নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অনিবার্য মহাবিদ্রোহের পথে দেশ- দেশের আপামর জনসাধারণ।
বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে
স্বাধীনতাকামী প্রতিটা বাঙালির মুখায়বে- বুকে দারুণ আত্নবিশ্বাস।
এ লড়াই যে স্বাধীকারের।
এ লড়াই মুক্তির।
রক্তাক্ত রাজপথ, মাঠ, প্রান্তর
জননী -জন্মভূমি।
অজস্র লাশ...গলিত পঁচা লাশ
মস্তকহীন লাশ, খন্ডিত কাটা লাশ,
শেয়াল শকুনে খাওয়া লাশ.. বেওয়ারিশ লাশ!
বাতাসে টাটকা বারুদের গন্ধ।
ভয় কি! ভয় নেই মরণে!
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ,
তারুণ্যের স্বতঃস্ফূর্ততায় টগবগিয়ে ফুটছে মুক্তিকামী বাঙালীর শিরায় শিরায় ।
এ ভাষণ অনুপ্রেরণার!
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা!! জয়বাংলা!!"
নতুন পতাকা। আমার পতাকা।
নতুন দেশ।অসাম্প্রদায়িক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
আমার মাতৃভূমি! আমার দেশ।
মিটিং, মিছিল, অসহযোগ আন্দোলন।
চতুর্দিকে ফিসফাস,
সন্দেহ,অবিশ্বাস.... বেঈমানের খাতায় লিখিয়েছে নাম কেউ কেউ !
ভাঙনের শব্দ ,
স্পষ্ট থেকে স্পষ্টতর ক্রমশ।
নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি শুনবার অপেক্ষায় উন্মুখ বাঙালী ।
অচিরেই মিলবে মুক্তি।
আছে আত্মবিশ্বাস।
আহ! মুক্তি!
অপর দিকে চলছে নিধন
জ্বলছে ঘর বাড়ি ভবন ও অন্যান্য।
পুড়ছে আমার স্বদেশ।
পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার।
সাথে ধর্মের দোহাই দিয়ে ধ্বংসলীলায় মেতেছে এদেশীয় দোসর আর হায়েনারাও।
বর্বরোচিত অত্যাচার, হামলা,সীমাহীন অমানবিক নির্লজ্জ আচরণ,
গুলি বেয়নেট....নির্মমতা ।
আহত নিহত অসহায় বাঙালির গগণবিদারী আর্তচিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ উদয়াস্ত ।
আমার বোনের পাশবিক যন্ত্রণার কষ্টের চিৎকারে ভারী বাতাস আজ লজ্জায় ম্রিয়মাণ।
বুটের লাথির বীভৎসতা
অশ্রাব্য ভাষায় কটুক্তি... চলছেই,চলছেই ।
বেইমান
বর্বর রাজাকার আলবদর আল শামস নামের দেশীয়
হায়েনার বেহায়া হাসিতেও আকাশ বাতাস বিদীর্ণ ।
পশুদের নির্লজ্জতার সীমা নেই কোন।
সীমা ছিল না কখনও।
লুটপাট, বেহায়াপনা,মিথ্যাচার।
দেশত্যাগী বুভুক্ষু সারিবদ্ধ মানুষের মিছিল যশোর রোডের বুকে..।
এদিকে
বাঙালি দামাল ছেলেরাও রক্ত শপথে দৃপ্ত।
মৃত্যুকে তাঁরা করেছে জয়।
কেউ তাঁদের দাবায়ে রাখতে পারবে না আর।
দৃপ্ত শপথে উদ্দীপ্ত তাঁরা
যে কোন মূল্যে দেশকে মুক্ত করবেই শত্রুসেনা আর হায়েনাদের হাত থেকে।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।
সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
চলছে লড়াই চলবে।
মায়ের চোখে আর নেই কোন জল
আছে শুধু ঘৃণা..... চাই প্রতিশোধ! প্রতিশোধ!! প্রতিশোধ!!!
চলছে লড়াই।
চলবে লড়াই।
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে ......
চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই কোন
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরণে বাংলা মায়ের সন্তানেরা।
মহা অঙ্গীকারে রক্ত শপথে
দিকে দিকে জেগেছে বাঙালী।
ধর্ম বর্ণ নির্বিশেষে।
অসাম্প্রদায়িক চেতনায় বাঙালী আজ অকুতোভয়।
নিঃশেষে প্রাণ করিলে দান
ভয় আর কি মরণে !
জয় বাংলা!!!
© রফিকুল ইসলাম ইসিয়াক
©somewhere in net ltd.