![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://mobile.facebook.com/arifulislam.rafsi
গাড়ি ছুটে চলেছে।
বাইরে বেশ ঠান্ডা।রুপা জানালা খুলে রেখেছে।
হু হু করে গাড়িতে ঠান্ডা হাওয়া ডুকছে।
রুপা গাড়ির জানালায় মুখ রেখে তাকিয়ে আছে বাইরের দিকে।
আমার ক্ষীণ সন্দেহ হলো- সে বোধহয় কাঁদছে।
আমি বললাম, রুপা তুমি কাঁদছো নাকি???
রুপা বলল, হ্যা।
'কাঁদছ কেন রুপা?'
রুপা ফুঁফাতে বলল, জানিনা কেন কাঁদছি।
গাড়ির জানালার ফাঁক দিয়ে এক টুকরো জোছনা এসে পড়েছে রুপার কোলে।মনে হচ্ছে শাড়ির আঁচলে জোছনা বেধে রুপা যেন অনেক দূরের কোন দেশে যাচ্ছে।এই সময় আমার মধ্যে একধরণের বিভ্রম তৈরি হলো- আমার মনে হলো রুপা নয়, আমার পাশে প্রিয়া বসে আছে।
©somewhere in net ltd.