|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
[১]
  সখা সখী 
_________
প্রণয় আকর্ষণে  দুটি প্রাণ একত্রিত হইলো।
অলীক স্বপ্ন সুখে জোয়ারে ভাসিলো।
দুটি চোখ দুটি চোখে দৃষ্টি স্থির।
সেই ক্ষণের সাক্ষী সেথা নয়নের নীর।
সখা অকস্মাৎ   সখীর আনন তুলিয়া ধরিল।
প্রেম স্পর্শে সখী  দারুণ লজ্জিত হইল।
আহা কি সুখ আহা কি সুখ সখা পুলকিত।
ভালবাসার স্পর্শে সখীও  দারুণ শিহরিত। 
© রফিকুল ইসলাম ইসিয়াক   
[২]
 প্রিয়  জ্যাকেট  
_____________
বেশি শীত পড়লে  একটা কথা ভেবে আমার খুব মন খারাপ হয়, জানো তো! 
সামনে থাকলে চপল চোখে চেয়ে  প্রশ্ন  করতে হয়তো। 
আচ্ছা থাক, আমি তোমার হয়েই প্রশ্ন করছি ,  
লোকে তো আর জানে না ,
তুমি তো আর প্রশ্ন করবে না আমায় কোনদিন!  
 ব্যস্ত এখন অন্য কারো শীতের পোষাক হয়ে, সেতো আমি জানি,
যাহোক, এক্ষেত্রে  তুমি কি প্রশ্ন করতে? 
তুমি  বলতে, শীত পড়লে আমার কথা মনে পড়বে কেন?  অন্য সময় কেন নয়? 
আরে অবুঝ মেয়ে, 
তোমার কথা আমার সব ঋতুতে মনে পড়ে 
আবহাওয়ার রকমফেরে।
বিশেষ করে শীতের দিনে,  
আমি যে তোমার বুকের  ওমের পাগল সেটি কি করে ভুলে গেলে? 
কিভাবে ভুলে গেলে?  
প্রিয়তমা, 
তোমার বুকের ওম যে আমার সবচেয়ে প্রিয় জ্যাকেট।  
তারপর?  
তারপর আর কি?
এখন আমি মিস করছি আমার প্রিয় জ্যাকেট!!!   
[৩]
 ডুব 
------
মন গভীরে ডুব দাও প্রেমিক
আরো গভীরে ডুব।
তোমার স্পর্শে আমি খুঁজে পাই
দুঃখ সুখের অসুখ।
হাত বাড়িয়ে ছুয়ে দাও প্রেমিক,
আরো গভীর স্পর্শ চাই ।
তুমি বিনে দ্বিতীয় কেউ
ভাবনায় আমার নাই।
এই নিশি না হোক ভোর
থামুক প্রহর থামুক।
আরো বেশি অন্ধকার নিয়ে
জমাট আঁধার নামুক।
  
কৃতজ্ঞতাঃ
আমার প্রিয় কবি জাহিদ অনিকের পোস্টের ছবি দেখে কবিতাটি লেখা।    
[৪]
দ্বিধা 
______
তোমায় চিনিতে চাহিয়াও চিনতে চাই না কেন যেন।  
তোমায় অনেকটা বুঝি তবু নানা ভান ধরি, 
এ কেমন ছেলেখেলা। 
যদিও রয়েছে তুমি  অন্তর মাঝে।
কিসের এতো দ্ধিধা লাজ সেও জানিনা,
আবার মনেহয় জানি, জানি হয়তো।    
বসন্তে ফুটেছে বাসন্তী ফুল,  
বনে বনে লেগেছে দোলা।
গাইছে গান কোকিল কুউহু কুউহু ,,
মাতাল হাওয়ার মন নাচে দোদুল দুল,
তবু তারে না পারি প্রকাশে একি জ্বালাতন।  
তুমি এসো হে মনোমিতা , 
এসো প্রাণনাথ 
ভাঙিয়ে দাও  সকল দ্বিধা লাজ। 
দুর করে দাও  অহেতুক জড়তা তব স্পর্শ আদরে।
তুমি এগিয়ে  না এলে প্রিয় কাটবে না'গো বাঁধা । 
সমাজ থাকুক দূর বহু দুর, 
লোক নিন্দার ভয় করবো জয় নিশ্চয়। 
কলঙ্ক তিলক হোক অলংকার, 
তোমার প্রেম থাকুক মম অন্তরের অন্তস্থলে।   
তুমি হও আপন ,হও একান্ত নিজের।  
শুধু মাত্র আপনার ।  
[৫]
প্রকৃত স্বাধীনতা
______________
পরের সম্পদ নিজ অধিকারে পাওয়ার লোভ 
কখনো রেখো না মনে।
অল্পতেই সন্তুষ্ট হয়ে জীবন উৎসর্গ করো 
মানবতার  কল্যাণে।
ভেবে দেখেছো কি কখনো অঢেল সম্পদ গড়েছে
যে দুর্জন  ব্যক্তি।  
কেটেছে কি তার ইহ জন্মে আরো অধিক 
লাভের আসক্তি?  
পেয়েছে কি সে খুঁজে  প্রাচুর্যের মাঝে 
সত্যিকারের সুখ। 
খবর নিয়ে দেখো মনো বৈকল্য  তার 
প্রধানতম অসুখ।  
দু হাতা ভাত,পরিধেয় বস্ত্র একটু মাথা
 গোঁজার ঠাঁই। 
চির সুখী সে জন,যে জন অল্পতেই সন্তুষ্ট 
হয়ে সাজিয়েছে নিজ আশ্রয়। 
ফন্দী  ফিকিরে সম্পদ গড়তে গড়তে 
বেলা ফুরিয়ে হয় শেষ। 
সুখ স্বাচ্ছন্দ্যের মিছে মরিচীকায় ফাঁদে
দুঃখ অনিঃশেষ।  
এসো ত্যাগের মহান আদর্শে,  পরিহার করি 
যত মিথ্যা পাপাচার। 
পরহিতে জীবন  উৎসর্গ করি,
সেবক হই মানবতার। 
তবেই  যেনো পাবো প্রকৃত স্বাধীনতার স্বাদ,
প্রকৃত সোনার দেশ।
এগিয়ে যাবে দূর্বার গতিতে লাখো শহীদের 
রক্তে গড়া আমাদের বাংলাদেশ। 
 [৬]
তবুও ছায়া হয়ে পাশে আছি
________________________ 
শত চেষ্টায় তোমার মনের নাগাল না পেলেও 
তোমার ছায়ার পিছু ছাড়িনি কখনো। 
তোমার মন বারান্দায় ঠাঁই না পেলে কি হবে প্রিয় ,
তোমায় নিয়ে ভালোমন্দ স্মৃতিগুলো ঠিকই বুকপকেটে নিয়েছে আশ্রয়।  
মন ভেঙে কি সুখ পেলে জানি না, 
কিন্তু সত্যি যেন তাতেও তোমার কোন দোষ দেখি না। 
এখনো আশা রাখি তোমাতে, 
এখনো ভরসা রাখি তোমাতে, 
তোমার ভাবনায় মন হয় উন্মুক্ত সারাক্ষণ, 
দিবস রজনী প্রতিটি প্রহর।
জানি তোমার সুরে বেঁধেছি আমার সুর 
তুমি যতই যাও না কেন দুর বহুদুর। 
আমি আছি তব গানের মাঝে  
ছায়া হয়ে পাশে পাশে  নই অদুর। 
[৭]
ছন্নছাড়া
_________
আচমকা,
বুকের মরুতে তুমি হঠাৎ শীতল হাওয়া হয়ে বয়ে গেলে যেন তেড়েফুঁড়ে।
তুমি কি জানো
আমার কাছে এক আকাশ আনন্দ তোমার উদাসী চাওয়া?
যদি কিছু মনে না করো,জানতে সাধ হয়,
কেনগো বালিকা এখনো কারো হওনি?
ছেড়েছো খোঁপা সেই সে কবে এখনো বাঁধোনি।
এতোটা উদাসী হলে কি চলে?
গাঁটছড়া বেঁধে ফেলো কোথাও না কোথাও
বেলা যে বয়ে যায়।
কেমন বিষন্ন মন নিয়ে থাকো দুর পানে চেয়ে।
সত্যি কষ্ট হয় তোমায় দেখে দেখে।
তবে কি তোমায় বেসেছি ভালো।
অবশেষে
তোমার তীরে কি তবে আমার তরী ভীড়লো?
বুঝিনা না কিছু তবে কেন জানি মায়া মায়া লাগে।
তোমায় নিয়ে ভাবনায় অলীক স্বপ্ন মনে জাগে। 
[৮]
পাষাণী
__________
স্বপ্ন স্বপ্নই থেকে যায়
বাস্তব আর হলো না।
কষ্টের অনল বুকেতে জ্বলে
সে তো আর নেভে না।
কেন তুমি এতোটা নিষ্ঠুর,
কেন এতো পাষাণ?
কি দোষে  পোড়ালে বল
সাজানো বাগান। 
[৯]
বিষ্ময়
________
বড় বিস্ময়ে অবাক হয়ে ফিরে দেখি।
মনের স্মৃতিপটে।
যত দেখি তত বিষ্ময় জাগে হারানো সে দিনগুলির দিকে তাকিয়ে !
সময় সর্বদা প্রবাহমান ,
অথচ স্মৃতিপটের ফ্রেমে
সময় থেমে আছে  কত কত বছর ধরে।
কত রূপ গেছে হারিয়ে
কত হাজার পরিবর্তন।
হারিয়েছে কেউ কেউ মহাকালের অতলে
অথচ মানসপটে আটকে যাওয়া সময়ে তারা প্রত্যেকেই জীবিত। 
[১০]
তুমি যেন সদ্য প্রস্ফুটিত স্বাধীন বাংলাদেশের পতাকা
______________________________________________
সকালের  স্বেদহীন নীলাভ আকাশ। 
সদ্য জোছনা স্নাত রূপালী গাছের পাতায়,
নবীন তির্যক রবি কিরণ যেন,
প্রিয়তমা লাবণ্য মন্ডিত মায়াময় কোমল মুখের আদল। 
এমন আলো ঝলমল রঙিন দ্যুতিময় দিনে, 
 কোমল মায়াবতী তুমি ছুটে চলেছো,শিশির মাড়িয়ে গায়ের মেঠো আলপথ ধরে।
দিগন্ত জুড়ে সবুজ কচি ধান ক্ষেত পেরিয়ে। 
মনোমুগ্ধকর সবুজের মাঝে তুমি রক্ত লাল পোষাকে
ঠিক যেন সদ্য প্রস্ফুটিত স্বাধীন বাংলাদেশের পতাকা। 
© রফিকুল ইসলাম ইসিয়াক   
 সবার জন্য নববর্ষের শুভেচ্ছা রইলো।
 ১৮ টি
    	১৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৯
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৯
ইসিয়াক বলেছেন: অনন্য দায়িত্বশীল আমি    আপনাকে আমার ব্লগে স্বাগতম।
#প্রচন্ড ব্যস্ততার জন্য ব্লগে আর আগের মতো সময় দিতে পারি না। অনেক কবিতা জমা হয়ে গেছে সেখান থেকে কিছু কবিতা দিলাম।  বলতে পারেন ব্লগে আমি কবিতাগুলো সেভ করে লাখলাম। আমার লেখাগুলো শুধুই হারিয়ে যায়। 
ভালো থাকুন সবসময়। 
শুভকামনা।
২|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৭
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৭
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর ভাবনায় লেখেছেন কবিতাগুলো নতুন বছরের হাজারও ফুলের শুভেচ্ছা রইল প্রিয় কবি ইসিয়াক দা
  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:০০
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও নতুন বছরের  অনেক অনেক ফুলেল শুভেচ্ছা রইলো প্রিয় লিটন ভাই।  
শুভকামনা।
৩|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। সবগুলো পড়িনি
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৩৬
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৩৬
ইসিয়াক বলেছেন: আশা করি বাকি কবিতাগুলো সময় করে পড়বেন  ।  
শুভকামনা রইলো আপু।
৪|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:১১
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:১১
কালো যাদুকর বলেছেন: কবিতাগুলো আলাদা আলাদা করে দেয়ার অনুরোধ রইল।
ভাল লেগেছে।
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৩৭
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন: 
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।  
পরবর্তীতে আলাদা করে দেয়ার চেষ্টা করবো নিশ্চয়। শুভকামনা।
৫|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:২৯
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: 
আাপনি কি কোনো বিপদে পরেছিলেন? জানিয়ে চিন্তামুক্ত করবেন প্লিজ। শুভ কামনা সহ নববর্ষের শুভেচ্ছা রইলো। 
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: 
প্রিয় মাহমুদ ভাই আশা করি ভালো আছেন। জ্বী ভাইয়া অপ্রত্যাশিত অগ্নিকান্ডের স্বীকার হয়েছিলাম।ব্যক্তিগতভাবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি আমাদের ফ্ল্যাটে,শুধু পেছনদিকটা প্লাটার উঠে গেছে গরমের তাপে আর কাঠের জানালাগুলো আগুনে পুড়ে গেছে। আমরা দ্রুত গ্যাস সিলিন্ডারগুলো নিরাপদ স্থানে নামিয়ে নিতে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছিলাম বলে বেঁচে গেছি আল্লার রহমতে।
 তবে আমাদের বাসার পাশের প্লটে থাকা ঝুপড়িঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। যশোর ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সহযোগীতায় আগুন দ্রুত আয়ত্ত্বে আসে।
৬|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৪৯
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ১১:৪৯
মেহেদি_হাসান. বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
প্রতিটি কবিতাই অসাধারণ হয়েছে।
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, 
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সতত।
৭|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:৪৭
৩১ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ১:৪৭
নেওয়াজ  আলি বলেছেন: অপূর্ব শব্দাবলী।  
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৬
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা মহী ভাই। 
শুভেচ্ছা রইলো।
৮|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:২৪
৩১ শে ডিসেম্বর, ২০২০  দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: একটা কবিতা লিখতে ঘাম ছুটে যায়। আর আপনি এত গুলো লিখলেন কিভাবে!!!
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৬
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: কেমন আছেন?
৯|  ৩১ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:৫৯
৩১ শে ডিসেম্বর, ২০২০  রাত ৯:৫৯
ঢুকিচেপা বলেছেন: আপনার কবিতাময় জীবন সুন্দর হোক।
কবিতাই হোক আগামী দিনের কুসংষ্কার ঘুচানোর হাতিয়ার
  ০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৭
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্য ছবিতে মনটা ভরে গেলো। 
ভালো থাকুন সবসময়। 
শুভসকাল।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৪
৩১ শে ডিসেম্বর, ২০২০  সকাল ৯:৫৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একসংগে অনেক কবিতা দিয়েছেন।