নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনু কবিতাঃ দুর্জন

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২


তোমার স্মৃতি মানে কষ্টের অভিঘাত
দুচোখে শ্রাবণ ধারার অশ্রুপ্রপাত।

একদা বসন্ত দিনে যে প্রেম বিকশিত
সময়ের ব্যবধানে আজ তা প্রতারিত।

দুর্জনের ছলনার হয় না অভাব
জানা ছিলো না মায়াবিনী তোমার এ স্বভাব।

©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর ছলনাময়ী কবিতা
ভালো লাগলো

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

ইসিয়াক বলেছেন:




অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু্ ।
শুভকামনা রইলো।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: চমতকার কবিতা!

০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন:





ধন্যবাদ প্রিয় ব্লগার।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: অসাধারন কবিতা।দারুন ছন্দ ও অন্তমিল।

০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৩

ইসিয়াক বলেছেন:







অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
সুপ্রভাত।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:
Now you know, thats how she is !
So, stay away from her :)

০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩১

ইসিয়াক বলেছেন:



চেষ্টা তো করি কিন্তু.. ….যাক, আপনার জন্য একটা গান দিলাম। এই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয়।

ভুলিতে পারি না তারে ভোলা যায় না - শাকিলা জাফর

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: অনু বলে আমিও কমু-সুন্দর।

০৫ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৩৩

ইসিয়াক বলেছেন: হা হা হা.....
চমৎকার অনু মন্তব্য প্রিয় দাদা।
শুভ কামনা রইলো।
সু-প্রভাত।

৬| ০৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১১

জটিল ভাই বলেছেন:
জটিল এই ছলনা,
করলো কোন ললনা? :P

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন:




কি করে করি বদনাম,
যাকে ভালোবাসি অবিরাম? :((

শুভকামনা প্রিয় ব্লগার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.