নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
যদি নাই থাকবে আপন হয়ে,
তবে কেন এলে ফিরে।
কি দেখে তুমি শান্তি পাও?
আমার যাতনা দেখে বুঝি মন জুড়াও?
ওগো প্রিয়তমা আমি ভালো নেই,ভালো নেই প্রিয়ে
তুমি বিনে আমি ভালো থাকি বলো তো কি নিয়ে?
তুমি বিনে গতি নেই,
সেই তুমি তবু সব বুঝেও খেলো নিঠুর খেলা।
কেন রেখেছে বন্ধ মন বাতায়ন।
হৃদয় নরম করে খোলো না, খোলা না।
আমি সামান্য ফোকড় বেয়ে বুকের অতলে মিশে যাবো,
তোমার শ্বাস হয়ে আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে পৌছাবো।
আমি শুধু তোমার,তোমার একান্ত হবো।
তোমার সান্নিধ্যে মন জুড়াবো।
দেখ আকাশে আজ পূর্ণ চন্দ্র হাতছানি দিয়ে ডাকে অলীকে।
হিমের পরশ ঘুম কেড়ে নেয় মুহু মুহু স্পর্শে।
এই তন্দ্রা হারা রাতে ভাবনা ভাবায় তোমায় নিয়ে।
এই হিম হিম শীতল রাতে উষ্ণতা ছড়িয়ে দাও ওগো মন মানসী তুমি ,
হাসনাহেনা কামিনী মধুমঞ্জুরী মাতাল ঘ্রানের আবেশ ছড়াও তুমি আমার পৃথিবী জুড়ে।
আমি সুবাস নেবো তোমার কোমলতার,
তারপর হিম ভেজা ঘাসের মিষ্টি কমনীয়তা অঙ্গে মেখে,
রাত গভীরে আলিঙ্গনে জুড়াবো এতো দিনের সকল মনোবেদনা।
অতপর ক্লান্ত হতে হতে
উষ্ণ থেকে উষ্ণতায় পৌঁছে যাবো পরম মমতায় পরম ভালোবাসায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৫
ইসিয়াক বলেছেন: পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন প্রিয় লিটন ভাই।
শুভকামনা।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্ ।
ভালো থাকুন সবসময়।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১
মেহেদি_হাসান. বলেছেন: সুন্দর কবিতা স্যার
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪০
ইসিয়াক বলেছেন: মেহেদি_হাসান. ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠেও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। আমাকে প্লিজ স্যার বলবেন না, ভাইয়া বললেই খুশি হবো। আমি সাধারণ মানুষ ।
শুভকামনা জানবেন।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ভুসভুসে আবেগ।
আবেগ বেশী থাকলে জীবনে গজব নেমে আসে।
কবিতা সুন্দর হয়েছে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ বন্ধু। শুভকামনা সতত।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: নারীদের এত মহামান্য করে তলা ঠিক না। এজন্যই তারা সিন্দাবাদের ভূতের মতোন কাঁধে চেপে বসে।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪২
ইসিয়াক বলেছেন:
তারপরেও নারী ছাড়া জীবন চলে না। দিন শেষে এটাই বাস্তব সত্য।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
ফয়সাল রকি বলেছেন: _ভালোবাসা!
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ফয়সাল ভাই।
শুভকামান সতত।
শুভেচ্ছা রইলো।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো । অসাধারণ ।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: ভালোবাসা রইলো মহী ভাই্ ।
ভালো থাকুন সবসময়।
৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: প্রচণ্ড আবেগের বহিঃপ্রকাশ!
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনেকদিন পরে আপনাকে আমার পোস্টে পেয়ে মন ভরে গেলো।
শুভকামনা জানবেন।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো।বেশ আবেগময়ী কাব্য। তবে একটা কথা না বললেই নয়।
যে ভালোবাসা অধরা অথচ চূড়ান্ত কামনীয় প্রতীক্ষার...সেই ভালোবাসা কি করে ক্লান্ত হতে হতে উষ্ণতা উষ্ণতায় পৌঁছে যাবে,? অতৃপ্ত ভালোবাসা ক্লান্ত তো হবেই। কিন্তু উষ্ণ থেকে উষ্ণতায় পৌঁছে যাওয়াটা বেমানান লাগলো।
যাইহোক একটু অড দেখে বেসুরে বলে ফেললাম। দয়াকরে কমেন্টটি ডিলিট করে দেবেন।
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৬
ইসিয়াক বলেছেন:
হা হা হা ... সব চরিত্র কাল্পনিক ।
শুভকামনা প্রিয় দাদা।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
মোড়ল সাহেব বলেছেন: সুন্দর কবিতা
২৯ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৮
ইসিয়াক বলেছেন: মোড়ল সাহেব আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভসকাল।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: কল্পনার ঘুড়িটি সুন্দর লেজ নেড়ে নেড়ে আপনার মনের আকাশে ঘুড়ে বেড়িয়েছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক মনে হলো কবি দা অনেক শুভেচ্ছা রইল