নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত ।
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা।
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের ওই ছেলেটি সদা হাস্যময়।
হরেক রূপের বাহার দেখে অবাক চেয়ে রয়।
যার জোটেনি একটি কাপড়,পেটে রয়েছে ক্ষুধা।
জগতের যত হিসাবনিকাশ, জটিল এক ধাঁধা ।
তার ঘরে জ্বলেনি আলো, ভাবেনি ঈদকে নিয়ে।
ঈদ মানে যে আনন্দ, কে বোঝাবে তাকে কি দিয়ে।
হাজার টাকার বাজি পোড়ে ,লক্ষ টাকার তেল,
সুদৃশ্য অট্টালিকাও সাজে ! হায় বিধাতার খেল।
একলা বসে আপনমনে , ছেলেটি শুধু ভাবে।
কি হবে আর এসব ভেবে ! কেইবা তাকে দেবে।
জীবন কেন এমন করে খেলে নিঠুর খেলা?
কেউবা হাসে কেউবা কাঁদে একলা একেলা।
©৷ রফিকুল ইসলাম ইসিয়াক
১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৫৮
ইসিয়াক বলেছেন: সবই ঠিক আছে কিন্তু ওদের মত মানুষের কাছে কটা টাকা পৌছায় অথবা কতজন দায়িত্ব নেয় । যদিও ব্যক্তির চেয়ে রাষ্ট্রের দায়িত্ব বেশি। একটু আন্তরিক সহযোগিতা একটা দুস্থ শিশুকে সুন্দর জীবন দিতে পারে।
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
২| ১৩ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: প্রথম চারটে এবং শেষের স্তবকটির অন্ত্যমিল ভালো হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠিকে নিয়ে পবিত্র ঈদের দিন আপনি কবিতা লিখেছেন, এজন্য আপনাকে সাধুবাদ।
কবিতায় প্লাস। + +
১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:০১
ইসিয়াক বলেছেন:
প্রয়োজনীয় সময় দিলে কবিতাটি হয়তো আরও ভালো হতো। চেষ্টায় আছি ভালো কিছু লেখার। আপনার মন্তব্য বরাবরই আমায় অনুপ্রেরণা জোগায়।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের জন্যই ফিতরার বিধান।