নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কল্লোল বাড়ি ফেরেনি

০২ রা নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪২



কল্লোল ছেলেটি আজও বাড়ি ফেরেনি
দেখতে দেখতে মাস দুই পার হলো
হাপিত্যেশ করলেও চোখের জল শুকিয়েছে ইতিমধ্যে
ঠোঁটকাটা মানুষেরা আজকাল প্রায় নিখোঁজ হচ্ছে শুনছি।
এ বছরের বার্ষিক প্রতিবেদনে প্রকাশ করেছে একটি দৈনিক পত্রিকা
বিষয়ঃ গুম ও খুন!
সংখ্যাটা অনেক! এরা কারা?
এরাও কি কল্লোলের মত প্রতিবাদ মিছিলে গিয়েছিল?
নামের তালিকাটা প্রকাশ করেনি যদিও।
চাপ ছিল হয়তো!
কল্লোলের বাবা প্রতিদিনকার মত আজও বিভিন্ন দপ্তরে ধর্ণা দিতে এলেন।
যথারীতি কেউ তাকে পাত্তাই দিলো না
তবে কেউ দুর ছাই ও বললো না।
জহুরুল সাহেব একবুক আশা নিয়ে দ্বারে দ্বারে ঘোরেন
আজ নিশ্চয় ছেলের একটা না একটা খোঁজ পাবেনই।
হায়!
সন্ধ্যা হলে বাড়ি ফেরেন হতাশা নিয়ে
এ শহরে হতাশাগ্রস্ত লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে।
কল্লোলের মা প্রতিদিন ভাত রাঁধেন
আলুভর্তা আর ডাল রাঁধেন
সাথে একটা কোয়েল পাখির ডিমের পোঁচ
ছেলেটা আমিষ ভক্ত ছিল।

যদিও সে প্রতিবাদী হয়ে উঠছিল
তবুও ছেলেটা মানিয়ে নিতে শিখছিল
মুরগির ডিম থেকে কোয়েলের ডিমে ঠেকেছিল মূল্যস্ফীতির চাপ
সকল কিছুর সাথেই মানিয়ে নিতে শিখছিল সে
যেমন শিখে নিয়েছিল বাঁশমতি চালের খুদের ভাত খাওয়া।

এর মধ্যে আর কিছু না, শুধু একটা প্রতিবাদ মিছিলে গিয়েছিল
কে জানতো প্রতিবাদ মিছিলে গেলে আজকাল
বানভাসি স্রোত ভাসিয়ে নিয়ে যায়।
কল্লোল গুম হয় নি
কল্লোল হয়তো ভেসে গেছে
মা বাবা ছোট বোন গুম খুনের ঘটনা বিশ্বাস না করলেও
অন্যদের আলোচনায় কিন্তু সে কথাই বারবার উঠে আসে।

এত কিছুর পর মুখ বুজে সবাই সবকিছু সয়
না সয়ে উপায় কি তায়?

এ যে হীরক রাজার দেশ!
এখানে শুধু উপায়হীনরাই রয়!

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

ঢাবিয়ান বলেছেন: লাইক নয়, আমার প্রিয়র তালিকায় গেল আপনার এই গদ্য-কবিতা। দেশের বাস্তব অবস্থা এতটা নিখুত শব্দচয়নে তুলে ধরেছেন , অসাধারন । কত কল্লোল যে নিখোজ হয়ে গেছে , কে তার খবর রাখে ! পত্রিকায়তো আসে শুধু গন্যমান্য নিখোজ ব্যক্তিদের খবর।

০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১১

ইসিয়াক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভেচ্ছা সতত।

২| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সমসাময়িক বাস্তবতায় নিদারুণ কবিতা।

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
শুভেচ্ছা রইলো।

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৯

বাকপ্রবাস বলেছেন: ঢাবিয়ান এবং সাধুর সাথে আমি বলছি অসাধারণ একটা কবিতা, এই কবিতা অসাধারণ বলতেও সংকোচ হচ্ছে কারন কল্লোল বাড়ি ফিরেনি, বিষয়টা অসাধারণ নয়, উদ্বেগ উৎকণ্ঠার বিষয়

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভীষণ ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা সতত।

ভালো থাকুন সবসময়।

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আর কোন কল্লোল এভাবে হারিয়ে না যাক।

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

ইসিয়াক বলেছেন: সেটাই কাম্য। কিন্তু এমটি কি হবে কোনদিন?
আফসোস!
কল্লোলের মতো প্রতিবাদীরা কেবলই হারিয়ে যায়।
শুভেচ্ছা সতত।
ভালো থাকুন সবসময়।

৫| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতাটি
সমসাময়িক কবিতা

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুক।

৬| ০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন: ওকে। ধন্যবাদ।

৭| ২০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। শুভেচ্ছা সতত।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার, উচ মানসম্মত কবিতা। + +
"মুরগীর ডিম থেকে কোয়েলের ডিমে ঠেকেছিল মুদ্রাস্ফীতির চাপ" - সমাজের নিম্নবিত্তদের কপালে কোয়েলের ডিমও জুটছনা; চাপটা এতই বেশি!

"ঠোঁটকাটা মানুষেরা আজকাল প্রায় নিখোঁজ হচ্ছে শুনছি" - জাজ্বল্যমান সত্য।

আগামী পরশুদিন বোধকরি গুম খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে পালিত হবে।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার ।
শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.