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৫
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৫
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ প্রিয়, মাইদুল ভাই ভালো থাকুন সবসময়।
২|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩১
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৬
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৬
ইসিয়াক বলেছেন: পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
৩|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় কবি দা
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৬
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।  
শুভকামনা।
৪|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
জুন বলেছেন: ছবিটা দেখে মনে হচ্ছে আমার দেখা ও তোলা ভুটানের দোচুলা পাস রিসোর্ট থেকে   
  
দেখেন ঠিক এরকম না ইসিয়াক?? 
 
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৭
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৪৭
ইসিয়াক বলেছেন: হায় হায়! তাই নাকি? 
ছবি অবশ্য নেট থেকে নেওয়া।  
কৃতজ্ঞতা জানবেন প্রিয় আপু। শুভকামনা সবসময়।
৫|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৫৩
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৫৩
পদ্মপুকুর বলেছেন: ছবির সাথে কথাগুলো সুন্দর রিলেট করে গেল। কবি সেলিম আনোয়ার ও বি এম বরকতুল্লাহ, দুজনকেই মিস করছি।
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫১
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫১
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ পদ্মপুকুর ভাইয়া। 
অনেকদিন পরে আপনাকে আমার কবিতায় পেয়ে ভালো লাগলো। 
# আমিও সেলিম খাইকে মিস করি ইদানিং তিনি ফেসবুকেও খুব কম সময় আসেন। আশা করি কবি সেলিম আনোয়ার ও বি এম বরকতুল্লাহ ভাই খুব শিঘ্রি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আবার নতুন নতুন চমৎকার কবিতা পড়ব। 
শুভকামনা।
৬|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:১৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১২:১৬
এম এ হানিফ বলেছেন: মেঘ ছুঁয়েছে মনের কথা আকাশ ছুঁয়েছে মন। 
কথাটা হৃদয়ে গেঁথে গেল।
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫২
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫২
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যে ভালো লাগা জানবেন। 
#আপনার বইয়ের সার্বিক সাফল্য কামনা করছি। ভালো থাকুন সবসময়।
৭|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:০৭
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:০৭
রামিসা রোজা বলেছেন: 
মন ছুঁয়ে যাওয়া কবিতা , ভালো লেগেছে ।
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫২
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু শুভকামনা সবসময়। 
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল।
৮|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:০৩
২৩ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:০৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা বেশ! বেশ!! বেশ!!!।
মেঘ ছুয়েছে মন,মন ছুয়েছে আকাশ আর আমি ছুয়েছি তোমায় -
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৩
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৩
ইসিয়াক বলেছেন: 
পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা জানবেন। 
ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।
৯|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৪৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  বিকাল ৩:৪৬
নেওয়াজ আলি বলেছেন: দারুণ একটি লেখা উপহার দিয়েছেন ভাই
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৪
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৪
ইসিয়াক বলেছেন: অশেষ ধন্যবাদ মহী ভাই। 
আপনি কি জানেন আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। 
কৃতজ্ঞতা।
১০|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:২৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হচ্ছে
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
ইসিয়াক বলেছেন: শুভকামনা।
১১|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৩
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। আসলেই সুদর হয়েছে।
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ,ধন্যবাদ বন্ধু।
১২|  ২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৪
২৩ শে ডিসেম্বর, ২০২০  রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: আপনি কি আমাকে ভুলে গেছেন? কোনো খোঁজ খবর নাই?
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৬
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৮:৫৬
ইসিয়াক বলেছেন: কি যে বলেন, আমি আপনাকে ভুলবো কেন? খুব বেশি ব্যস্ততা যাচ্ছে তাই আর কি.......
শুভসকাল
১৩|  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:০৭
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:০৭
নীল আকাশ বলেছেন: লেখা ভাল লেগেছে।
  ২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৪
২৪ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:১৪
ইসিয়াক বলেছেন: 
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা রইলো ।
১৪|  ২৫ শে ডিসেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
২৫ শে ডিসেম্বর, ২০২০  সন্ধ্যা  ৬:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: ছবির সঙ্গে কাব্যটি দারুণ মানানসই হয়েছে। জুনাপুর ছবিটির সঙ্গে উপরের ছবিটির এতটা মিল দেখে অবাক হলাম। পোস্টে লাইক। 
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৫৬
২৩ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব সুন্দর কাব্য।