নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাফসি।আমি মুসলিম পরিবারের ছেলে।বাবা এবং মায়ের একমাত্র ছোট ছেলে।নব্বই এর মাঝামাঝি কোনো এক সময় মধ্যে রাতে আমার জন্ম।সেই থেকে আজ অবধি ছুটে চলেছি জীবননগরে।

রাফসি ইসলাম

https://mobile.facebook.com/arifulislam.rafsi

রাফসি ইসলাম › বিস্তারিত পোস্টঃ

"মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশলীগ?"

২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০


প্রথমে ব্যাংক কর্মকর্তা রাব্বি, তারপর সিটি
কর্পোরেশন কর্মকর্তাকে পেটানো, এরপর
আজ কমলাপুর রেল স্টেশনে হিজড়াকে যখন যৌন
হয়রানী করলো পুলিশ!!!
তাতে, অবাক হবার কিছুই নেই.........!
.
রাব্বির মতই, খুলনায় মাদক ব্যাবসায়ী সাজিয়ে সদর
থানার ছাদে হুকের সঙ্গে ঝুলিয়ে নির্দয়ভাবে
মাহমুদুল হক টিটুকে পেটানোর ঘটনা সবাইকে
বিচলিত করেছিলো।
.
বছর দুয়েক আগেই তো!!
পুলিশ প্রকাশ্য দিবালোকে ঢাকার নিম্ন আদালত
চত্বরের পাশে ক্লাবের ভেতরে নিয়ে জোর
পূর্বক ধর্ষণ করেছিলো ফারজানা নামক এক
মেয়েকে!!
.
শাহাবাগে আন্দোলনরত নারী শিক্ষার্থীকে
কিভাবে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলো
পুলিশ তা সবাই দেখেছেন। শুধু লাথিই নয় লাঠিপেটাও
করা হয়েছিলো ওই নারী শিক্ষার্থীকে।
.
আদালতের সিঁড়ির নিচে পুলিশ কর্তৃক মাত্র ১২
বছরের কিশোরী ধর্ষনের কথা নিশ্চই কারোই
অজানা নয়??
.
আগারগাঁওয়ে পলিটেকনিক কলেজের
শিক্ষার্থীদের আন্দোলনের দাবি তুলতে
গেলে নারী সাংবাদিককে কিভাবে নির্মমভাবে
পিটিয়ে, কিল, ঘুষি, লাথি মেরে যখম ও আহত
করেছিল পুলিশ.....তা সবাই দেখেছেন!!
.
চিপ হুইপ থাকাকালে কিভাবে ফারুককে প্রকাশ্য ধাওয়া
করে করে পিটিয়েছিল পুলিশ অফিসার হারুন, তা কি
মনে নেই?
.
নোয়াখালীর মিলন কে পুলিশের উস্কানিতে জনতা
কর্তৃক পিটিয়ে নিহত করা এরপর লাশ পুলিশের গাড়িতে
তোলার ঘটনা আজও নিষ্ঠুরতার স্বাক্ষর হয়েই
আছে!!
.
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের ওপর
পুলিশ কর্তৃক লাঠি ও গরমপানির কামানসহ নিষ্ঠুর
আক্রমণের ন্যাক্কারজনক ঘটনা কি ভুলা যায়?
.
এর পরেও আমাদের সুশীল সমাজ দাঁত কেলিয়েই
বলবে- "পুলিশ জনগনের বন্ধু"
.
কিন্তু এ কেমন নির্মমতা!!??
একটি দেশের জনগনের নিরাপত্তা যেখানে আইন
শৃঙ্খলা বাহিনী দেখার কথা। যেখানে পুলিশ হবার কথা
জনগনের বন্ধুই সেখানে পুলিশই ভয়ংকর এক জন্তু।
.
রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীই আজ যখন 'রাষ্ট্রীয়
সন্ত্রাস' বাহিনীতে পরিনত হয়েছে তখন সাধারন
জনগন কি তাহলে ঘর থেকেই বের হওয়া বন্ধ
করে দেবে???
.
অতীত ইতিহাস বলে- শাসক রাজারাই নাকি তাদের
প্রজাদের উপর এমন প্রকাশ্য অত্যাচার চালাতো......
.
তবে কি....
মাছের রাজা ইলিশ,
আর দেশের রাজা পুলিশ??

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: কর্মকাণ্ডে তাই মনে হচ্ছে!

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

রাফসি ইসলাম বলেছেন: এখনো মনে হচ্ছে??? :O

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

খোলা মনের কথা বলেছেন: আগে তো জানতাম "মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ" এবার লীগটাও লাগিয়ে দিলেন =p~ =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

রাফসি ইসলাম বলেছেন: এছাড়া উপায় ছিলো না ব্রাদার। :-D

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: রাজার আয়ের ভাগ সরকার পায় নাকি?

৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

রাফসি ইসলাম বলেছেন: সরকারকে রাজা Midfing দেখায়।

৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

সৈয়দা আফসানা মিলি বলেছেন: অপ্রিয় হলেও সত্য,যেমন লোপ পাচ্ছে ইলিশের বৃদ্ধি,তেমন লোপ পাচ্ছে পুলিশের দায়িত্বহীনতা

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

রাফসি ইসলাম বলেছেন: যেখানে স্বয়ং যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা বলে তার দেশের পুলিশের উপর মানুষের আস্থা নাই, সেখানে বাংলাদেশের পুলিশ তো গনাতে নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.