নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তোমার স্মৃতি মানে কষ্টের অভিঘাত
দুচোখে শ্রাবণ ধারার অশ্রুপ্রপাত।
একদা বসন্ত দিনে যে প্রেম বিকশিত
সময়ের ব্যবধানে আজ তা প্রতারিত।
দুর্জনের ছলনার হয় না অভাব
জানা ছিলো না মায়াবিনী তোমার এ স্বভাব।
©রফিকুল ইসলাম ইসিয়াক
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩
ইসিয়াক বলেছেন:
অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু্ ।
শুভকামনা রইলো।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১
জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!
০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অসাধারন কবিতা।দারুন ছন্দ ও অন্তমিল।
০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৩
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
সুপ্রভাত।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
মিরোরডডল বলেছেন:
Now you know, thats how she is !
So, stay away from her
০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩১
ইসিয়াক বলেছেন:
চেষ্টা তো করি কিন্তু.. ….যাক, আপনার জন্য একটা গান দিলাম। এই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয়।
ভুলিতে পারি না তারে ভোলা যায় না - শাকিলা জাফর
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: অনু বলে আমিও কমু-সুন্দর।
০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৩
ইসিয়াক বলেছেন: হা হা হা.....
চমৎকার অনু মন্তব্য প্রিয় দাদা।
শুভ কামনা রইলো।
সু-প্রভাত।
৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১১
জটিল ভাই বলেছেন:
জটিল এই ছলনা,
করলো কোন ললনা?
০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
ইসিয়াক বলেছেন:
কি করে করি বদনাম,
যাকে ভালোবাসি অবিরাম?
শুভকামনা প্রিয় ব্লগার।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর ছলনাময়ী কবিতা
ভালো লাগলো