![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেচনায় সিপিবির সবচেয়ে বড় ভুল হচ্ছে- বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই বিষধর সাপ- এই সরলীকরণ। এর ফলেই শত্রু মিত্র নির্ণয়ে ভুল হচ্ছে। দেশ আজ দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগ মুক্তিযুদ্ধের চেতনা তথা গণতন্ত্র রক্ষা করা অন্য ভাগ দেশটাকে তালেবানি রাষ্ট্র বানানোর চেষ্টায় লিপ্ত। এখন সিপিবিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পক্ষে থাকবেন।
সিপিবি বলছে, দুই জোট ব্যর্থ। আমরা ভোট বর্জন করে নিরপেক্ষ ভূমিকায় থেকে তৃতীয় বিকল্প শক্তি গড়ে তুলবো। অথচ পুড়ছে মানুষ, পুড়ছে ঘর-বাড়ি, পুড়ছে বাস-ট্রাক, পুড়ছে গাছ-পালা। হত্যা হচ্ছে প্রগতিশীল শক্তির পক্ষের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা। রোম যখন পুড়ছে সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছেন। সিপিবি সম্রাট নিরোর মতোই তৃতীয় বিকল্প শক্তির ‘গণসঙ্গীত’ গাইছেন। সিপিবির বড় ভুল। ওনারা তাদের পার্টির এজেন্ডা আওয়ামী লীগকে দিয়ে বাস্তবায়ন করাতে চান। আওয়ামী লীগের কাছে কমিউনিস্টসুলভ আচরণ আশা করেন। বিপ্লবী কর্মসূচি আশা করেন। ফলে আশাহত হয়ে শৃগালের সেই উক্তি ‘আঙুর ফল টক’ অর্থাৎ তারা আওয়ামী লীগ-বিএনপি আর জামাতের মধ্যে কোনো পার্থক্য নির্ণয় করতে পারেন না। তারা ভুলে গেছেন তাদের আশু করণীয়, ইস্যুভিত্তিক আন্দোলন, লেনিনীয় কৌশল। এই বিচ্যুতি দলটিকে গণবিচ্ছিন্ন করে বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ঘুমন্ত মানুষকেও জাগানো যায় কিন্তু যারা জেগে ঘুমায় তাদের জাগাবে কে?
©somewhere in net ltd.