নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধের কবিতাঃ দীপু তোকে মনে পড়ে

২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২৪

স্নিগ্ধ প্রেমময় দিনগুলোর শুরুতেই
জ্বলে উঠেছিলো আগুন।

শহর গঞ্জ গ্রাম ফসলের মাঠ সারি সারি দোকান বাজার স্কুল মসজিদ মন্দির
যা কিছু পড়েছিল হায়েনাদের সামনে
নিষ্ঠুর আক্রোশে পুড়েছিলো সব একে একে।

নির্মমতায় এক থেকে আশি কেউ পড়েনি বাদ।
প্রতি ঘন্টায় শত মায়ের কোল খালি হয়েছিল
অকল্পনীয় অচিন্তনীয় খিপ্রতায়।

ধ্বংসের তীব্রতায় মলিন হাজার বছরের সভ্যতা
ধ্বংস হচ্ছিলো ইতিহাস সংস্কৃতি অতীত ঐতিহ্য নিমেষেই।
রক্ত গঙ্গা প্রতিরোধে
বর্বর হানাদারদের রুখে দিতে
"মা আসছি" বলেও কত খোকা হারিয়ে গেল কালচক্রে,
কে তার সঠিক হিসাব জানে?

ঢেঁকির পাড়ে ব্যস্ত সখিনার রক্তে ভিজেছিল মা অন্নপূর্ণা
বানুবিবির চূলার জলন্ত আগুন আক্রমণের তীব্রতা সইতে না পেরে লজ্জায় গিয়েছিল কুকড়ে
হায়েনাদের আগুনে তখন পুড়ছিল বকুলপুর গ্রাম
আমার মা!
আমার মাটি!!
আমার দেশ!!

সমগ্র দেশটা চোখের নিমেষে হয়ে গেল বোধ্যভূমি
হায়রে আশরাফুল মাখলুকাত!
রক্তের বিছানায় ভাসে পরিচয়হীন অজস্র বিকৃত খণ্ডিত লাশ।

প্রিয়তমা প্রেয়সী দীপালি আমার
সেই মহা তান্ডবে ছিটকে গিয়েছিল অচানক
তারপর এতটা বছর বাদেও তাকে আর পাওয়া গেল না কোথাও।

স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে
এ পৃথিবী কারও জন্য অপেক্ষা করে না
দীপালির সব চিহ্ন মিলিয়ে গেছে মহাকালের অতলে।
তবু কখনো কখনো মনে পড়ে দীপুকে
মনে পড়ে স্বাধীনতার মাস এলে
মনে পড়ে বিজয় উৎসবের অনুষ্ঠানে
মনে পড়ে প্রতিদিনের পতাকার উড্ডয়নকালে।
প্রিয়তমা জেনে রাখো তুমি নও অভাগীনি
তুমি এক মহান বীর কন্যা
দেশের জন্য লক্ষ নারী আত্নত্যাগকারীনিদের একজন।
এক মহান বীরাঙ্গনা ।
তোমাকে সশ্রদ্ধ সালাম।
না থাকুক ইতিহাসে অথবা ফলকে তোমার নাম
না থাকুক লোকমুখে গল্প গাঁথায়
তুমি ও তোমরা আছো এদেশের মুক্তবাতাসে
ফসলের মাঠে
নদীর ঢেউএ
ফুল পাখি লতাগুল্মের প্রতিটি সুক্ষ্ন কণায়
এবং অবশ্যই আমার অন্তরের অন্তস্থলে।
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর স্মৃতিচারণ কবি দা

২০ শে মার্চ, ২০২৪ সকাল ১০:১০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় লিটন ভাই।
ভালো থাকুন সবসময়।

২| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৫

এম ডি মুসা বলেছেন: আমার স্বপ্ন ভাঙ্গে আমার স্বপ্ন আর ঘরে না আমার চোখে এই পৃথিবীর অনেক কিছু পড়ে না। আমার স্বপ্ন ভাঙে আমার স্বপ্ন ঘরে, বলছি আমি সকাতরে হৃদয়ের অভিন্ন জ্বরে। স্বপ্নেরা মরীচিকা হয়ে আছে। তবুও ওই স্মৃতিময় স্বপ্নে গড়া পৃথিবীর ভাঙচুর থেকে পৃথিবীর শেষ প্রান্ত হাটার পথে আমরা মানব জাতি। আপনার কবিতা ভালো লাগছে

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। এভাবে পাশে থাকবেন আশা করি। কবিতা ভালো লাগছে জেনে দারুণ অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা রইলো।

৩| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৭

এম ডি মুসা বলেছেন: এইতো শুরু হলো পথ চলা, অবুঝ মেধাবী মনের আর হাঁটতে শুরু করলাম পৌঁছে যাব, শেষের পাতায় তবুও কতটুকু হলো স্বপ্নের আস্ত পিরামিড

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৭

ইসিয়াক বলেছেন: বাহ!
ভালো লাগা রইলো।
শুভেচ্ছা সতত।

৪| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৯

মায়াস্পর্শ বলেছেন: সুন্দর।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।

৫| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৭

মিথমেকার বলেছেন: চমৎকার বর্ণনা করেছেন কবি, পাঠক হয়ে কল্পনা করতে পারছিলাম!

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০০

ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কি বা করতে পারি। আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে।
ভালো থাকুন সবসময়।

৬| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ইসিয়াক কবিতা পাঠ করলাম।

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। শুভেচ্ছা রইলো।

৭| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৮

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার দাদা...

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৮| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: মুক্তি যুদ্ধের সময় আপনি তরুন থাকলে নিশ্চয়ই যুদ্ধ করতেন?

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৯

ইসিয়াক বলেছেন: আমি আবেগী মানুষ তবে দক্ষ নই তার উপর পরিস্থিতিও বিবেচ্য বিষয়। তবে ১৯৯৫ সালে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে একটা লড়ায়ে অংশ নিয়েছিলাম। হাসপাতালে ছিলাম ১৪ দিন। আমি সব সময় ভালো সুন্দর আর সত্যের পক্ষে থাকতে চেয়েছি। চারিদিকে র পরিবেশ ক্রমশ কলুষিত হয়ে উঠছে।ধর্মান্ধ জনগোষ্ঠীর দ্রুত উথান বড়ই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

৯| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৭

রোকসানা লেইস বলেছেন: যুদ্ধ কালীন সময় কবিতায় ধরা হয়েছে।
ভালোলাগা।

২১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

১০| ২২ শে মার্চ, ২০২৪ ভোর ৬:০৯

কাছের-মানুষ বলেছেন: চমৎকার লিখেছেন। আপনার আরও নিয়মিত কবিতা লেখা উচিৎ। মঞ্চ নাটক কেমন চলছে?

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
কবিতা আবৃত্তি ও নাটকের রিহার্সেলের জন্য লেখালিখি কমে গেছে। তবে অন্য রকম মজা আছে। আমি একটা আবৃত্তির জন্য ইউটিউব চ্যানেল খুলেছি। চাইলে শুনে মতামত জানাতে পারেন।
ভালো থাকুন সবসময়।

১১| ২২ শে মার্চ, ২০২৪ সকাল ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। উত্তাল মার্চে চমৎকার কবিতা।

২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি।ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.