![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার লেখা কবিতা আপনার পছন্দ হলে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটি ফলো করুন প্লিজ Follow the রফিকুল ইসলাম এর কবিতা সমগ্র। channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbBPuTzBA1epLIRBZX1x
রাত বাড়ে যত তাপমাত্রা নামে তত,
পা ফাটে, ঠোঁট ফাটে, গভীর হয় ক্ষত।
একটা শিশু কাঁপছে শীতে, ছাতিম গাছটার নীচে।
দুটো কুকুর গা ঘেঁষাঘেষি করে, তাকে ছুঁয়ে আছে।
শীতার্ত সবাই তারা,সমান দুঃখে দুঃখী।
একটু উষ্ণতা পেলেই যেন, তাতেই তারা সুখী।
পৃথিবীটাতে তাদের, একই ধারার জীবনযাপন।
ঘর নাই দুয়ার নাই, বেওয়ারিশ জীবন।
আশ্রয়হীন জীবন তাই হয়তো,আশ্রয়ের করে না আশা।
তবে, যেথায় পায় কুড়িয়ে নেয়, নিঃস্বার্থ ভালোবাসা।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
৬ জানুয়ারি ২০২১
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
এভাবে বলতে হয় না ভাইয়া। আল্লাহ অবশ্যই মহান। মানুষ হিসাবে আমরা আমাদের দায় কিছুতেই এড়িয়ে যেতে পারি না।
শুভকামনা।
২| ০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬
কবীর হুমায়ূন বলেছেন: ছবি ও কবিতা খুবই ভালো হয়েছে। ছবিটা দারুণ হয়েছে। শুভ কামনা।
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
কবিদের ভালো লাগা মানে অন্য রকম পাওয়া। অনুপ্রাণিত হলাম ভাইয়া।
শুভকামনা সতত।
৩| ০৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ওদের হেফাজত করুন
সুন্দর হয়েছে
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ আপু্ । ভালো থাকুন সবসময়।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৬
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা মন খারাপ করে দিলো।
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০
ইসিয়াক বলেছেন:
আমারো মন খারাপ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭
ঢুকিচেপা বলেছেন: কঠিন বাস্তবতার চিত্র।
ছবি অনুযায়ী কবিতা খুব সুন্দর হয়েছে।
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আল্লাহ মহান এবং তার ইনসাফের বহিপ্রকাশ।