নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঠিক দুপুরে

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৫৮


ঠিক দুপুরে মাঝ পুকুরে
ভাসছে শাপলা শালুক।
সিগ্ধ রোদে নয়ন মুদে,
নিরব নিথর মুলুক।

এক ঝাঁক বক পক পক পক,
উড়ছে ডেকে ডেকে।
দুটো পাঁতিহাস ভাব করছে প্রকাশ,
নয়নে নয়ন রেখে।

টুনটুনিটি, খুব পরিপাটি,
অপরূপ সাজসজ্জা।
কে দেখলো কে বা তাকালো,
নেই ভাবনা বা লজ্জা।

একটা প্রজাপতি, আহারে দূর্গতি!
একা একা বেড়ায় উড়ে।
সঙ্গীটি তার হারিয়ে গেছে,
শুনশান এই দ্বি প্রহরে।

মাঠ জুড়ে ধান,সবুজের জয়গান,
উঠছে বেড়ে সদলবলে।
তার সাথে সাথে, বুঝি ভাব জমাতে,
আগাছাও এগিয়ে চলে।

আলের পথে পথে, সিগ্ধতা ছড়াতে,
বুনো ফুলদের ঝাঁক।
রূপে মাতোয়ারা, অপরূপ তারা,
হাসছে ঠিক ঠাক।

© রফিকুল ইসলাম ইসিয়াক
৪ ফেব্রুয়ারী ২০২১

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। ভালো থাকুন সবসময়।

# আপনার সাথে সেদিন দেখা হলো, কথা হলো। বেশ ভালো লাগলো আলাপ করে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০

রোকনুজ্জামান খান বলেছেন: বাহ্‌ নয়ানাভীরাম ছবি সেই সাথে মন ভূলানো কবিতা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫

ইসিয়াক বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। শুভকামনা সবসময়।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩২

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ছন্দে ছন্দে দারুণ কবিতা লিখেছেন...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৯

ইসিয়াক বলেছেন: মাসুদুর রহমান(শাওন) আপনাকে আমার ব্লগে স্বাগতম। পাঠে মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আশা করি এভাবে সবসময় আপনাকে পাশে পাবো।
শুভকামনা জানবেন ।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

মনিরা সুলতানা বলেছেন: বাহ দারুণ ছন্দে পাতায় উঠে এসছে প্রকৃতি !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপু। পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম। । শুভকামনা সবসময়।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

রামিসা রোজা বলেছেন:
মনকে আনন্দ দেয়ার মতো কবিতা পড়ে ভালোলাগলো ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩২

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা অশেষ।
শুভ সকাল।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

করুণাধারা বলেছেন: স্নিগ্ধ পরশ বুলিয়ে দেয়া কবিতা, ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু্ ।
শুভকামনা সবসময়।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি এখন ব্লগে সময় দেন না। আপনি ফেসবুক ইন্সট্রাগ্রাম নিয়ে বেশি ব্যস্ত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৭

ইসিয়াক বলেছেন: হা হা হা ...।ব্লগে চেহারা দেখানো যায় না তাই ফেসবুকে আর ইন্সট্রাগ্রামে চেহারা দেখিয়ে বেড়াই।

#আজকাল আমার কবিতাগুলো আমার কাছে একঘেয়ে লাগে তাই পোস্ট করি না । কারো বিরক্তির কারণ হতে চাই না আর কি ,অন্য কিছু নয়। ব্লগ ছেড়ে আমি কোনদিনই যাবো না।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত কাব্য নির্মাণ।
ভালো লাগা আকাশসম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই।
শুভসকাল।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ লাগলো প্রকৃতির নানা রুপে ভালোলাগা।
পোস্টে লাইক।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৫

ইসিয়াক বলেছেন:

কেমন আছেন প্রিয় দাদা? অনেক ব্যস্ততার মধ্যেও পোস্টে আসার জন্য অশেষ কৃতজ্ঞতা।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
শুভসকাল।
#আপনার পোস্ট মিস করছি।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা যদি চুরী হয় তাহলে আপনি খুশি হবেন। কারন, না থাক কারন টা বললাম না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৬

ইসিয়াক বলেছেন:


কারো কষ্টের জিনিস চুরি হলে কেউ খুশি হয়!!!!!!!!!!!!! X((

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:২৭

কাছের-মানুষ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বাহ! দৃশ্যকল্পটা চোখের সামনে ভেসে উঠলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫১

ইসিয়াক বলেছেন: এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো আপনাকে আমার পাতায় স্বাগতম।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন। আপনার পাতা ঘুরে এলাম। চমৎকার লেখা।
শুভকামনা

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,





চমৎকার ছন্দোবদ্ধ কবিতা্ ।

ঠিক দুপুরে মন মুকুরে আঁকা প্রকৃতির ছবি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন প্রিয় ব্লগার। আমার জন্য দোয়া করবেন ,আমি যেন সামনে আরো ভালো কিছু লিখতে পারি।

কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
দোয়া রইলো।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: অন্তমিল গুলো খুব সুন্দর হয়েছে।+++

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০২

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে সত্যি ভালো লাগলো।

শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.