নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কিছু ছবি কিছু স্মৃতি (৩)

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৩

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,

আমি আবারও এলাম আপনাদের মাঝে আমার তোলা কিছু ছবি নিয়ে । নিশ্চয় সবাই ভালো আছেন?আমিও ভালো আছি। ছবিগুলো আপনাদের ভালো লাগলেই আমার খুশি ।সবাই মতামত দেবেন আশা করি।
সবার জন্য শুভকামনা রইলো।





মাতৃত্ব






নিঃসঙ্গতা




প্রাতঃরাশ







নিস্তব্ধ শহর, মেঘলা আকাশে বিরহী চাঁদ। গত রাতে তোলা।

অভিমানী চাঁদ










ঘুম





জীবন ও জীবিকা
এই ছবিটি এ্যলিফ্যান্ট রোড থেকে তোলা।






আজব বিজ্ঞাপন
এই ছবিটি শ্যমলী থেকে তোলা।









কেউ কোথাও নেই
অগ্রহায়ণ মাসে মাঠে ধান কাটার পর।








অনধিকার চর্চা




বাদাম সহ বাদাম গাছ
আমার বাসায় টবে লাগানো। সুন্দর বাদাম ধরেছে।




ঐতিহ্য

ঢেকি ঘর।এথন একটু ময়লা ও অবিন্যস্ত তবে ব্যবহারের আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। গত শীতে তোলা।














ঘর গৃহস্থালী

বিচেলী কাটায় ব্যস্ত যুবক।


ব্যক্তিগত ব্যস্ততার জন্য প্রতি মন্তব্যে আসতে একটু দেরি হচ্ছে ,আশা করি সবাই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সবার প্রতি কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।

মন্তব্য ২৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৭

হাবিব বলেছেন: গ্রামীন জীবনের সুন্দর স্মৃতি তুলে এনেছেন। শুভকামনা রইলো।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১১

ইসিয়াক বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় হাবিব স্যার।

২| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:০০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ছবিগুলো সুন্দর । শুভ কামনা আপনার জন্য

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১৩

ইসিয়াক বলেছেন:

আপনার জন্যও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো ।
ভালো থাকুন সবসময়।

৩| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:০৫

নিয়াজ সুমন বলেছেন: চিনা বাদাম সব সময় খাওয়া হলেও গাছ এই প্রথম দেখলাম।
আপনাদের ওখানে কি িএখনো ঢেকির ব্যবহার হয়???

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় নিয়াজ সুমন ,

আমাদের এখানে অর্থ্যাৎ যশোর অঞ্চলে গ্রামের দিকে এখনো অনেক স্থানে ঢেঁকির প্রচলন আছে। বিশেষ করে চালের গুঁড়ো ও ডালের বড়ি কোটার সময় ঢেঁকি ঘর পরিক্ষার পরিচ্ছন্ন্ করে ব্যবহার করা হয়। এছাড়া ঢেঁকি ছাটা চিড়ে,হলুদের গুঁড়া,কুল চুর ইত্যাদি নানা কাজে সারা বছর প্রায় ঢেঁকি ব্যবহার হয়।

৪| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু শুভকামনা রইল।

৫| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৫

ওমেরা বলেছেন: সুন্দর ছবি । শুভ কামনা আপনার জন্য।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২০

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো আপু।

ভালো থাকুন সবসময়।

৬| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



কিডনি বিক্রি করার বিজ্ঞাপনটি যদি সত্যি হয় তাহলে এই ব্যথা দুঃখ ভাষায় প্রকাশযোগ্য না। গ্রামের ছবি খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন:



হয়তো কিডনি বিক্রি বিজ্ঞাপনটি সত্য। ফোন নম্বরও দেওয়া আছে। হয়তো চরম আর্থিক কষ্ট থেকে উত্তোরণের জন্য এই প্রচেষ্টা। দরি দ্ররিদ্র দেশে সবই সম্ভব।

৭| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:২৮

আমি সাজিদ বলেছেন: বাদাম সহ বাদাম গাছের ছবিটি বিশেষ ভালো লেগেছে।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২৬

ইসিয়াক বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় সাজিদ ভাই।

শুভকামনা রইলো।

৮| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমি ভাবছি অন্য কথা।আপনারা সবাই দেখতে দেখতে ছবি ব্লগ দিয়ে আইডি রিনুয়াল করলেন। কিন্তু আমার কাছে কোনো ছবি নেই। তাহলে কি করে আইডি বাঁচিয়ে রাখবো তা নিয়ে চিন্তায় পড়লাম।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: আপনার কাছে ছবি নেই কে বলল? এত এত জায়গায় ভ্রমণ করলেন। ফেসবুকে পোস্ট দিলেন, সেই সব ছবি গুলো পোস্ট করলেই তো চমৎকার ছবি ব্লগ হয়ে যায়।

আপনাকে জরিমানা করা হবে X( । এত ব্লগ বিমুখ হলে চলবে কেমন করে X(( ?

৯| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:১৩

ঢুকিচেপা বলেছেন: বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি দেখা হলো।

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময়।

শুভকামনা।

১০| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক সুন্দর ছবি । শুভ কামনা রইলো !

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

ভালো থাকুন সবসময়।

১১| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯

জটিল ভাই বলেছেন:
ইসিয়াক ভাইও দেখি আজ-কাল অনেকের মতো ছাগলপ্রেমী হয়ে যাচ্ছেন =p~
পোস্ট ভাল্লাগচ্ছে :)

২৬ শে জুন, ২০২১ সকাল ১০:৩১

ইসিয়াক বলেছেন: হা হা হা হা হা .......................।

১২| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:০১

ফড়িং-অনু বলেছেন: বাহ! অনেক সুন্দর ছবি।

২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

১৩| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: চমৎকার ছবি । ছাগলের ছবিটা বেশি জীবন্ত !

১৪| ২৭ শে জুন, ২০২১ ভোর ৫:৫১

ডঃ এম এ আলী বলেছেন:

সব ছবিই সুন্দর হযেছে ।
ঢেকির ছবিটা মনে বেশি ধরেছে । মনে গান
ও বউ ধান ভানে রে, ঢেঁকিতে পার দিয়া...।’
ঢেঁকির পাড়ে পল্লিবধূদের এমন গান বাংলার
গ্রামীণ জনপদে সবার মুখে মুখে থাকত।
ধান থেকে চাল, তা থেকে আটা।
শীতের পিঠা তৈরি চলত গ্রামের
প্রায় সব বাড়িতে।
কালের বিবর্তনে প্রায় হারিয়ে যেতে বসেছে ঢেঁকি।
গ্রামীণ জনপদগুলোতে এখন বিরাজ করছে শহুরে আবেশ।

গ্রামবাংলার চিরায়ত সব ঐতিহ্য এখন শুধুই স্মৃতি।
হারানোপ্রায় স্মৃতিগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.