নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রাফসি।আমি মুসলিম পরিবারের ছেলে।বাবা এবং মায়ের একমাত্র ছোট ছেলে।নব্বই এর মাঝামাঝি কোনো এক সময় মধ্যে রাতে আমার জন্ম।সেই থেকে আজ অবধি ছুটে চলেছি জীবননগরে।

রাফসি ইসলাম

https://mobile.facebook.com/arifulislam.rafsi

রাফসি ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এদেশে

২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

এখন ব্লগে লিখতে ভয়,
কবে জানি ঘাড় থেকে মাথা আলাদা হয়ে যায়।

এদেশে গনতন্ত্র বহু আগে ধ্বংস করা হয়েছে,
৭২ থেকে ৭৫ ছিলো বাকশাল
আর এখন ২০০৯ থেকে বর্তমান অবধি বাকশাল কায়েম চলছেই।

এদেশে স্বাধীন ভাবে কথা বলার অধিকার খর্ব করা হয়েছে।
এদেশে স্বাধীন ভাবে লেখার অধিকার খর্ব করা হয়েছে।

এদেশে বিরোধীদলীয় নেত্রী কে বালির ট্রাকে অবরুদ্ধ করে রাখা হয়,
এদেশে প্রকাশ্যে বিরোধী নেতাকে গুলি করে হত্যা করা হয়।

এদেশে চলন্ত বাসে নারীকে ধর্ষণ করা হয়,
এদেশে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে রাতের আধারে ধর্ষণ করে খুন করা হয়,
এদেশে ধর্ষিতা হয় বেশ্যা আর ধর্ষক হয় বাদশাহ।

এদেশে পুলিশ নিরাপরাধ মানুষের পকেটে, ব্যাগে অস্ত্র, ইয়াবা ডুকিয়ে বলে টাকা দে না হয় অস্ত্র, মাদক মামলায় থানায় নিমু।
এদেশে পুলিশ বিরোধী দলের শান্তিপূর্ণ মিছিলে করে গুলি,
এদেশের পুলিশ নিজেকে বলে, "মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ।"

এদেশে র‍্যাব গভীর রাতে ছাত্রনেতাকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ার করে
এদেশে র‍্যাব ইসলামপন্থী নেতাদের গুম করে

এদেশে প্রধানমন্ত্রীর চেয়ে তথ্য উপদেষ্টার বেতন দ্বিগুণ।
এদেশে রাজকোষ থেকে টাকা হ্যাকিং হয়
এদেশে তথ্য উপদেষ্টা বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলে, প্রবীণ সাংবাদিক নেতাদের করা হয় গ্রেপ্তার,

এদেশে ব্লগার, মসজিদের মুয়াজ্জিন কে গলা কেটে করা হয় হত্যা।
এদেশে ভোটের আগের রাতেই সরকার দলীয় প্রার্থী বিজয়ী হয়ে যায়।
এদেশে ভোটকেন্দ্র ভোট দেওয়ার আগেই বলা হয় তোমার ভোট দেওয়া হয়ে গেছে।

এদেশে আমি আওয়ামীলীগ না করলে রাজাকার হয়ে যায়,
এদেশে আওয়ামীলীগ না করলে আমি নিরাপত্তাহীন।

সুতারং আমি আতংকিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

কানিজ রিনা বলেছেন: এতসব মিথ্যা কথার মন্তব্য কেউ করবেনা
এত সাহস কারও নেই। বরন্চ ঘাস লতা
পাতা নালা ডোবা দিয়ে একটা পিরিতের
কবিতা লিখুন। দেখবেন মন্তব্যর ফুলেল
সুভেচ্ছা।

২| ১০ ই মে, ২০১৬ রাত ১১:৩০

রাফসি ইসলাম বলেছেন: সেটাইই প্রেমের পোস্ট দিলে অনেক মন্তব্য করা হয় কিন্তু এসব পোস্ট কেউ করেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.