নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ পথিক ও ঘাস ফুল

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২৭



আমি ঘাসফুল
পেয়েছি ফুলের জীবন
আছি
নরম ঘাস বুনো লতার কোল জুড়ে।

দাঁড়াও হে পথিক!
চেয়ে দেখ আমায়
কেমন মুগ্ধতা চোখে মেখেছি
দেখো
দেখো চেয়ে।

নির্মলতা ছড়িয়ে জেগে আছি
অবাক চোখে দেখছি বিশ্বভূবন।

নিশিথে চাঁদের জোছনা মাখি
প্রভাতে সূর্য কিরণ।

ভালোবাসা পাই বা না পাই
শুধু আকুতি জানাই
মাড়িয়ো না আমায়
দলো না পা'য়ে।

অল্প সময়ের জীবনে
কিছু পাই বা না পাই
স্নিগ্ধতা ছড়িয়ে যেতে চাই।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৩

কামাল৮০ বলেছেন: সবার জীবনই অল্প সময়ের।অতয়েব অন্যের ক্ষতি না করে এই জীবনেই যা উপভোগ করার করে নেয়া উত্তম।সুখের উপকরণ জনে জনে আলাদা।কেউ ধর্ম করে কেউ কর্ম করে।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভকামনা রইলো।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বরাবরের মতই সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। আপনার ভালো লাগা মানেই অনুপ্রেরণা।

শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। ঘাসফুলের স্নিগ্ধতা সব পথিক যে বোঝে না।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন: ঠিক তাই প্রিয় ব্লগার। কখনও কখনও এমন ভুল আমিও করি।

শুভেচ্ছা রইলো।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর লাগলো কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪১

ইসিয়াক বলেছেন: ভালো থাকুন ইমরোজ।
আমার শুভেচ্ছা নিন।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

খায়রুল আহসান বলেছেন: অবহেলিত ঘাসফুল আমার প্রিয়, আমায় সব সময় টানে। আমার ফোনের ফটোগ্যালারিতে বিশ্বের বিভিন্ন দেশের ঘাসফুলের ছবি রক্ষিত আছে। এরকমেরই এক নিঃসঙ্গ ঘাসফুলকে নিয়ে আমিও একটি কবিতা লিখেছিলামঃ
নিঃসঙ্গ এক ফুল
কবিতা ভাল হয়েছে। + +

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার মন্তব্যে বরাবরই আমি অনুপ্রাণিত হই।
শুভেচ্ছা রইলো।

সময় করে আপনার কবিতাটি পড়ে মন্তব্য রেখে আসবো।
ভালো থাকুন সবসময়।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়।
শুভেচ্ছা রইলো।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা
আমরা ঘাসফুল জীবন নিয়ে কত অহংকার করি

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০

ইসিয়াক বলেছেন: ঠিক তাই আপু
শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.