নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ রং করা পুতুল

০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৭



প্রেম প্রণয় আজকালকারদিনে আর পোষায় না।
প্রেমিকারা সহজলভ্য
হলেও বড্ড বেশী দুর্মূল্য
যেমন দুর্মূল্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী
সাধারণ ক্রেতাদের কাছে।

কি যুগ পড়লো
তীব্র প্রতিযোগিতার নামে
সর্বত্র ই দহন জ্বালা!
ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী!

গনতন্ত্র সমাজতন্ত্র ধর্মতত্ত্ব আরও কি কি সব নীতি তন্ত্র মন্ত্র শ্লোক স্তবক আয়াত!

বহুত দেখেছি
সব শালা ভূয়া।
পেট তন্ত্র ই আসল তন্ত্র
আর কিছু বিশ্বাস করি না।

ক্ষমতালোভী ওই শাসকদল
নানা ছ্দ্মাবরণে
আসলে সব একেকটা শোষক
পরজীবি।

সাধারণ মানুষ মাত্র ই
ওদের বলির পাঠা।

মুখোশের আড়ালে সবকটা দাঁত মুখ খিঁচিয়ে
অনবরত আবৃত্তি করে চলেছে -
"চুপচাপ যা দিচ্ছি
হাত পেতে নে
মুখ বুজে খা, না খাবি তো গো- ভাঁগাড়ে মরগে শালা।

তারপর আর কি?
অনন্ত অপেক্ষা
সময় সুযোগ মত
উহাদের উদরস্থ হওয়ার জন্য
দীর্ঘ প্রতীক্ষা ।
বাঁচা মরা তো তাদের হাতেই
তুমি শালা সাধারণ জনগন
তোমার আবার চাওয়া পাওয়ার কোন মূল্য আছে না-কি!

আসলে আমরা সবাই রং করা পুতুল
প্রতিবাদ করবো কি?
কথা কইতে ই তো জানি নে!

©রফিকুল ইসলাম ইসিয়াক

০৬/১০/২৩

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন কবি দা
ভাল থাকবেন

২| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: সাধারণের অসাধারণ সমস্যা, আর অসাধারণের নিকট সমস্যা হলো নেহায়েত সাধারণ বিষয়।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৬

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

৪| ০৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।

৫| ০৮ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৬| ০৯ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাইট।

৭| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:২৮

ক্লোন রাফা বলেছেন: জাতিয় অথবা আন্তর্জাতিক সবখানেই গিলে খাওয়ার প্রবনতাটাই প্রকট থেকে প্রকটতর হোচ্ছে । কবিতার মর্মকথা ভাল্লাগছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.