![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://mobile.facebook.com/arifulislam.rafsi
একটা পথশিশু যখন জন্মায়,
তখন সে ভাবে
পৃথিবীর সমস্ত বাচ্চারাই রাস্তায় জন্মায়,,
ভিক্ষা করে, রাস্তায় খেলে এবং আধাপেট খেয়ে
রাস্তাতেই ঘুমায়।
যতই সে বড় হতে থাকে, ধীরে ধীরে
সে বুঝতে শেখে ব্যাপারটা আসলে এইরকম
নয়।
পৃথিবীতে আরও অনেক শিশু আছে যারা নরম
বিছানায় ঘুমায়।এটা বুঝতে পারার পর তাদের মধ্যে
তীব্র হতাশাবোধ তৈরি হয়।
একদল নেশায় জড়িয়ে পড়ে, আরেক দল
হয়ে ওঠে ভয়ংকর ক্ষুব্ধ।|এই ক্ষুব্ধতা তাদের
সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সুবিধাভোগী
মানুষের প্রতি।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৭ রাত ১:৫৯
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: চিরাচরিত জীবনের বৈষম্যের ভয়ংকর রূপ।