নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাফসি।আমি মুসলিম পরিবারের ছেলে।বাবা এবং মায়ের একমাত্র ছোট ছেলে।নব্বই এর মাঝামাঝি কোনো এক সময় মধ্যে রাতে আমার জন্ম।সেই থেকে আজ অবধি ছুটে চলেছি জীবননগরে।

রাফসি ইসলাম

https://mobile.facebook.com/arifulislam.rafsi

রাফসি ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আমার ডাক নাম লজ্জা

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩০

আমিই বাংলাদেশ!
আমার ডাক নাম লজ্জ্বা!
আমি বিশ্বজিৎ,আমি অভিজিৎ,আমি রাজন,
আমি পেট্রোল বোমায় পোড়া মুখ,
আমি ব্যার্থ ছাত্র, আমি প্রশ্নপত্র না পাওয়া হত দরিদ্র,
আমি অবিরাম বাংলার মুখ,আমি লাল সবুজের কাফন,
আমি পিলখানার অসহায় সেনা অফিসারের আঁধারে দাফন
আমি বাসে ধর্ষিতা মাজেদা,আমি ছেলের সামনে ধর্ষিতা মা,
আমি ভাইয়ের সামনে ধর্ষিতা বোন,
আমি আওয়ামী এমপির গুলিতে গুলিবিদ্ধ সৌরভ,
আমি গুম হওয়া সন্তানের মায়ের নিরব কান্না,
আমি রানা প্লাজার ধুলোয় উড়া লাশ,
আমি বন্ধু রাষ্ট্র ভারত থেকে প্রতিদিন খায় বাঁশ,
আমি রানা প্লাজার ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ,
আমি শাপলা চত্তরে রাতের আধারে হামলা করে শত শত হেফাজতের আলেম মারা,
আমি বিনাদোষে রাজাকার বানিয়ে ফাসি দেওয়া,
আমি বিনা ভোটে নির্বাচিত সরকার,
আমি বিরোধী নেতা কর্মীদের জেলে ভরা,
আমি পদ্মার লঞ্চ ডুবি,আমি তাজরীনের অগ্নিকান্ড,
আমি সাগর- রুনির মেঘ,
আমি জন্মের আগেই গুলিবিদ্ধ নবজাতক শিশু,
আমি ভূগর্ভস্থ জিহাদ আর নীরব।
আমি সেই ২৮শে অক্টোবর,
চাপাতি হাতে সুযোগ পেলেই আমি সাজি জল্লাদ।
আমি সাত খুণ শীতলক্ষ্যার পাড়ে,
আমি ফেলানী,আমি ১৬ কোটি মানুষের ভাগ্য ঝুলে আছি কাঁটাতারে,
আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের দরজা।
সুতরাং, আমিই বাংলাদেশ।
ডাক নাম আমার লজ্জ্বা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.