নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অভ্রবনিতা
শূণ্যের নীলাভ ছেড়ে
চলে এসো এই প্রকৃতির বুকে।
দেখে যাও কত ভালোবেসে
কত স্নেহের পরশে
মায়ার বাঁধনে বেঁধেছে সকল
এই নিখিল ভুবন।
প্রতারিত হবে না
হবে না কলুষিত
ভরসা রাখো।
সুখ স্বপ্নের সব চাওয়া
পরিপূর্ণতার
ফুল ফসলে ভরবে তোমার মন এবং মনন।
বাসন্তী আবেগে উড়াবে তোমার পছন্দের ফানুস
মনখুশিতে
উড়াবে তোমার সেই আকাশনীলে
যেখানে ছিলো তোমার বাস।
চলে এসো এই সোঁদা গন্ধ মাখা মাটির কোলে
এই হিমভেজা শিশির সিক্ত ঘাসের বুকে।
এসো এই সবুজ বনানীর মায়ায়।
এসো এই লাল সাদা শাপলা শালুক ফোঁটা
শান্ত ঝিলের জলে
যেখানে রাজহংসী খেলা করে আপন মনে।
বটের শীতল ছায়ায় এসো
যেখানে ব্যস্ত পাখ পাখালী আপন খেয়ালে ।
সময় বয়ে যায় সময়ের খেয়ালে
মেঘ ছুঁয়ে যায় নীলের দেয়ালে
সীমাহীন শূন্যতা ছেড়ে
দুরন্ত কিশোরীর মত
এক ছুটে চলে এসো।
এসো সেই বাংলা মায়ের কোমলপ্রাণে
এসো সুখ শান্তি অপার স্নেহছায়ায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবির লিঙ্ক
০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩১
ইসিয়াক বলেছেন:
অভ্রবনিতা শব্দটা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।
আসুক এই ধরাধামে স্বপ্ন প্রেয়সী ভরিয়ে দিক ভুবন ভালোবাসায়।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৬
হাবিব বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হাবিব ভাই। শুভকামনা রইলো।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: ভালো।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
ইসিয়াক বলেছেন: ছোট্ট মন্তব্য। তবু ভালো লাগা।
শুভকামনা রইলো।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
বেশ ভালো লাগলো আপনার এই পোষ্টটি। মনে হলো প্রকৃতি রূপে কোনো প্রমিক উদাত্ত কণ্ঠে তার প্রেমিকা অভ্রবনিতাকে আহ্বান জানাচ্ছে প্রকৃতিপানে ফিরে আসার জন্য। এমন কবিতাই আমরা চাই।
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: পোস্টটি বেশ ভালো লাগাতে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় পদাতিক ভাই।
শুভকামনা সতত
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: অভ্রবনিতা শব্দটা ভালো লেগেছে। এটাকে অভিধানে স্থান দেয়া যেতে পারে একটা কাল্পনিক প্রেয়সী হিসাবে। অভ্রবণিতা নীল আকাশ থেকে এই সুন্দর পৃথিবীকে কিন্তু দেখছে। কিন্তু তাকে আহবান করে ভালো করেছেন কারণ দূর থেকে দেখার চেয়ে কাছে এসে বাংলার বটের শিতল ছায়ায় বসে ব্যস্ত পাখ পাখালির কূজন শোনা আরও মনোহর। বাংলা মায়ের কোমল প্রানের ছোঁয়া আর স্নেহ ছায়া লাগলে অভ্রবনিতা আর ফিরে যাবে না দুরের আকাশে।