নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
একদিন ছিলে
সুখের মিছিলে
আনন্দ হাসিখেলা
মহাসমারোহের কালে।
এখন দুঃসময়
তুমি আছো কোথায়?
দেখা নাই শোনা নাই
প্রতি মুহুর্তে চোখে হারাই।
এমনই তো হয়
জানি, জানি নিশ্চয়।
সু সময়ে বন্ধু বটে হয় ক'জনায়
দুঃসময়ে হায়!হায়!!
কেউ তো কারো নয়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২২ শে জুন, ২০২১ সকাল ১১:২৮
ইসিয়াক বলেছেন: ওকে
২| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
২২ শে জুন, ২০২১ সকাল ১১:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো।
৩| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯
বৃষ্টি'র জল বলেছেন: ভাল লিখেছেন
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:০৯
ইসিয়াক বলেছেন: বৃষ্টি'র জল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
৪| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি কারো দুঃসময়ে পাশে দাড়ালে কখনো আপনার দুঃসময়ে সেউ আপনার পাশে দাড়াবেন। যদি না হয় তাহলে তার জন্য আরো বড় দুঃসময় অপেক্ষা করছে। - এটি আমার অভিজ্ঞতা থেকে কথা।
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১১
ইসিয়াক বলেছেন: যথার্থ বলে ছেন প্রিয় মাহমুদ ভাই।
আপনার প্রতিটি কথাকে আমি গুরুত্ব দেই।
ভালো থাকুন।
দোয়া রইলো।
৫| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:১৭
জটিল ভাই বলেছেন:
এমনইতো হয়.......
যদিও মানুষ বলে বিরহের প্রেম নাকি সত্যি হয়.....
সুন্দর কবিতা
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১৩
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো প্রিয় জটিল ভাই।
ভালো থাকুন।
৬| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৫০
ঢুকিচেপা বলেছেন: “সু সময়ে বন্ধু বটে হয় ক'জনায়
দুঃসময়ে হায়!হায়!!
কেউ তো কারো নয়।”
এটাই বাস্তব কথা।
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:১৫
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভেচ্ছা সহ শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
৭| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:৩৯
নয়ন বড়ুয়া বলেছেন:
আসাধারণ দাদা...
ভালো ও সাবধানে থাকবেন...
৮| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবি দা
রাজীব নূর দার ফোন নম্বর আছে থাকলে ইনবক্স করেন না প্লীজ