নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একটা শিশু কাঁপছে বসে
জারুল গাছটির নীচে।
কেউ কি আছো একটু উষ্ণতার খবর
পৌছে দেবে তার কাছে?
শীত বস্ত্র নেই তো তার,ঘরও নেই তার,
নেই কোন আশ্রয়।
কেউ কি ভেবেছো এই শৈত্যপ্রবাহের দিনে
কতটা সে অসহায়?
খেয়েছে কি কিছু সে এতোটা বেলা অবধি?
নিয়েছো কি কেউ তার খোঁজ?
নাকি নিজের মতো লেপ মুড়ি দিয়েছো,
সেরে আপনার ভোজ?
©রফিকুল ইসলাম ইসিয়াক
২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২
ইসিয়াক বলেছেন:
ধন্যবা্দ লিটন ভাই। ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।
২| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৯
কালো যাদুকর বলেছেন: এখানে প্রায় শুন্যের কাছাকাছি তাপমাত্রা। অনেক মানুষ ব্রিজের নিচে ক্যাম্প করে থাকে। বাংলাদেশের সাথে একটা মেইন পার্থক্য আছে, এই মানুষের ভিতরে কোন বাচ্চা নেই। সরকার বাচ্চাদের আগ্রাধিকার দেয়। অথচ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: আমাদের যে একেবারেই কিছু নাই তা কিন্তু নয়। দরকার সঠিক সময়ে সঠিক পরিকল্পনা ও তার প্রয়োগ। অন্য কোন ব্যাপারে যাই হোক না কেন অন্তত দুঃস্থও অসহায় শিশুদের জন্য একটা সুন্দর বাস্তবসম্মত সঠিক পরিকল্পনা ও তার যথাযথ প্রয়োগ খুবই প্রয়োজন। কেন যে আমাদের সরকার এইসব বাচ্চাদের ব্যাপারে এতোটা উদাসীন কে জানে?
৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
শুভসকাল
৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮
মোঃ কবির হোসেন বলেছেন: মানবতার কবিতা। খুব ভালো লেগেছে।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন:
মোঃ কবির হোসেন আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।আশা করি মাঝে মাঝে আপনাকে আমার কবিতা ও গল্পে পাবো। শুভেচ্ছা রইলো।
শুভসকাল।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! অসহায় মানুষগুলো। ++++++
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩২
ইসিয়াক বলেছেন:
আসুন মাইদুল ভাই আমাদের আশেপাশের এসব , হোক দু’একটা ,এসব ছিন্নমূল শিশুদের নিজের মতো করে সাহায্য করি। হোক সে অল্প। তাতে হয়তো কিছু বাচ্চা কিছুটা ভালো থাকবে।
শুভকামনা।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: শিশুটির ঠিকানা দেন।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৩
ইসিয়াক বলেছেন: আপনার আশেপাশেই আছে একটু খুঁজে দেখুন পেয়ে যাবেন।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৯
অজানা তীর্থ বলেছেন: আমরা খোঁজ নেইনা, আর নিলেও সেলফি তুলতে ব্যস্ত। সহজ সরল সুন্দর কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭
ইসিয়াক বলেছেন:
সত্যি তাই, আসলে আমরা দিনদিন কেমন যেন অমানবিক হয়ে যাচ্ছি। নিজের স্বার্থটুকু ছাড়া অন্য কিছু যেন কিছুতেই বুঝতে চাই না। মুখে মানবিকতার বুলি আউড়ে বেড়াই কিন্তু কাজে কামে নাই্।
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩২
ল বলেছেন: মানবিকতার কবি !!! চালিয়ে যান
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯
ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা আপনার মন্তব্য মানে আমার কাছে বিশেষ কিছু। পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় বিষণ্ণ ভালো লাগা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা। ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
১০| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:০৩
করুণাধারা বলেছেন: মনখারাপ করা কবিতা।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: হ্যাঁ আপু মন খারাপ করা কবিতা।
কি জানি কি হয় মাঝে মাঝে লিখি। তেমন কিছু করার সামর্থ তো নাই্ লিখে যাহোক একটু শান্তি পাই্।
১১| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৪
ঢুকিচেপা বলেছেন: প্রচ্ছদ ও কবিতা সুন্দর হয়েছে।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার মানবিক কাব্যিক কবি দা