নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

পরিপূরক

১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৬


ফুলের বাসরে রূপকুমারী,
দারুণ তোমার সাজ।
আমায় দেখে অমন করে,
কেন গো পাও লাজ?

ভয় করোনা আমি তো নই,
হৃদয়হীন পথিক।
প্রেমের ঘাটের মাঝি আমি,
প্রণয় লোভী আশিক।

সূর্য যেমন ছড়ায় আলো,
সমগ্র ভূবনে।
আমি তেমনি ছড়াবো আলো,
তোমার জীবনে ।

সঙ্গ বিনা প্রতিটি জীবন
মূল্যহীন হয়।
যুগলপ্রেমে পূর্ণতা পাবে
মোদীয় প্রণয়।

ভাবনা রাখো, ভরসা তুমি,
করতে পারো আমায়।
তুমি আমার আমি তোমার,
পরিপূরক সহায়।

আজ থেকে হোক শুরু তবে,
নতুন পথচলা।
তুমি আমার আমি তোমার,
নইকো একেলা।

© রফিকুল ইসলাম ইসিয়াক
০৯ জানুয়ারি ২০২১

~ ছবিঃসংগৃহীত

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৪

কবীর হুমায়ূন বলেছেন: দারুণ সুন্দর একটি কবিতা। ছন্দের কারুকাজ খুবই ভালো হয়েছে। শুভ কামনা কবি ইসিয়াক ভাই।

১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন:


চমৎকার মন্তব্যে মুগ্ধতা ছুঁয়ে গেলো।পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
শুভকামনা সতত।

২| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময় কবি দা

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৮

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই্।
শুভসকাল।

৩| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন:

কবি’র ভালো লাগা মানে অন্যরকম পাওয়া।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৮

অজ্ঞাতকুলশীল বলেছেন: বাহ্ দারুন কবিতা,
সকালটা ভালোই শুরু হলো। শুভকামনা জানবেন।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১২

ইসিয়াক বলেছেন: অজ্ঞাতকুলশীল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম। আপনার দিনগুলো আরো সুন্দর হোক।
শুভসকাল।

৫| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
আমেলা বিহীন সুন্দর কবিতা।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৩

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
আমেলা বিহীন সুন্দর কবিতা।


#আমেলা বিহীন সুন্দর মন্তব্যের ;) জন্য ধন্যবাদ।

৬| ১০ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: কেন গো পাও লাজ?
আমি তেমনি ছড়াবো আলো,
সঙ্গ বিনা প্রভৃতি টাইপো চোখে পড়লো। একসঙ্গে এতটা টাইপো কবির সুনামের পক্ষে অবিচার বৈকি।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৫

ইসিয়াক বলেছেন:


আমার এই রোগ আর কাটবে না। সবসময় তাড়াহুড়ো করি আর চোখও মনেহয় গেছে!
ভুল ধরিয়ে দেবার জন্য বরাবরের মতো অশেষ কৃতজ্ঞা ভালোবাসা ও শুভকামনা।

শুভসকাল প্রিয় দাদা।

৭| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কাব্য। একেলা নয় পথচলা হোক দোকলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.