নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনু গল্পঃ অসমাপ্ত অধ্যায়

১৪ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৫

রাত তিনটা বাজে। সমস্ত এলাকাটায় কবরের নিস্তব্দতা।অনিরও বেশ গা ছমছম করছে।অন্য দিন তো এমন হয় না আজ হঠাৎ কি কারণে গা ছমছম করছে সে ঠিক বুঝতে পারছে না। বিকালে সুমির কথাগুলোয় কিসের ইঙ্গিত ছিল?
সে যে রাস্তা ধরে হাঁটছে সেই রাস্তার বাতিগুলো কোন এক কারণে ঠিক মতো কাজ করছে না।অনি এক ফাঁকে রাস্তার মাথায় গিয়ে জরুরি কাজটি সেরে নিলো।চাপ মুক্ত হতে পেরে এখন তার বেশ ভালো লাগছে। যদিও গা ছমছমে ভাবটা কমেনি।মনে হচ্ছে অশরীরি কোন কিছু তার পিছু নিয়েছে। আচ্ছা সে কি ফিরে যাবে? আগে কোনদিন তো এমন হয় নি।
সে ঘড়ি দেখলো, অলরেডি পনেরো মিনিট লেট।নেহাত এই পাড়ার কুকুরগুলো তার চেনা। দিনের বেলা এদিকে এসে খাবার দিয়ে হাত করা আর কি। নয়তো এতক্ষণে সারমেয় গুলো ঠিকই হৈচৈ শুরু করে দিতো।কালো রঙের একটা বেশ বড় সড় কুকুর তাকে অতিক্রম করার সময় তার বেশ ভয় করতে লাগলো । এই কুকুরটাকে তো এর আগে এই এলাকায় দেখা যায় নি।
রাহুল সাধারণত এতো দেরি করে না। আজকের গন্তব্য কোথায় অনি জানে না, ফোনে জিজ্ঞেস করলেও রাহুল পরিষ্কার জানায়নি তাকে। তা না হলে সে আগে থেকে জায়গা মতো পৌছে যেতো।
ঝামেলা যত তাড়াতাড়ি মেটানো যায় তত ভালো।অনি এক ফাঁকে পকেট হাতড়ে দেখে নেয় ব্লেডের প্যাকেটটা ঠিক ঠাক আছে কিনা। হ্যাঁ ঠিকই আছে, ছুরিটিও আছে জায়গা মত। একটা ক্রু হাসি দেয় সে আজই খেলা ফাইনাল করতে হবে। এই অস্থির জীবনযাপন তার আর পোষাচ্ছে না।
সুমিও তাকে সন্দেহ করা শুরু করেছে
মাঝরাতে যার স্বামী হুটহাট না বলে বাইরে বেরিয়ে যায় তাকে তো যে কোন মেয়ে সন্দেহ করবেই।
পিছন থেকে কেউ একজন ঘাড়ে হাত দিতেই দারুণ ভাবে চমকে উঠে তাকাতেই অনি দেখলো......
© রফিকুল ইসলাম ইসিয়াক।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৩

জটিল ভাই বলেছেন:
ডাল মে কুচ কালা হে :)

১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন:



হো হো হো..... ইহা একটি সহজ সরল গদ্য :#)

২| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মনিরা সুলতানা বলেছেন: আয়হায় , কী হইলো !!

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার,
বাকি ভাবনাটুকু পাঠকের জন্য রেখে দিয়েছি।

শুভ কামনা রইলো।

৩| ১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: কি হলো!!!

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৯

ইসিয়াক বলেছেন: বাকিটুকু প্রিয় ব্লগার নিজের মত করে ভেবে নিন। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা রইলো।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪

সেডরিক বলেছেন: কি দেখলো? :||

১৬ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার,
পাঠক এখানে স্বাধীন। নিজের মত করে ভেবে নিতে পারে কল্পনার রঙ চড়িয়ে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
শুভ কামনা রইলো।

৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আই মিয়া এটা কেমন হলো?

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৫

ইসিয়াক বলেছেন: হা হা হা.. …. এটা একটা গল্পের শুরু কিন্তু শেষ করি নাই।
আচ্ছা একটা ধাঁধা এই গল্পের চরিত্র অনির পেশা কি? বলতে পারবেন?


শুভ কামনা রইলো প্রিয় দাদা।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩০

নাহল তরকারি বলেছেন: এটা কি ভূতের গল্প? নাকি রোমান্টিক গল্প?

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন: হা হা হা প্রিয় ভাই ইহা একটি অসমাপ্ত গল্প। পাঠকই ঠিক করুক ইহা ভুতের গল্প নাকি রোমান্টিক গল্প :D
শুভ কামনা রইলো প্রিয় ভাই।
ভালো থাকুন সবসময়।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩

নাহল তরকারি বলেছেন: আমার কাছে এটা ভৌতিক আর পরকীয়া সন্দেহ বাচক গল্প মনে হচ্ছে।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৪

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ।
এ সংক্রান্ত ভাবনা নিয়ে আপনিও তো কিছু লিখতে পারেন।

শুভ কামনা রইলো।

৮| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমি কিন্তু অন্য জায়গায় ঢিল মেরেছি :)

২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৬

ইসিয়াক বলেছেন: হায়! হায়!
আমি ছোট আমাকে মারবেন না প্লিজ। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.