![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্দের প্রয়োগ
মো. রহমত উল্লাহ্ (রানা ইশতিয়াক)
স্বরবৃত্ত ছন্দ
১.১. এই ছন্দে মুক্তাক্ষর/মুক্তস্বর এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর উভয়কেই ১ মাত্রা ধরা হয়। যেমন: কু, খো, ধা, পা, নি, সা, সে ইত্যাদি মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা এবং আজ, কাল, মন, ক্ষণ, ঋণ ইত্যাদি বদ্ধাক্ষর /বদ্ধস্বরও ১ মাত্রা । [ লক্ষণীয়- যে সকল অক্ষরের স্বর উন্মুক্ত, সে সকল অক্ষরকেই মুক্তাক্ষর বলা হয় এবং যে সকল অক্ষর/শব্দের ধ্বণি উন্মুক্ত নয়, সে সকল অক্ষর/শব্দকেই বদ্ধাক্ষর বলা হয়।] অর্থাৎ, স্বরবৃত্ত ছন্দে মুক্তস্বর ও বদ্ধস্বর উয়ভকেই এক মাত্রা ধরা হয়।
২. পূর্ণ বা মূল পর্ব সাধারনত ৪ মাত্রার হয়। তবে ২/৩/৫ মাত্রারও হতে পারে। অপূর্ণ পর্ব ১/২/৩ মাত্রার হয়।
৩. প্রতি পর্বের আদি অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়ে।
৪. লয় দ্রুত।
৫. অতি পর্বের ব্যবহার হতে পারে।
৬. গানে ও ছড়ায় এই ছন্দের ব্যবহার উত্তম হয়।
৭. চলতি বা কথ্য ভাষা এই ছন্দের জন্য অধিক উপযোগী।
৮. চরণ সাধারণত মিত্রাক্ষর যুক্ত বা অন্তমিল হয়ে থাকে।
৯. একই গানের / ছড়ার / কবিতার বিভিন্ন চরণে পর্ব সংখ্যা কম/বেশি হতে পারে। তবে একই স্তবকের চরণসমূহের পর্বে মাত্রা সমান হবে।
মাত্রাবৃত্ত ছন্দ
১. মুক্তাক্ষর/মুক্তস্বর ১ মাত্রা ধরা হয় এবং বদ্ধাক্ষর/বদ্ধস্বর ২ মাত্রা ধরা হয়।
২. পূর্ণ পর্ব সাধারণত ৪/৫/৬/৭ মাত্রার হয়ে থাকে। তবে ৮ এর বেশি হয় না।
৩. লয় মধ্যম।
৪. পর্বসমূহে মাত্রা সংখ্যার সমতা থাকে।
অক্ষরবৃত্ত ছন্দ
১. মুক্তাক্ষর ১ মাত্রা ধরা হয়। তবে বদ্ধাক্ষর শব্দের প্রথমে ও মধ্যে থাকলে ১ মাত্রা এবং শেষে থাকলে ২ মাত্রা ধরা হয়। একটি শব্দে যদি ১ টি মাত্র বদ্ধাক্ষর/বদ্ধস্বর থাকে তবে তাকে দুই মাত্রা ধরা হয়। [ যেমন: ফুল, এক, হাত, দুই, ক্ষণ ইত্যাদি।]
২. লয় ধীর।
৩. পূর্ণ পর্ব সাধারনত ৮/১০ মাত্রার হয়। অপূর্ণ পর্ব ৬ মাত্রার হয়। কমও হতে পারে।
৪. গুরু গম্ভির বক্তব্য/ভাব প্রকাশে এই ছন্দের ব্যবহার সফল হয়।
৫. অধুনিক কবিতায় প্রত্যেক পংতিতে/লাইনে পর্ব সংখ্যা সমান নাও হতে পারে। // (সংক্ষেপিত)
©somewhere in net ltd.