নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ভোরের আকাশে
রংধনু রং প্রকৃতিতে
আমি দেখি তোমার মুখ।
ঝরা শিউলির অসহায়ত্ব
ভাবায় আমায় খুব,
মনে হয় তোমারই প্রতিচ্ছবি।
আমি জানি আজকাল তুমি আর
প্রিয় পারফিউম ব্যবহার করো না
প্রিয় নুপুর আর পরো না
প্রিয় কোন সাজ সাজো না আর।
নিস্তব্ধ তিমিরে
আড়ষ্টতায় এক বুক অভিমান নিয়ে
কিভাবে বেঁচে আছো, জানি না?
জানি ভালো নেই।
এ জীবনে হলো না তো কত কিছু পাওয়া
হলো না নিজের মত ভালোবাসা
হলো না হাতের উপর হাত রাখা
হলো না নদী পথ বেয়ে দুর বহুদূর বয়ে চলা
হলো না নভোনীলে ডানা মেলে ভেসে থাকা
শুধু আশাহত বেদনা বয়ে বেড়াই
আমরা দুটি প্রাণ
পৃথিবীর দুই প্রান্তে
বসি প্রার্থনায়
যদি কোনদিন দেখা হয়
আবার।
তুমি ভালো থেকো প্রার্থনায় রেখো প্রিয় অসুখ
আমি রেখেছি তোমায় প্রার্থনায়
আছি ভালো থাকার চেষ্টায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ,
তবে জানতে চাই এই কবিতার
গঠন প্রনালী!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩০
ইসিয়াক বলেছেন: আমি তো শিক্ষানবিশ, যা মনে আসে তাই লিখি।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২৬
সোহানী বলেছেন: হুম... অসুখ যে প্রিয় হতে পারে তা জানলাম!
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৫
ইসিয়াক বলেছেন: হা হা হা প্রিয় ব্লগার
অনেক দিন পরে আপনাকে আমার পাতায় দেখে খুব ভালো লাগলো।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে