![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://mobile.facebook.com/arifulislam.rafsi
প্রথমে ব্যাংক কর্মকর্তা রাব্বি, তারপর সিটি
কর্পোরেশন কর্মকর্তাকে পেটানো, এরপর
আজ কমলাপুর রেল স্টেশনে হিজড়াকে যখন যৌন
হয়রানী করলো পুলিশ!!!
তাতে, অবাক হবার কিছুই নেই.........!
.
রাব্বির মতই, খুলনায় মাদক ব্যাবসায়ী সাজিয়ে সদর
থানার ছাদে হুকের সঙ্গে ঝুলিয়ে নির্দয়ভাবে
মাহমুদুল হক টিটুকে পেটানোর ঘটনা সবাইকে
বিচলিত করেছিলো।
.
বছর দুয়েক আগেই তো!!
পুলিশ প্রকাশ্য দিবালোকে ঢাকার নিম্ন আদালত
চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে জোর
পূর্বক ধর্ষণ করেছিলো ফারজানা নামক এক
মেয়েকে!!
.
শাহাবাগে আন্দোলনরত নারী শিক্ষার্থীকে
কিভাবে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলো
পুলিশ তা সবাই দেখেছেন। শুধু লাথিই নয় লাঠিপেটাও
করা হয়েছিলো ওই নারী শিক্ষার্থীকে।
.
আদালতের সিঁড়ির নিচে পুলিশ কর্তৃক মাত্র ১২
বছরের কিশোরী ধর্ষনের কথা নিশ্চই কারোই
অজানা নয়??
.
আগারগাঁওয়ে পলিটেকনিক কলেজের
শিক্ষার্থীদের আন্দোলনের দাবি তুলতে
গেলে নারী সাংবাদিককে কিভাবে নির্মমভাবে
পিটিয়ে, কিল, ঘুষি, লাথি মেরে যখম ও আহত
করেছিল পুলিশ.....তা সবাই দেখেছেন!!
.
চিপ হুইপ থাকাকালে কিভাবে ফারুককে প্রকাশ্য ধাওয়া
করে করে পিটিয়েছিল পুলিশ অফিসার হারুন, তা কি
মনে নেই?
.
নোয়াখালীর মিলন কে পুলিশের উস্কানিতে জনতা
কর্তৃক পিটিয়ে নিহত করা এরপর লাশ পুলিশের গাড়িতে
তোলার ঘটনা আজও নিষ্ঠুরতার স্বাক্ষর হয়েই
আছে!!
.
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের ওপর
পুলিশ কর্তৃক লাঠি ও গরমপানির কামানসহ নিষ্ঠুর
আক্রমণের ন্যাক্কারজনক ঘটনা কি ভুলা যায়?
.
এর পরেও আমাদের সুশীল সমাজ দাঁত কেলিয়েই
বলবে- "পুলিশ জনগনের বন্ধু"
.
কিন্তু এ কেমন নির্মমতা!!??
একটি দেশের জনগনের নিরাপত্তা যেখানে আইন
শৃঙ্খলা বাহিনী দেখার কথা। যেখানে পুলিশ হবার কথা
জনগনের বন্ধুই সেখানে পুলিশই ভয়ংকর এক জন্তু।
.
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীই আজ যখন 'রাষ্ট্রীয়
সন্ত্রাস' বাহিনীতে পরিনত হয়েছে তখন সাধারন
জনগন কি তাহলে ঘর থেকেই বের হওয়া বন্ধ
করে দেবে???
.
অতীত ইতিহাস বলে- শাসক রাজারাই নাকি তাদের
প্রজাদের উপর এমন প্রকাশ্য অত্যাচার চালাতো......
.
তবে কি....
মাছের রাজা ইলিশ,
আর দেশের রাজা পুলিশ??
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
রাফসি ইসলাম বলেছেন: এখনো মনে হচ্ছে??? :O
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
খোলা মনের কথা বলেছেন: আগে তো জানতাম "মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ" এবার লীগটাও লাগিয়ে দিলেন
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
রাফসি ইসলাম বলেছেন: এছাড়া উপায় ছিলো না ব্রাদার। :-D
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
ঢাকাবাসী বলেছেন: রাজার আয়ের ভাগ সরকার পায় নাকি?
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
রাফসি ইসলাম বলেছেন: সরকারকে রাজা Midfing দেখায়।
৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
সৈয়দা আফসানা মিলি বলেছেন: অপ্রিয় হলেও সত্য,যেমন লোপ পাচ্ছে ইলিশের বৃদ্ধি,তেমন লোপ পাচ্ছে পুলিশের দায়িত্বহীনতা
২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
রাফসি ইসলাম বলেছেন: যেখানে স্বয়ং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা বলে তার দেশের পুলিশের উপর মানুষের আস্থা নাই, সেখানে বাংলাদেশের পুলিশ তো গনাতে নাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
মোঃ মাকছুদুর রহমান বলেছেন: কর্মকাণ্ডে তাই মনে হচ্ছে!