নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মধুরিমা,
বহুদিন পর আজ তোমায় মনে পড়ছে।কত দিন কত রাত কত বছর হয়ে গেল এখন আর মনে পড়ে না তোমাকে! কাউকেই মনে পড়ে না। মনে করি না যে।
কেমন যেন একটা বোধ থেকে অতীতকে আর সামনে আনতে ইচ্ছে করে না।যে যেখানে যেমন আছে তেমন থাকুক। ভালো থাকুক। ভালোবাসায় থাকুক।
ঘড়িতে কটা বাজে কে জানে।জানালার ওপারে অজস্র জোনাকির আলো।তিরতিরে ঠান্ডা হাওয়ায় চোখ বুজে থাকলে এক ধরনের আরাম অনুভব হচ্ছে ।কাছাকাছি কোথাও মৃদু ভলিউম রবি ঠাকুরের গান বাজছে। গ্রামোফোন রেকর্ডে রেকর্ড করা গান ।প্রাচীন বাড়িটিতে আমি একা।ফিরে এসেছি শেকড়ের টানে।বহুদিন গান শোনা হয় নি,এড়িয়ে গেছি সযতনে,
".... মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
দুলেছি দোলায়।
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়... "
তোমার আমার কী আনন্দের, সীমাহীন সুখের সে সব দিন ছিল, একে অন্যকে প্রতি মুহুর্তে চোখে হারাতাম। তোমার লোভী বাবা নিজেদের স্বার্থে তোমাকে তোমার থেকে বিশ বছর বেশি বয়সী আমেরিকা প্রবাসী এক লোকের সাথে বিয়ে দিলো হঠাৎ ই।একে সম্ভবত বলিদান বলে।জীবন্মৃত তুমি যাকে একসময় মামা ডেকে সম্মোধন করতে সে হলো তোমার স্বামী।তোমার মা ওকে ভাই ডাকতো। ভাবা যায়? কত সহজে সম্পর্ক বদলে যায়।কাছের মানুষ পর হয়ে যায়।
অল্প বয়স ছিল ভাবনায় গভীরতা ছিল না তবু ভালোবাসি বলে তোমার কষ্টগুলো আমায় স্পর্শ করতো,ভীষণ কষ্ট হতো।কত কথা যে কানে আসতো।তোমার সীমাহীন দুঃখের কষ্টের কথা শুনে আমি কষ্ট পেতাম,বুক জ্বলে যেতো। ইচ্ছে হতো সাত সাগর পেরিয়ে তোমার কাছে ছুটে যাই।দুষ্টু রাক্ষসের হাত থেকে তোমায় ছিনিয়ে আনি কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।
আমি বিবাগী হই।সমস্যা মাত্রাতিরিক্ত হওয়ায় আমি শহর বদলাই।আমি নিজেকে বাঁচাতে তোমাকে হারাতে চাই।
পারি নি সম্ভবত। শুধু তোমায় মনে পড়ে যায়। জানতে ইচ্ছে হয়, কেমন আছো এতগুলোদিন বাদে।কেমন আছো প্রিয়তমা?
আহা আবার যদি আমরা দোলায় দুলতে পারতাম।শিউলিতলায় ফুল কুড়াতে পারতাম।বুকে অচিন ব্যাথা....হঠাৎ খেয়ালে এল গান বদলে গেছে..
"এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার।
এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার।
এই তুমি আর এই আমি ওগো
নেই তো সেদিন আর
দেখা হয় দুজনার।
সেদিন তোমার আলোয় ভরানো রাত্রি
আমি পথহারা অজানা পথের যাত্রী।
তোমার নয়নে নতুন আশার আলো
আমার কণ্ঠে জাগে সুর নিরাশার।
দেখা হয় যদি দেখা হয় দুজনার
এ জীবনে যদি আর কোনদিন।
ক্ষতি নেই যদি মনে হয় ওগো
এই চিঠি ছিল মিছে।
যার আছে আলো সে কি কভু আর
ছোটে আলেয়ার পিছে।
তবু এই রাত ভরে থাক মধু গন্ধে
চরণে তোমার বাজুক নুপুর ছন্দে।
আমার নিরালা কুঞ্জ ছায়ায় আজি
কি রবে তোমার হয়ে গেল অভিসার।
দেখা হয়, যদি দেখা হয় দুজনার
এ জীবনে যদি আর কোনদিন
দেখা হয় দুজনার। "
একের পর একের পর এক গান বদলে যায় আর চলচ্চিত্রের মত অতীত ফুটে ওঠে মনের পর্দায়।
কৃতজ্ঞতা স্বীকারঃ পোস্টটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের " পুরানো সেই দিনের কথা" গানের কিছু অংশ এবং মোহাম্মদ রফি সাহেবের গাওয়া "এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দুজনার" সম্পূর্ণ অংশ ব্যবহার করা হয়েছে। " এ জীবনে যদি আর কোনদিন দেখা হয় দুজনার" গানটি লিখেছেন পবিত্র মিত্র এবং সুর দিয়েছেন বিনোদ চট্টোপাধ্যায়। গানটি ১৯৫৮ সালের।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:০৭
ইসিয়াক বলেছেন: আপনার টানে সম্ভবত!
২| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: সোনা সাব বাস্তব বাদি মন্তব্য করেছেন।
০৪ ঠা মে, ২০২২ রাত ৯:০৯
ইসিয়াক বলেছেন: হো হো হো....
৩| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৫:১৮
ঢুকিচেপা বলেছেন: যাকে হারানোর সে হারিয়ে গেছে, ওটা স্মৃতি হিসাবেই থাক।
অনেকদিন পর আপনার গল্প পড়া হলো।
শুভেচ্ছা রইল।
০৪ ঠা মে, ২০২২ রাত ৯:১০
ইসিয়াক বলেছেন:
আপনার প্রতিও শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।
শুভ হোক সকল সময়
৪| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: ঔ মিয়া চিঠিটা কি অন্তর থেকে লেখা তাহলে পৌঁছাবেই আকাশে। আর যদি সামু ব্লগের জন্য লেখা হয় তাহলে কিন্তু এখানেই পড়ে থাকবে আজন্মকাল
০৪ ঠা মে, ২০২২ রাত ৯:১১
ইসিয়াক বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে লেখা। অভিশাপ দেন ক্যাঁ
৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ৯:২৮
মুক্তা নীল বলেছেন:
ইসিয়াক ভাই ,
এই মধুরিমা কে নিয়ে এত বিরহের চিঠি পড়তে ভালো লাগে না । ভাইয়ের এত বিরহের চিঠি কোন বোনের ভালো লাগে ?
আমি তো মনে করি একজন বিশ্বাসঘাতককে ভূলে যাওয়া খুবই সহজ কিন্তু যার কাছ থেকে সত্যিকার অর্থে অল্প দিনের জন্য হলেও সত্যি ভালোবাসা পাওয়া যায়তাকে হয়তো আজীবন মনে থাকে ।
ঈদ মোবারক ।
১০ ই মে, ২০২২ ভোর ৫:৩৬
ইসিয়াক বলেছেন: সেদিন গান শুনছিলাম। কি খেয়ালে কিছু লিখতে মন চাইলো।যেহেতু আমি অবসর কাটাই পড়ে আর লিখে। তাই মনের খেয়ালে এই লেখা।.....
ভালোবাসার মানুষ বেঈমান হলেও তাকে ভোলা সহজ কথা নয়।
ভালো থাকবেন আপু।
ঈদ মোবারক।
৬| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:০৬
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সীমা হীন সুখের সেসব দিনগুলোতে হারিয়ে গিয়ে গল্প লিখেছেন?
১০ ই মে, ২০২২ ভোর ৫:৪১
ইসিয়াক বলেছেন: ভার্চুয়াল তাসনিম আপনাকে আমার ব্লগে স্বাগতম।
# সুখে তো আমি এখনও আছি ভাইয়া। আসলে আমি সব সময় সুখে থাকি।দুঃখকে আকড়ে হা পিত্যেস করা আমার পোষায় না।আর লেখা লিখি সে আমার নিত্য সঙ্গী। আমার জীবনের অপরিহার্য অক্সিজেন বলতে পারেন।
শুভকামনা রইল।
৭| ০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৩০
বিজন রয় বলেছেন: আমার মনে হয় আপনি যা লেখেন তা অন্তর থেকে, আন্তরিকভাবে লেখেন। ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না।
এটাও তার প্রমাণ।
ভাল লগেছে।
+++++
১০ ই মে, ২০২২ ভোর ৫:৪৫
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা,
আপনার মন্তব্য মানে অনুপ্রেরণা। আমি যতবার আপনার মন্তব্য পাই ততবারই নিজের ভিতর নতুন কিছু লেখার তাগিদ অনুভব করি।পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভ হোক সকল সময়।
সুপ্রভাত।
৮| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৩৫
জটিল ভাই বলেছেন:
যাপিত জীবনের পার্ট নাকি প্রিয় ভাই?
১০ ই মে, ২০২২ সকাল ৭:০৫
ইসিয়াক বলেছেন: হা হা হা। না প্রিয় ভাই, এটা যাপিত জীবনের পার্ট নয়।
এমনি এলেবেলে লেখা।
৯| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৫৫
কালো যাদুকর বলেছেন: ইফ ইউ লাভ সামথিং সেট ইট , ইফ ইট লাভ ইউ , ইট উইল কাম ব্যাক টু ইউ।
লেখার আন্তরিকতা থেকে মনে হচ্ছে দেখা হবেই ৷
১০ ই মে, ২০২২ সকাল ৭:০৬
ইসিয়াক বলেছেন: তবে তাই হোক।
শুভ হোক সকল সময়।
ভালো থাকুন।
১০| ০৫ ই মে, ২০২২ সকাল ১১:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: সমুতে মাঝে মাঝে চিঠিপত্র করতে ভালো লাগে।।
১০ ই মে, ২০২২ সকাল ৭:০৭
ইসিয়াক বলেছেন: চিঠি পড়া ভালো। যদিও আজকাল চিঠি লেখার চল খুব একটা নেই।
শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:০৫
সোনাগাজী বলেছেন:
চিঠি ভারী বস্তু, উপরের দিকে যায়নি, সামুতে চলে এসেছে।