নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন -৫

১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪

আজকের পর্বঃ দুঃখবিলাসী মন
___________________________
অনেক দিন পর আবার শৈশবে ফিরে গেলাম।নিশ্চয় ভাবছেন মিথ্যা বলছি। এটা আবার কি করে সম্ভব টাইম মেশিন তো এখনও আবিষ্কার হয় নি!

তাহলে শুনুন ....ছোটবেলার দিনগুলোতে আমি আর আমার মা সুযোগ পেলেই হয় গল্পের বই না হয় সিনেমা দেখতে বসে যেতাম ভি সি আর এ।বেশির ভাগ ই ভারতীয় বাংলা আর কিছু বাছাই করা বাংলাদেশের বাংলা সিনেমা।কখনও কখনও অবশ্য হিন্দী ছবিও দেখা হতো।

যাহোক বহুদিন বাদে আজ আবার একটা ভারতীয় বাংলা সিনেমা দেখতে বসেছিলাম।ছবিটি ঋত্বিক ঘটকের "মেঘে ঢাকা তারা"। ছবি দেখা শেষ, মন খারাপ করে বসে আছি। একা।ঘর অন্ধকার ।সন্ধ্যা হয়ে গেছে আলো জ্বালানো হয় নি। থাকুক অন্ধকার থাকুক। আঁধার আমার ভালো লাগে।

আগে মুভি দেখার পর, আমার মন ভালো বা খারাপের সঙ্গী ছিল আমার মা। মুভি শেষ হলেও মুভির রিএ্যাকশন গুলো তার পরবর্তী সময়ে অনেকটা সময় আমাদের মধ্যে বিদ্যমান থাকতো। হাসির মুভি হলে ছবির মাঝে শেষে তারপরে ও রেশ থেকে যেত অবিরাম।
দুঃখ কষ্ট সামাজিক মিলের সিনেমার ভালো পরিসমাপ্তির ক্ষেত্রে ও একই কথা প্রযোজ্য। ছবি শেষে আমি আর মা দু'জন হাপুস নয়নে কাঁদছি। এমনটা অনেক দিন হয়েছে। যে কেউ দেখলে পাগল টাগল বলতো নিশ্চয়। ভাগ্যিস কেউ দেখে নি।

এখনও সেই অভ্যাসটাই রয়ে গেছে আমার মধ্যে । মা তো এখন আর নেই তাই মন খারাপের পাল্লাটা একটু ভারি ই বলা চলে।তবে ছবি দেখা শেষে সিনেমার চরিত্রগুলোর সুঃখ দুঃখগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই আর। তাই কষ্টগুলো একটানা বুকের মধ্যে অন্য সুরে বেজেই চলেছে। বিশেষ করে শক্তি পদ রাজগুরু কাহিনী আর ঋত্বিক ঘটকের পরিচালনায় মেঘে ঢাকা তারার নিতা রূপে সুপ্রিয়া চৌধুরীর অভিনয়। অসামান্য।
অনিল চট্টোপাধ্যায়ের সাথে সুপ্রিয়া চৌধুরীর দ্বৈত লিপ সিং এ গানটা এখনও কানে বাজছে। রবী ঠাকুরের গান সেই বিখ্যাত গান।

যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে....

অতীত স্মৃতি রোমন্থন কখনও কখনও বেদনার হলেও এক ধরনের কষ্ট মিশ্রিত সুখানুভূতি জাগ্রত হয় মনে। এটাকে কি বলে জানি না। এটাকে দুঃখ বিলাস বলে হয়তো।
আহ! সেই দিনগুলোতে যদি আবার ফিরে পাওয়া যেত।কি মজাই না হতো!

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: স্মৃতিচারণা অনেক সময় কষ্টদায়ক হয়।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৩

ইসিয়াক বলেছেন: ঠিক তাই। অনেক সময় মনে হয় আগেই সব ভালো ছিল।
তবে আমার শৈশব আর কৈশোর খুব ভালো কেটেছিল। আমার মা ছিল বন্ধুর মত।আমরা একসাথে কবিতা আবৃত্তি করতাম,হাসতাম গান গাইতাম।এমনকি নানানরকম খেলাও খেলতাম বাচ্চাদের মত।ঝগড়াও হতো কখনও কখনও। আর সঙ্গী ছিল আমার ছোট্ট বোনটি।সে শুধু অবাক হয়ে আমাদের কার্যকলাপ দেখতো। মা যখন গল্প পড়ে শোনাতেন। একেবারে ঠিক যেন বিবিসির সংবাদ পাঠিকা সুভদ্রা উর্মিলা মজুমদারের মত করে গল্পগুলো পড়তেন।

২| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:



আপনার কবি হওয়ার পেছনে আপনার শৈশব অনেক বড় ভুমিকা রেখেছে, দেখছি।

১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:১৮

ইসিয়াক বলেছেন: জ্বী আমার লেখালেখির পিছনে আমার শৈশব কৈশোর আর আমার মায়ের ভূমিকা অনস্বীকার্য। মা বেঁচে থাকলে খুব খুশি হতেন।তিনি সবসময় আমার সাধারণ জীবন যাপন চাইতেন।যেমন এখন আছি।

ধন্যবাদ।

৩| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জীবন চলতে থাকে।

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন: সেটাই। থেমে থাকে না কোন কিছু।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

৪| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৮

জটিল ভাই বলেছেন:
আপনার মাকে আল্লাহ্ বেহেশত নসীব করুন।

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৮

ইসিয়াক বলেছেন: আমিন
ধন্যবাদ প্রিয় ভাই।

৫| ১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৬:৪৭

অধীতি বলেছেন: আমি একারণে আবেগের মুভি দেখতাম না, মানুষ পাগল বলবে। মায়ের সাথে এরকম স্মৃতি বাংলাদেশে খুব বেশি ক'জনের নেই। আল্লাহ আপনার মাকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুন।

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২১

ইসিয়াক বলেছেন: আপনার দোয়া কবুল হোক ভাইয়া।
#আমার মা আসলেই অন্য রকম ছিলেন। এত সাধাসিধা নির্লোভ নিরহংকারী মানুষ আমি খুব কমই দেখেছি।
অনেক ধন্যবাদ । কৃতজ্ঞতা রইলো।

৬| ১১ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:২১

জুল ভার্ন বলেছেন: আমার কাছে অতীত রোমান্থই সুখ।

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২২

ইসিয়াক বলেছেন: আমার কাছে ও তাই।
আগের দিনগুলো আজকালকার দিনগুলোর মত এত জটিল ছিল না।

শুভকামনা রইলো

৭| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৪০

এম ডি মুসা বলেছেন: ভালো লাগলো, অতীত অনেক কষ্ট দেয়

১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা রইলো।

৮| ২৭ শে মে, ২০২২ সকাল ১১:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাবা মা ভাই বোন সহ একসাথে ভিসিআর দেখার কথা মনে পড়ে গেল। এখন সেই পরিবেশ নেই।

২৯ শে মে, ২০২২ দুপুর ১:৪২

ইসিয়াক বলেছেন: আসলে সেই সব দিনগুলো কত সুন্দর ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.