নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কংক্রিটের রাত্রিতে, আঁধারের ওপার হতে দাও হাতছানি।
তুমি কি আলোর পাখি?
আগুন রঙা তোমার দু পাখায় আলোর ঝলকানি,
আমি বিহ্বল হয়ে চেয়ে থাকি,
তোমার বৈচিত্রময়তায়।
আঁধার হতে আলোয় উত্তরনের চেষ্টায় আমি অনুসরণ করি বারেবার তোমায়।
আমি সাড়া দিতে চাই তোমার প্রলোভিত হাতছানিতে।
কি জানি কি ভুলে,
আমার ভুবন আর আলোকিত হয় না।
আরো বেশি ঘন তমশা যেন ভীড় করে।
আরো বেশি কুহেলিকায় চারপাশ ঘিরে।
তুমি দুরে সরে যাও কি?
আসলে তুমি চাও কি?
আমি ছুটে যাই।
তোমায় ছুঁতে চাই।
কেন সরে যাও? যাও সরে যাও,দুর বহু দুর।
রাত কি তবে এখনো বাকি?
আর কত প্রহর রবো একাকী?
নিঃসঙ্গ জীবনে,
অতঃপর তুমি হও আমার দুঃখ বিলাসের , একমাত্র কারণ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
১৯ জানুয়ারি ২০২১
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন:
মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় মাহমুদ ভাইয়া।
আমি অবশ্যই চেষ্ট করবো। নিজের ব্যক্তিগত ব্যস্ততা আর তিনটি অসম্পূর্ণ গল্প শেষ করছি একসাথে ,এমনিতে দেরি হয়ে গেছে ব্যস্ততার কারণে, আরো দেরি হলে গল্পের মূল থিম এলোমেলো হয়ে যাবে। তারপরেই আমি লিখবো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চরে সে নিয়ে, ইনশাআল্লাহ ।
দোয়া রইলো।
ভালো থাকুন সবসময়।
২| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৯
ল বলেছেন: রাত পোহাবার কত দেরী !!!'
আপনি প্রেম নাকি বিরহের কবি ???
ভালোবাসা র'লো ।।।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন:
হা হা হা ....।রাত পোহালে তো আলোর দিন। মাঝে মাঝে আলোতে তো আসি তবে কেন জানি আঁধার আমার ভালো লাগে।
আমি কবি ! জানিনা কবি কিনা। তবে সবরকম লেখা লিখতে ভালো লাগে।
শুভকামনা রইলো প্রিয় ভ্রাতা।
দোয় রইলো।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ কবি দা
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন ভাই।
ভালো থাকুন সবসময়।
শুভসকাল।
৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮
রামিসা রোজা বলেছেন:
প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের সত্যিই খুব দরকার
আছে।যখন কারো উপর দিয়ে ঝড় বয়ে যায় তার দুর্বলদিক
গুলো ভেঙ্গে যায়।
স্বস্তির ব্যাপার হলো, এরপর আর কখনো সে ঐসব ঝড়
ভয় পায় না কেননা সে নিজেকে ঝড় থেকেও বেশি
শক্তিশালী করে নিয়েছে ।
কবিতার শিরোনাম যথোপযুক্ত হয়েছে ।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮
ইসিয়াক বলেছেন: প্রত্যেকের জীবনে ছোটখাটো আঘাতের সত্যিই খুব দরকার
আছে।যখন কারো উপর দিয়ে ঝড় বয়ে যায় তার দুর্বলদিক
গুলো ভেঙ্গে যায়।
স্বস্তির ব্যাপার হলো, এরপর আর কখনো সে ঐসব ঝড়
ভয় পায় না কেননা সে নিজেকে ঝড় থেকেও বেশি
শক্তিশালী করে নিয়েছে ।
এতো সুন্দর একটা মন্তব্য পেয়ে সত্যি খুব ভালো লাগলো।
ভালোথাকুন সবসময়।
শুভ সকাল।
৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার বইমেলার গল্প কি এখনও লেখা শেষ হয়নি? আপনি আপনার নিজের কাজ আগে করুন। কি বলেছি? নিজের কাজ নিজে করি। পরে আপনি আমাদের জন্য কবিতার আপডেট ভার্সন লিখুন - প্রয়োজনে আমি আবার মনে করিয়ে দিবো।
আপনাদের এলাকায় শীত কেমন?
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৪
ইসিয়াক বলেছেন: বইমেলা উপলক্ষে আমার কবিতার বই প্রকাশিত হয়ে গেছে এখন অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্চে। বইয়ের নাম “মেঘ ছুঁয়েছে মনের আকাশ” -রফিকুল ইসলাম। এই নামে সার্চ দিলেই পেয়ে যাবেন।
আর গল্প লিখছি ব্লগে আর ফেসবুকে পোস্ট করবো বলে। তবে ইচ্ছা আছে সামনের বছর একটা শিশুতোষ ছড়া/কবিতার বই আর একটা গল্পের বই প্রকাশ করার । দেখি কি হয়। দোয় করবেন।
# আমাদের যশোরে এবার শীত গতবারের মতো অত বেশি নাই্ মোটামুটি পড়েছে। তবে আজ ভীষণ কুয়াশা। আপনার অনুরোধ আমার মনে থাকবে।
দোয়া রইলো প্রিয় মাহমুদ ভাই্।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯
জুন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো কবিতায়। যাকে বলে এক মহান প্রেমিকের বিরহের দুঃখগাথা।
লাস্ট লাইনে টাইপো, দুঃখ বিলাশ না হয়ে বিলাস হবে কবি।
২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু্ । অনুপ্রাণিত হলাম।
# সত্যি মহান প্রেমিকের দুঃখ গাঁথা বটে । তবে প্রেমিকটি কিন্তু আমি নই
#টাইপো নয় আপু আমার জানার ভুল ছিলো।ভুল ঠিক করে দিয়েছি। আসলে বানানে আমার খুব সমস্যা।
শুভসকাল । ভালো থাকুন সবসময়।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: দুঃখবিলাসীদের দুঃখের চেয়ে আনন্দানুভূতি বেশি হয়ে থাকে।
"টাইপো নয় আপু আমার জানার ভুল ছিলো।ভুল ঠিক করে দিয়েছি" - এই সত্যস্বীকার এবং বিনয়, খুব ভাল লেগেছে। জুন হয়তো সৌজন্য দেখিয়েই 'টাইপো' বলেছেন। তবে আপনি অতি বিনয়ের সাথে সেটাকে আপনার ভুল বলে স্বীকার করে নিয়ে চমৎকার সততার দৃষ্টান্ত রেখেছেন। এজন্য সাধুবাদ এবং অভিনন্দন!
রামিসা রোজা এর মন্তব্যটি ভাল লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭
ইসিয়াক বলেছেন: দুঃখিত কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রতি মন্তব্যে আসতে দেরি হলো।
দুঃখবিলাসীদের দুঃখের চেয়ে আনন্দানুভূতি বেশি হয়ে থাকে। যথার্থ বলেছেন সুপ্রিয় ব্লগার। মন্তব্যে ভালো লাগা ।
ভালো থাকুন সবসময় শুভ কামনা।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৯
আর্তচিৎকার বলেছেন: কবিতার প্রতিটি লাইন ই মর্মস্পর্শী! বিরহ, প্রেম, মায়া-টান সবকিছু মিলিয়ে একজন সত্যি কার প্রেমিকের স্পষ্ট প্রতিচ্ছবি। শুভকামনা রইলো কবি!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: কলকাতার সেইমেয়ের সাথে আপনার বন্ধুত্ব হলো কি করে?
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯
ইসিয়াক বলেছেন: নেকের সাথে তো বন্ধুত্ব, প্রেম আছে কোন মেয়ে বলুন তো? আপনার রিলেটিভ কেউ?
১০| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৭
নীল আকাশ বলেছেন: কবিতা এবং ছবি দুইটা ভালো লেগেছে।
ভাল থাকুন।
রিভাইজড ঠাকুর ভাইয়ের কবিতা আমিও পড়তে আগ্রহী।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া,শুভকামনা সবসময়।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ আয়েশি বিলাসী দুঃখ বিলাস নিয়ে কবিতা।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য পাওয়া ভাগ্যের ব্যপার। সম্মানিত বোধ করছি।
শুভকামনা জানবেন।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: দুঃখ এবং সুখ নিয়ে বিলাসিতা করা ঠিক না।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন: আরেকটা বিয়ে করবো। মেয়ে দেখেন
১৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটি তো সেরাম হইছে।+ প্রথাগত ইসিয়াক ভাইকে এই কবিতা ডজন খানেক গোল দিতে পারবে। সঙ্গে কিছু কমেন্ট খুব ভালো লেগেছে।সাত নম্বর কমেন্টে শ্রদ্ধেয় খায়রুল আহসান স্যারের মন্তব্যটি খুব ভালো লেগেছে।+
সংক্ষিপ্ত হলেও মনিরাপুর কমেন্টি মাস্টার পিস।+ যার সুরে সুর মিলিয়ে বলি,আয়েশী বিলাসী কবিতায় মুগ্ধতা। সব মিলিয়ে অনেক দিন পর একটা জমাট কবিতার আসরের সাক্ষী হলাম।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২
ইসিয়াক বলেছেন: আজ ফাঁকি দেবো
শুভেচ্ছা প্রিয় দাদাকে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসিয়াক ভাই, একটি কবিতা দরকার। অনেক অনেক আগেকার লেখা - পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চরে সে - এখন আপডেট ভার্সন দরকার। চেষ্টা করে দেখবেন কিভাবে সাজিয়ে লেখা যায়। পড়ালেখার যে ধরনের মান হচ্ছে এর রূপ ভয়াবহ ভয়ঙ্কর হবার কথা। দুঃখজনক হলেও সত্য - কেউ আমল দিচ্ছে না এ বিষয়ে।