নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শীতার্ত একটি শিশু ও দুটি কুকুর

০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৪



রাত বাড়ে যত তাপমাত্রা নামে তত,
পা ফাটে, ঠোঁট ফাটে, গভীর হয় ক্ষত।

একটা শিশু কাঁপছে শীতে, ছাতিম গাছটার নীচে।
দুটো কুকুর গা ঘেঁষাঘেষি করে, তাকে ছুঁয়ে আছে।

শীতার্ত সবাই তারা,সমান দুঃখে দুঃখী।
একটু উষ্ণতা পেলেই যেন, তাতেই তারা সুখী।

পৃথিবীটাতে তাদের, একই ধারার জীবনযাপন।
ঘর নাই দুয়ার নাই, বেওয়ারিশ জীবন।

আশ্রয়হীন জীবন তাই হয়তো,আশ্রয়ের করে না আশা।
তবে, যেথায় পায় কুড়িয়ে নেয়, নিঃস্বার্থ ভালোবাসা।

© রফিকুল ইসলাম ইসিয়াক।
৬ জানুয়ারি ২০২১

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ মহান এবং তার ইনসাফের বহিপ্রকাশ।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন:



এভাবে বলতে হয় না ভাইয়া। আল্লাহ অবশ্যই মহান। মানুষ হিসাবে আমরা আমাদের দায় কিছুতেই এড়িয়ে যেতে পারি না।


শুভকামনা।

২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

কবীর হুমায়ূন বলেছেন: ছবি ও কবিতা খুবই ভালো হয়েছে। ছবিটা দারুণ হয়েছে। শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন:

কবিদের ভালো লাগা মানে অন্য রকম পাওয়া। অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভকামনা সতত।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ওদের হেফাজত করুন

সুন্দর হয়েছে

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ আপু্ । ভালো থাকুন সবসময়।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা মন খারাপ করে দিলো।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন:

আমারো মন খারাপ।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

ঢুকিচেপা বলেছেন: কঠিন বাস্তবতার চিত্র।
ছবি অনুযায়ী কবিতা খুব সুন্দর হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.