নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ নতুন শপথ

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০

আগুন জ্বলছে যখন
জ্বলুক!
জ্বলে পুড়ে খাক হয়ে যাক সব।
সত্য অসত্য মানবিকতা মূল্যবোধ
হোক তছনছ।
এখন ভূলুণ্ঠিত হবার কাল।
দিনে দিনে বেড়েছে যত দেনা
শোধ দিতে হবে সব।
জনে জনে বোঝানোর দায় নেই কারো
একদিন নিশ্চয় বোধোদয় হবে সকলের।
অরাজকতা শেষে
নতুন করে গড়বো স্বদেশ।
সেই পর্যন্ত দেখতে থাকি নিশ্চুপ।
দহনকালে
আঁচ বাঁচিয়ে টিকে থাকাই
বুদ্ধিমানের কাজ।
প্রলয় শেষে থামবে নাচন।
জাগবে নতুন প্রভাত।
সেদিন
নতুন করে গড়বো স্বদেশ।
সভ্যতার শুরুর দিনগুলোর মত।
© রফিকুল ইসলাম ইসিয়াক

কবিতাটি আবৃত্তির লিঙ্ক 
https://youtu.be/ZiWczAdY4Z8?si=7RWLUsCo0fHmxRfS

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৫

নজসু বলেছেন:



অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম।
শুভকামনা কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৩

ইসিয়াক বলেছেন: আবৃত্তির লিঙ্ক
https://youtu.be/ZiWczAdY4Z8?si=s8lGIphBkiEbyp99

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


শপথ কাজ করে দেশে?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৪

ইসিয়াক বলেছেন: আবৃত্তির লিঙ্ক
https://youtu.be/ZiWczAdY4Z8?si=s8lGIphBkiEbyp99

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩

শায়মা বলেছেন: তুমি আবৃতি করেছো ভাইয়ু???

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫

ইসিয়াক বলেছেন: আবৃত্তির লিঙ্ক
https://youtu.be/ZiWczAdY4Z8?si=s8lGIphBkiEbyp99

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৯

ইসিয়াক বলেছেন: হ্যাঁ আপু আমি আবৃত্তি করার চেষ্টা করেছি। আর যশোর শিল্পকলায় আমি তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এই চ্যানেলে আমার করা কিছু আবৃত্তি আপলোড দেওয়া আছে।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: আবৃত্তির লিঙ্ক
https://youtu.be/ZiWczAdY4Z8?si=s8lGIphBkiEbyp99

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৪

অস্বাধীন মানুষ বলেছেন: এই সব জ্বালাও পোড়াও এর ভিতর একটা আকাম হয়ে গেছে, শুনলাম সাবেক প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ করেন নাই সে নাকি কোনো পদত্যাগ পত্র জমা দেন নাই। কালে কালে আরো কত কি শুনতে আর দেখতে হবে আল্লাহ মালুম।

আমার এক বন্ধুর বিয়ের একমাস পরেও তার বৌ বলেছিল সে নাকি তখনো ভার্জিন ছিল। =p~

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আগুনের দিন শেষ হবে একদিন।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পড়েছি কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.