নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মনোময় এসো বাহু বন্ধনে

১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০২



তোমার ভ্রু যুগলের ঠিক মধ্যখানে
একটি গোল কালো টিপ
বিশ্রামরত নিশ্চিন্তে।

তোমার ওষ্ঠধারের কালো তিলখানি
সর্বদা আমায় প্রণয় আহ্বানে ব্যস্ত।
দুটো প্রেম চিহ্ন
ঘুরে ফিরে
আমি চেয়ে দেখি বারবার।
আমি রচি নানা কাল্পনিক ছবি
নানা রঙে নানা ঢঙে
খুঁজে ফিরি আমার প্রেম প্রণয় তোমারই মাঝে।

তোমার শ্যামল মুখখানি লাস্য জড়ানো
তোমার খোলা এলোচুলে দখিনা বাতাস দোলা দেয়
মুহুমুহু।

আমি বিপর্যস্ত।

নির্মল আনন্দে চেয়ে দেখি
তোমার কিছু অবিন্যস্ত কেশ জড়ো হলো
আবার কিছু উড়ে গেল অবাধ্যতায়
এলোমেলো বারবার বারবার।

মনোময় তুমি আমার হৃদয় আকাশে দোলা দিয়ে যাও
দুরন্ত মেঘ বালিকার মত।

তোমার এই মায়া জড়ানো অপার্থিব রূপ
আমায় সকল সৃষ্টির একমাত্র অনুপ্রেরণা।

তোমার এলোমেলো সাজ আমার বিহ্বলতার কারণ
তোমার টোল ফেলা হাসি আমার মন করেছে হরণ।

তোমার মৃদু লজ্জা আমার মনে কৌতুহল জাগায়
তোমার চোখের জল? সে আমার বিচলিত হবার কারণ।

তোমার হঠাৎ অনুপস্থিতি আমার চিন্তার উদ্রেক ঘটায়।
তোমার বিষ্ময় চাহনি আমায় অতল গভীর মায়া
তুমি প্রেমি, আমার প্রণয়নী আমার পূজার কায়া।

এসো প্রিয়
বাহুবন্ধনে এসো
সাড়া দাও প্রিয়তমা আমার আকুল আহ্বানে
তুমি আমার শুধুই আমার ঘুমে ও জাগরণে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবি গুগল থেকে নেওয়া।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২০

হাবিব বলেছেন: কি দারুণ আহ্বান! কি দারুণ উপমা!

১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।

কৃতজ্ঞতা রইলো।

২| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা

১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভাই।

৩| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
শুভকামনা রইলো ।

৪| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৩

কামাল১৮ বলেছেন: এখানে সৃষ্টিকর্তার কাজটি কি ঠিক বুঝা গেল না।

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৮

ইসিয়াক বলেছেন: কবিতাটি লেখার পরে আমার কেন জানি মনে হচ্ছিল আপনি এই প্রশ্নটেই করবেন। হা হা হা আপাতত করোনার জন্য কারো সাথে সামনা সামনি দেখা সাক্ষাতে সমস্যা আর আপনি থাকেন তো .....। যাহোক একদিন এই বিষয় নিয়ে আপনার সাথে চা পান করতে করতে আলোচনা করা যাবে।সময় আসুক...। এখন না হয় কবিতাই পড়েন।
শুভসকাল।

৫| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু ভাইয়া সৃষ্টিকর্তার শপথ কেনো? এটা ঠিক হয়নি

কবিতা সুন্দর হয়েছে

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন: লাইনটা বদলে দিয়েছি আপু। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা রইলো।

৬| ১০ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: লাইনটা বদলে দিয়েছি আপু। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।

-লাইনগুলো না বদলায়ে, মুছে দিলে আরো ভালো হতো।

১০ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০০

ইসিয়াক বলেছেন: যে যা বোঝে...। B-))

৭| ১০ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: কবিতার চেয়ে ছবিটা বেশি সুন্দর হয়েছে।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন: ওকে

৮| ১০ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১০

ফেনা বলেছেন: উপমাগুলি অনেক ভালো লাগল।
শুভকামনা আপনার জন্য। ভাল থাকবেন।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:০৭

ইসিয়াক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইলো।

ভালো থাকুন সবসময়।

৯| ১০ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: দেখুন আমাকে ফাঁকিবাজ বলতেই পারেন। কিন্তু তবুও আমার মধ্যে এমন কাব্যিক প্রেমানুভূতি আসবে না। বেশ চলতে থাকুক....

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৫

ইসিয়াক বলেছেন: হা হা হা গল্পটির পরের পর্ব পোস্ট দিন তাড়াতাড়ি। আর সহ্য হচ্ছে না কিন্তু।

১০| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৩

তারেক ফাহিম বলেছেন: চমৎকার উপমায় সাজিয়েছেন কাব্যকথা।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:১৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.