নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
দশটি টাকা যদি ভাগ্যে জোটে
কিনবে সে একটি রুটি
আরও দশে মিলবে সবজি
তার সাথে যদি আরও দশ জোটে
তবে পেট ভরবে আধপেটা....
ভাবতে ভাবতে সে রাস্তা কাটে
জাল ভিক্ষুকের শহরে
আজকাল টিকে থাকা মুশকিল
নিরুপায়, তবু সে আশায় হাত পাতে
বাম হাত
ডান হাতখানি তার কাটা।
সেই কবে থেকে
বোধ হওয়ার আগে থেকেই টিম্বার কারখানায়
হয়তো জন্ম সেখানেই
বাবা মা পরিবার ছিল কি ছিল না কে জানে!
জ্ঞান হওয়া অবধি করাত কল আর চান মিয়া
এই ছিল তার দেবার মতো পরিচয়।
বয়সকালে দেখতে শক্ত পোক্ত
আর জোয়ান তাগড়া ছিল বলেই হয়তো
প্রেমিকা জুটেছিল এক।
চামেলীকে নিয়ে কত স্বপ্ন, কত পরিকল্পনা ছিলো
কিন্তু
সব করাত কলই আবার খেয়ে দিলো।
দূর্ভাগ্য যার সহায় হয়
তার জীবনে কি আর সুখ সয়!
কত পথ পেরিয়ে এই পড়ন্তবেলায়
এখন সুখ বলতে একটাই
দশ টাকা+ দশ টাকা+ দশ টাকা
খুড়িয়ে খুড়িয়ে হাত পেতে চলে সে নিরন্তর
জানে না
এ চলার শেষ কোথায়।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
২| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৮
মায়াস্পর্শ বলেছেন: দান সদকা করতে গেলে কনফিউজড হয়ে যাই। সবাই ছদ্মবেশী প্রফেশনাল।
সুন্দর লেখা।
১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫২
ইসিয়াক বলেছেন: নকল মানুষের ভীড়ে আসল মানুষ চেনা দায়।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
নববর্ষের শুভেচ্ছা।
ভালো কাটুক সকল সময়।
৩| ২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।
১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
আপনার নববর্ষের পোস্ট মিস করছি।
ভালো থাকুন।
৪| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতায় দুঃস্থদের দুর্ভোগ হৃদয়ঙ্গম করতঃ কবি’র সহমর্মিতা প্রকাশ পেয়েছে।
কবিতা ভালো লেগেছে। + +
১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
নববর্ষের শুভেচ্ছা।
ভালো কাটুক সকল সময়।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৩
হাইজেনবার্গ ০৬ বলেছেন: খারাপ না, লেখা ভালো হইছে।