নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
চলতি পথে একটু থামি, তোমায় ভেবে।
ভাবিনি তুমি এমনি করে, ছেড়ে যাবে।
তোমায় ভেবে করি এখন, রাত্রি পার।
তুমি ছাড়া কেউ নেই আমার, আপনার।
সবাই বলে তুমি থাকো, দুর আকাশে।
তবে কেন নাও না ডেকে, তোমার পাশে।
তোমার স্মৃতি পড়লে মনে, দুঃখ আসে।
একলা একা জানিনা কোথায়, যাচ্ছি ভেসে।
রাত আকাশে তোমায় দেখে, শান্তি পাই,
দিনটা কেবলি কাটে আমার, বিষাদময়।
হয় তুমি ফিরে এসো, এ জীবনে।
নয়তো তুমি নিয়ে চলো, ওই ভূবনে।
থাকি যেথায় থাকবো দুজন, মিলে মিশে।
কাটবে দিন হেসে খেলে, ভালোবেসে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০৯ জানুয়ারি ২০২১
~ছবিঃ সংগৃহীত
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
২| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন সাধের মানব জীবন আর হবে না।পৃথীবি লক্ষ কোটি বছর থাকবে আমরা মাত্র কয়েকটা বছর থাকবো।এই কয়টা বছর হেসে খেলে সুখে শান্তিতে থাকতে চাই।যে হারিয়ে গেছে তাকে নিয়ে বিলাপ করতে করতেই যদি জীবন চলে যায় তবে জীবন যে আছে এটা উপলব্ধি করবো কখন।
০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১১
ইসিয়াক বলেছেন:
প্রকৃত ভালোবাসা এমনই তো হয়,
হাহাকারের মাঝে খোঁজে আশ্রয়।
হয়তো তাতে কিছু মেলেনা কখনো,
তবুও তার মাঝে প্রেম থাকে লুকানো।
৩| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর লিখেছেন। কবিতার চিত্রকল্পটি সুন্দর এবং বিষাদময়। শুভ কামনা প্রিয়।
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০০
ইসিয়াক বলেছেন:
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
শুভকামনা সতত।
৪| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আবেগ যত বেশি সেটাই প্রকৃত বালবাসা।যুক্তি বুদ্ধির কোন স্থান নেউ।
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০১
ইসিয়াক বলেছেন: ঠিক।
৫| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০২
ইসিয়াক বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। শুভকামনা।
৬| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮
নেওয়াজ আলি বলেছেন: মনোমুগ্ধকর লেখা l
১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই্ ।
শুভসকাল।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৪
অজানা তীর্থ বলেছেন: দূরাকাশের মানুষটি ভালো থাকুক এটাই কামনা। সহজ সরল সুন্দর আবেগ।