নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

নিয়তি

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২২


সাদা শেফালীর বুকে জমা শিশির,
মিলেমিশে একাকার,
মৈথুনরত প্রেমিকযুগলের মতো।

দিনমণির উপস্থিতিতে,
আলোকের তীব্র তীর্যক দহনে, অবশেষে নিঃসঙ্গ বিচ্ছেদ গাঁথা।

তবুও
আশা নিয়ে চেয়ে রয়, প্রতীক্ষার প্রহর গুণে শেফালীটি,
ফিরবে সুসময়!

নিয়তির নিষ্ঠুর নিয়মের কাছে অসহায় আত্নসমর্পণ সকল সৃষ্টির,
জানে বোঝে যদিও সে,
তবুও প্রতীক্ষা থাকে তার যতক্ষণ চোখ মেলে থাকে।
আশা নিয়ে বাঁচে।

অবশেষে ফেরে না কিছু আর, যা হারিয়ে যায়।
তারপরেও চেষ্টা,যদিও ব্যর্থ প্রচেষ্টা সঙ্গীহারা শেফালীর,
সৌরভ ছড়িয়ে ছড়িয়ে খুঁজে ফিরে মহাকালের অতলে বিলীন হওয়া সাথিটিকে,
যাকে দিয়েছিলো আশ্রয়, দিয়েছিলো প্রশ্রয়।

গেয়ে চলে সকরুণ বেদনার গান যতক্ষণ সে টিকে থাকে।
অতঃপর একসময় সেও ঝরে পড়ে সবার অলক্ষ্যে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৬

আরাফআহনাফ বলেছেন: বিচ্ছেদই সত্য, চিরন্তন!
দারুন কাব্য।
নি:সন্গ বিচ্ছেদ গাঁথার গল্প ভালো লাগলো।

ভালো থাকুন, আরো আরো লিখতে থাকুন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৬

ইসিয়াক বলেছেন: আরাফআহনাফ আপনাকে আমার ব্লগে স্বাগতম।

পাঠে মন্তব্যে ও লাইকে অনুপ্রাণিত হলাম। আশা করি সামনে এভাবেই আপনাকে আমার কবিতায় পাবো।

ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: কি খবর? কেমন আছেন?
আপনার কবিতা কি ব্লগ থেকে চূর হয় ?না ফেসবুক থেকে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৭

ইসিয়াক বলেছেন: কে জানে কোথেকে চুরি হয়, জানি না। তবে ফেসবুক থেকে সহজে কপি করা যায়।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

এম ডি মুসা বলেছেন: আপনার লেখা, যথারীতি সুন্দর

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভকামনা জানবেন।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার কাব‍্য। এমন কবিতায় আপনাকে বেশি বেশি দেখতে চাই।++
আপনি বড্ড আনপেডিকটেবল।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৯

ইসিয়াক বলেছেন:



আপনি বড্ড আনপেডিকটেবল।


=p~ =p~ =p~

শুভেচ্ছা রইলো প্রিয় দাদা।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২

সোহানী বলেছেন: চমৎকার কবি।

কবি সেলিম ভাইয়ের অনুপস্থিতিটা তুমি পূরণ করছো..............

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৪

ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।

কবি সেলিম ভায়ের কবিতা আমিও মিস করি। উনি ব্লগে আসছেন না কেন জানি না। আজ অবশ্য পেন্সিল গ্রুপে উনার নতুন কবিতা পড়লাম। অসাধারণ লেখেন উনি। তিনি আমার প্রিয় কবিও বটে।
তবে কবি সেলিম ভাইয়ের অনুপস্থিতিটা কখনো পূরণ হবার নয়।
আপনাদের দুজনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
শুভ সকাল।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি। শুভেচ্ছা নিরন্তর হে সুপ্রিয় কবি।

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৬

নেয়ামুল নাহিদ বলেছেন: আমার পড়া আপনার অন্যতম সেরা লেখা এটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.