নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ শর্টকাট

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৩



-এই তুমি কি করছো?

সেই ছোট্ট বেলার মত শওকত জামিল জানালার ফাঁক দিয়ে কাজটা চুপিচুপি সারতে চেয়েছিলেন কিন্তু আচমকা টুম্পার বেহুদা চিৎকারে চমকে উঠতেই তার কাপড় ও তৎসংলগ্ন স্হান কিছুটা আদ্র হয়ে গেল মুহুর্তেই।সেই সাথে বিশ্রী কটু গন্ধ।

টুম্পা তো এতক্ষণ ঘুমিয়ে নাক ডাকছিলো,উঠলো কখন?

শওকত জামিল বিরক্ত হয়ে উত্তর দিল,
-এইটা কি করলা?
-কি করলা মানে? করতেছি আমি না তুমি?
- সব তো দেখতেই পারছো, তাহলে বিরক্ত করছো কেন?
-দেখতে পারছে আমি না তোমার পাশের বাসার ভাবি? কামান তো ওই দিকেই ফিট করে রাখছো।
-খবরদার আউল ফাউল কথা বলবা না। আমার এইটা কামান? তাহলে তো তোমার এখানে থাকার কথা না। এতদিনে কবেই উড়ে যেতে।

- বাদ দাও বাদ দাও। লজ্জা করে না মধ্য রাতে এসব করতে।
- বেগ আসলে কি করবো?
-বেগ আসলে কি করতে হবে তোমায় এই বয়সে শেখাতে হবে? ওয়াশ রুম নাই? বেগের সাথে সাথে আবেগও কি হারিয়ে বসে আছো নাকি? নাকি পাড়া পড়শী আপু ভাবীদের মনোরঞ্জন করতেছ।
-রাতদুপুরে কি শুরু করলে?
- শুরু আমি করেছি না তুমি?
- শীত লাগে তাই ভাবলাম।এখন অনেক রাত কে আর দেখবে তাই জানালা দিয়ে ঝেড়ে দিলাম। শর্টকাট আরকি।
-ঠিক হইছে যাও ওয়াশ রুমে যাও। এখন এই মাঘ মাসের শীতের রাতে গোসল করে ফ্রেশ হও। দেখ কেমন লাগে! কাপড় বিছানাও তো সব নষ্ট। আমার হইছে যত জ্বালা । দামড়া গরু বোধ বুদ্ধি নাই।

সামান্য জল বিয়োগে যে এত প্যারা নিতে হবে কে জানতো। শীতের রাতে গোসলের শাস্তি আর কিছুর সাথে তুলনা নাই। শওকত জামিল কাঁপতে কাঁপতে ওয়াশরুমে ঢুকলেন।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৪

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,




শওকত জামিল সাহেবের মনে হয় শর্টকাটে ডায়াবেটিস হয়ে গিয়েছে ! :D

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: হা হা হা...

গল্পটি না ঘটনা বলবো, আমার এক বন্ধু এরকম টাইপের। অতি সহজ সরল। আর কিছুটা অলস।একদিন বন্ধু পত্নী আমায় এসে বলল, আপনার বন্ধুর কান্ড শুনছেন? কি করেছে জানেন?

আমি বললাম, কি করেছে?
বন্ধু পত্নী তারপর হাসতে হাসতে বর্ণনা দিলেন।
তারপরের ঘটনা তো গল্পেই আছে।

ভালো থাকবেন প্রিয় ব্লগার।

শুভ কামনা রইলো।

২| ১৯ শে জুন, ২০২১ রাত ৯:২৩

আমি তুমি আমরা বলেছেন: কোন প্রাপ্তবয়স্ক মানুষ কি এই কাজ করবে?

২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: গল্পটা সত্য ঘটনার উপর ভিত্তি করে। পৃথিবীতে হাজার রকমের মানুষ আছে,সবাই কি আর নিয়ম মেনে কাজ করেন। ব্যতিক্রক তে থাকেই। =p~


শুভ কামনা রইলো

৩| ২০ শে জুন, ২০২১ সকাল ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: খুব বিপদে না পড়লে তো ঐ বয়সের কোন লোকের এ কাজ করার কথা নয়!

আপনার এ গল্পটা পড়ে আমার শৈশবের একটি ঘটনার কথা মনে পড়লো। এ রকম আষাঢ় মাসের এক প্রবল বর্ষণমুখর দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা মুষলধারায় বৃষ্টি হওয়াতে পথঘাট সব ডুবে পানির লেভেল আমাদের বাসার বারান্দার প্রায় সমান সমান হয়ে গিয়েছিল। বাসার পাশ দিয়েই একটা পায়ে হাঁটা রাস্তা চলে গিয়েছিল। আমি সেই সুযোগে বারান্দার এক কোণায় দাঁড়িয়ে ঐ কাজ করছিলাম। এমন সময় প্রায় হাঁটু সমান পানি ভেঙে ঐ পথ দিয়ে আসছিলেন প্রয়াত পল্লীগীতি শিল্পী আব্দুল আলীম। উনি আমাকে দেখে একটু কৌতুক করেই তার ভরাট কন্ঠে বলেছিলেন, "ভাতিজা, এমনিতেই বাদলা জোয়ারে সব যাইতাছে ভাইস্যা, তার উপর আবার তুমি ঢালতাছো নতুন জোয়ার ঠাইস্যা!" :)

২৩ শে জুন, ২০২১ ভোর ৪:২৫

ইসিয়াক বলেছেন: আব্দুল আলীম আমার খুব প্রিয় একজন শিল্পী। উনার সাথে আপনার স্মৃতিকথাটি ভালো লাগলো।
আমার এই অনু গল্পটি বাস্তব জীবনে একজনের কাহিনী বলা চলে। উনি আমার বন্ধু মানুষ সহজ সরল আর কিছুটা অলস প্রকৃতির।

অজস্র কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় প্রিয় ব্লগার ।
ভালো থাকুন সবসময়।

শুভ কামনা রইলো।

৪| ২০ শে জুন, ২০২১ সকাল ১১:১৭

নীল আকাশ বলেছেন: শর্টকাট তো ব্রডকাট হয়ে গেছে।

২৩ শে জুন, ২০২১ ভোর ৪:২৬

ইসিয়াক বলেছেন: হা হা হা সেরকমই। ধন্যবাদ প্রিয় ব্লগার।
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।

শুভ কামনা রইলো।

৫| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শর্টকাটের প্রায়শ্চিত্ত বড় বেশি হয়ে গেল।

২৩ শে জুন, ২০২১ ভোর ৪:২৮

ইসিয়াক বলেছেন: তাই তো মনে হচ্ছে। অলস মানুষদের এমনই হওয়া উচিত =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.