নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বিরহ কথন

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:০৬



যাবেই যখন বলেই যেতে,
দিতাম কি আর বাঁধা?
ছিন্ন বীনায় যায় কী কখনো,
নিত্য সুর সাধা?

গেছো তবুও রয়ে গেছো,
সশরীরে নেই হয়তো।
স্মৃতিকাতরতার সুখ অসুখে,
দিব্য স্বপ্নের মতো।

তুমি আছো বুকের গভীরের,
স্বচ্ছ আকাশ নীলে।
আছো তুমি রাত প্রহরে ফোটা
সতেজ ফুলে।

তুমি আছো মনের ঢেউের
সকল ভাঁজে ভাঁজে।
আছো তুমি মন জমিনে
নিত্য সকাল সাঁঝে।

তুমি আছো মম অন্তরের
গভীর ভালোবাসায়।
আছো তুমি মৃত্যুহীন প্রাণের
যাবতীয় স্মৃতির পাতায়।

চলে গেছো তবুও রয়ে গেছো
এটুকু বা কম কিসে।
আছো তুমি দেহ মনের
সকল সত্ত্বায় মিশে।

এমন অর্জন ক'জনের আছে,
ক'জনে পায় বলো।
যাই বলো তব প্রেম কাহিনী,
অন্য মাত্রা পেলো।

© রফিকুল ইসলাম ইসিয়াক
০৯ জানুয়ারি ২০২১

~ছবিঃ সংগৃহীত

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: প্রেমবিরহ সুন্দর প্রকাশ কবি দা

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইলো প্রিয় লিটন ভাই।

শুভসকাল।

২| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চলে গেছে হয়তো দূরে
মন থেকেতো আর
যায়নি মুছে।
অনন্য রচনাশৈলী হে সুপ্রিয় কবি।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১২

ইসিয়াক বলেছেন:

পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া ।
শুভকামনা সতত।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আনন্দের কবিতা লিখুন।যে কটা দিন বেঁচে আছেন আনন্দের সাথে বাঁচুন।
এটা ঠিক যে বাঙ্গালী মুসলমানদের জীবনে আনন্দ খুব কম,তার উপর আবার কবি।দশটা ব্যর্থ প্রেমের পর একজন সার্থক কবি হয়।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন:


আমি সব ধরণের কবিতা লিখি ভাইয়া ,আনন্দ , প্রেম, বিরহ , শিশুতোষ এবং বিভিন্ন বিষয়ের উপরে। আমার পেজে আগের কবিতাগুলো দেখলে বুঝতে পারবেন।

আমার যখন যেমন ভালো লাগে তেমনই লিখি।

# আর প্রেমে ব্যর্থ হলেই যে সার্থক কবি হবে আসি ব্যক্তিগত ভাবে তা মনে করি না।


ধন্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: একটা ব্যাপার খেয়াল রাখবেন ছড়া এবং কবিতা দুটা আলাদা জিনিস।
দুটা একসাথে মিলে গেলে কেমন জানি লাগে।

আপনি কি গরুর আর মূরগীর মাংস একসাথে রান্না করেন? নিশ্চয়ই করেন না। আলাদা আলাদা রান্না করেন।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৮

ইসিয়াক বলেছেন: একদিন গরুর মাংস আর দেশী মুরগীর মাংস ওলকচু দিয়ে ভূনা রান্নার রেসিপি নিয়ে ব্লগে পোস্ট দেবো। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পোস্ট চেটে পুটে খাবেন। ;) হা হা হা

৫| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৭

সোহানী বলেছেন: রাজিব সাহেবের মন্তব্য পড়ে হাসছি..........।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩০

ইসিয়াক বলেছেন: বন্ধু আমার মন বোঝেনা নামে একটা কবিতা লিখবো ভাবছি। কি বলবো আপু রাজীব নূরের মন্তব্য পড়ে আমিও মজা পাইছি।

৬| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: কবিতা টা ভালোই হইছে।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩২

ইসিয়াক বলেছেন: ঠিক আছে আর ছড়া বা কবিতা কিছুই লিখবো না, এটাই শেষ। এবার খুশি তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.