নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গরীবের স্বপ্ন

রাহাত মুন্তাসির

রাহাত মুন্তাসির › বিস্তারিত পোস্টঃ

গরীবের স্বপ্ন

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

কারো কাছে একটা আই ফোনের মূল্য শুধুমাত্র ৩০ হাজার টাকা হতে পারে।
কিন্তু কারো কারো কাছে হয়তো ফোনটার মূল্য অনেকদিনের সাধনা আর স্বপ্ন।
আর সেই স্বপ্ন এবং সাধনাও যখন দ্বিতীয় শ্রেণির মানুষগুলি তার কোন কাছের মানুষের জন্য কুরবানি দিতে রাজি হয়ে যায়, তখন সেই মানুষটা তার জীবনের কতটুকু জায়গা জুড়ে আছে অথবা কতটা বেশিমাত্রায় সাধনার, সেটা দুনিয়ার আর কাউকে বুঝানোর ক্ষমতা আসলে সেই মানুষগুলির থাকেনা যারা নিজের স্বপ্ন বেচে দিতেও রাজি। তারা হয়তো স্বপ্ন বেচে অগনিত বিনিদ্র রজনী চোখের পানিকে সঙ্গী করেই কাটিয়ে দেয় শুধু এই ভেবে যে, "আল্লাহ, তুমি সবই জানো। তার হাসির বিস্তৃতি কোনদিন কমতে দিওনা। আমিতো হাসাতে পারলাম না। তুমিই মালিক খোদা।"

দ্বিতীয় শ্রেণির মানুষের পক্ষে অপ্রিয় সত্য কিছু কথা-
*গরীবের সাধনা
না পাওয়ার যাতনা,
ভাল থাকো এই কামনা
কোনদিন কেউ বুঝবেনা।

*সবকিছুর হিসাব জীবনে টাকা দিয়ে করা যায়না রে পাগলা।

*সাধনা সবাই কুরবানি দিতে পারেনা। যারা দিতে পারে তারা 'মহামানব' নাকি 'মহাদানব' সেই তর্কে না যেয়ে এটা ভেবেই জীবন কাটিয়ে দে যে তোর পক্ষে এর থেকে বেশি কিছু করা হয়তো এই জীবনে সম্ভব ছিলনা।

*গরীবের সব স্বপ্ন দেখতে নাই রে। স্বপ্ন দেখার আগে স্বপ্ন কেনাবেচার বাজারে কোনদিন যেয়ে দাঁড়াতে পারবি কিনা- সেটা একবার চিন্তা করে নে।

*তোদের জন্মটাই রঙ বদলানোর মিছিলে যোগ দেওয়ার জন্য। যাকে ভালবাসবি তার জন্য রঙ বদলাবি, যাকে ঘৃণা করবি তার জন্য রঙ বদলাবি। বদলাতে বদলাতে হয়তো শেষ জীবনে যেয়ে দেখবি, নিজের কোন স্বপ্ন কোনদিন পূরণ করা হয়নি। কিন্তু সেইদিনও এই ভেবে হাঁসতে পারবি যে কয়জন আছে নিজে না হেসে মানুষকে হাসাতে পারে? তুই সেই হাতেগোনা কয়েকজনের একজন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.