নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কিছু প্রিয় পংক্তিমালা

১০ ই জুন, ২০২২ রাত ১২:৫৮


কবি হবার নিমিত্তে
ধাবমান সময়কে সঙ্গী করে ছুটি.…
দৃশ্যপট বদলায়
জীবন, মানুষ, মানুষের আচার আচরণ
পশুপাখি ফুল লতাপাতা
গ্রথিত করি আমার অভিজ্ঞতায়
শহর জনপদ স্থাপত্য ভাস্কর্য চিত্রকলায়
আমি খুঁজে ফিরি আমার কবিত্বকে
খুঁজে ফিরি সেই সব পংক্তিমালা
যা মানুষের মাঝে ছড়িয়ে দেবে সাম্যবাদী চেতনা
মানবিকতা ভ্রাতৃত্ব সৌহার্দ্য ভক্তি অতিথিয়েতা
দেহমন জুড়ে রবে শুধুই প্রণয়,গভীর প্রণয়।
সকলের কল্যাণ কামনায়।

দিনশেষে
সন্তষ্ট করার মত, অক্ষরমালা গ্রোথিত হয় না
লেখা হয় না সুললিত কোন কবিতা
দিন যায় মাস,যায় অসংলগ্ন ভাবনায়
স্মৃতি হারিয়ে যায়
সময়ের চোরা স্রোতে
আমি অধীর অপেক্ষায় থাকি
ফিরবে তারা।
আমায় স্মৃতি রোমন্থনের সুখানুভূতি দিতে
এক সময় আবেগ থিতু হয়
আগ্রহ ম্রিয়মাণ হয়
ভাবনায় আসে
আমার অভিজ্ঞতা আকাঙ্খা ভাব ভালোবাসা সব বুঝি ব্যর্থতায় পর্যবসিত হলো এবার
জীবন এগিয়ে চলে
তারপর হঠাৎ
একদম হঠাৎ ই অস্থির কিছু শব্দনালা
আমার আবেগকে তাড়িত করে
আমার মস্তিষ্কের নিউরনকে উদ্বেলিত করে
আমি সচকিত হই
আমি অক্ষরগুলো বিন্যাস্ত করি
যখন যেখানে যেভাবে পাই
কাগজে মাটিতে দেয়ালে কম্পিউটারের কী বোর্ডে
লিখছি
অনবরত শব্দরা,আসছে
আসছে আমার অতীত অভিজ্ঞতার হাত ধরে
আমায় ঋদ্ধ করছে
বাক্যসকল বিন্যাস্ত হচ্ছে অদ্ভুত দ্রুততায়
অবশেষে আমি লিখে চলেছি প্রিয় কিছু পংক্তিমালা
সর্বতোভাবে কবি হবার নিমিত্তে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ রাত ১:০৭

কবীর হুমায়ূন বলেছেন: সত্য কথা অকপটে লিখেছেন। ভালো লাগলো। শুভ কামনা কবি রফিকুল ইসলাম ইসিয়াক।

২| ১০ ই জুন, ২০২২ রাত ১:১০

শাহিন-৯৯ বলেছেন:

আপনার স্মৃতি ফিরে আসুক এই দোয়া রহিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.