নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা ইশতিয়াক

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক)

আমি জয়বাংলার বাঙালি

মো. রহমত উল্লাহ্‌ (রানা ইশতিয়াক) › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ঘোষণা

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪



স্বাধীনতার ঘোষণা

মো. রহমত উল্লাহ্‌



জানতে হবে, মানতে হবে?

একাওরের ২৬(?)শে মার্চ

ব্যারাক থেকে ছুটে এসে

জিয়া দিলেন ঘোষণা:

স্বাধীন করো দেশ খানা!



হেমিলনের শিশুর মতন

অমনি সবাই দৌঁড়ে এসে

তাড়ালো সব পাক সেনা!

স্বাধীন হলো দেশ খানা!



স্বাধীনতা নেই কি আর

জানা কিবা জানাবার?

কবে কখন কে দিয়েছে

বাঙালীত্বের ধারণা,

বুকের ভিতর কে জাগালো

স্বাধীনতার চেতনা,

কখন থেকে কীভাবে হয়

আন্দোলনের সূচনা?



অগ্নিঝরা বায়ান্নতে

কারাবন্দির অনশনে

ছয় দফা-এগারো দফায়

যুক্ত ছিলো কোন্‌ দাবি,

উর্ধ্বে ওঠার ইঙ্গিত বহ্

কোন্‌ সে বীরের আঙ্গুল ছিলো

বীর বাঙলির সকল সফল

আন্দোলনের মূল চাবি?



কোন্‌ নেতার দল জিতেছিলো

নির্বাচনে সওরে

তের বছর বন্দি ছিলেন

কাদের নেতা কী করে?



কোন্ সে পুরুষ দিয়েছিলো

সাতকোটি প্রাণ এক করে

কার প্রেরণায় যুদ্ধে গেলো

প্রাণের মায়া ত্যাগ করে?



জোর গলায় কে বলেছিলো

বাঙালিরা মানবেনা আর

আইয়ুব খানের দুঃশাসন,

ঐতিহাসিক রেইস কোর্সে

একাওরের সাতই মার্চে

কে দিয়েছে এই ভাষণ:



""...আমি প্রধান মন্ত্রীত্ব চাইনা

দেশের মানুষের অধিকার চাই।



...এর পর যদি একটা গুলি চলে

এর পর যদি

আমার লোককে হত্যা করা হয়



...আমি যদি হুকুম দিবার নাও পারি...



...প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়

আওয়ামী লীগের নেতৃত্বে

সংগ্রাম পরিষদ গড়ে তুলুন।



আমাদের যা কিছু আছে

তাই নিয়ে প্রস্তুত থাকুন।



রক্ত যখন দিয়েছি

রক্ত আরো দেবো।



এদেশের মানুষকে

মুক্ত করে ছাড়বো

ইনশাল্লাহ্।



এবারের সংগ্রাম

আমাদের মুক্তির সংগ্রাম

এবারের সংগ্রাম

স্বাধীনতার সংগ্রাম,

জয় বাংলা!''



এর পরে কী থাকে বাকি

যুদ্ধ পরিকল্পনা,

স্বাধীনতার ঘোষণা?



তাই বলে কি জানবোনা

বেলাল ভাইদের স্বাধীন করা

“স্বাধীন বাংলা বেতার” হতে

একাওরের সাতাশে মার্চ

প্রচারিত ইংরেজিতে

জিয়ার মুখে ঘোষণা:

" ...On behalf of our great leader, the supreme commander of Bangladesh Sheikh Mujibur Rahaman; I here by proclaim the independence of Bangladesh. ...May Allah help us. Joy Bangla."



তথ্য সুত্র:

(ক) “আমি বিজয় দেখেছি” -এম আর আখতার মুকুল।

(খ) “বাংলাদেশের তারিখ” -বিচার পতি মোহাম্মদ হাবিবুর রহমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.