![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক
একদিন আমরাও মানুষ ছিলাম,
আমাদের রক্তেও আগুন জ্বলত,
কোথাও কোন অত্যাচার, অনাচার দেখলে আমারাও সংগ্রাম করতাম,
প্রতিবাদের কোঠর কন্ঠ আমাদেরও ধ্বনিত হত।
একদিন আমরাও ভাষার জন্যে করেছি যুদ্ধ,
পদধ্বনিতে কাঁপিয়েছি রাজপথ,
মিছিল শ্লোগানে কাঁপিয়েছি এই বাংলারই আকাশ বাতাস।
একদিন আমরাও অস্ত্র হাতে ধরেছি,
স্বাধিনতার স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছি।
একদিন আমরাও দেশ প্রেমিক ছিলাম,
দেশের জন্য প্রান দিয়েছি।
একদিন আমাদেরও দেশের মানুষের দুঃখ কষ্টে প্রান কাঁদত,
আমরাও ছুটে যেতাম তাদের সাহায্যে।
একদিন আমরাও সাহসী মানুষ ছিলাম।
সংগ্রামী হওয়ার স্বপ্ন দেখতাম।
একদিন আমাদেরও প্রতিবাদি কবি ছিল,
তাদের কবিতার প্রতিটা শব্দ সংগ্রাম করত,
স্বাধিনতা স্বাধিনতা বলে চিৎকার করত।
একদিন আমাদের দেশেও নজরুল ছিল,বঙ্গ বন্ধু ছিল,
ছিল সাত শ্রেষ্ঠ বীর।
আরও ছিল ৩০ লক্ষ শহীদ,ছিল তাদের শহীদি চেতনা।
একদিন আমরাও মানুষ ছিলাম,
আমাদের রক্তেও আগুন জ্বলত,
কিন্তু আজ.........
আজ আমাদের রক্তেও আর আগুন জ্বলেনা,
প্রতিবাদের কোঠর কন্ঠ আজ আর বেজে ওঠেনা।
আজ আমাদের চোখের সামনে একমাত্র ভাইটি আগুনে পুড়ে মরে,
বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয় বৃদ্ধ পিতার দেহ,
যে ছোট্র বোনটি এখনও কৈশরের কোল থেকে জেগে ওঠেনি সেও হয় ধষিত।
তবুও আজ আর রাজপথ আমাদের পদ ধ্বনিতে হয়না ধ্বনিত,
মিছিল শ্লোগানে কেঁপে ওঠেনা বাংলার আকাশ বাতাস।
কোন কবির কবিতা আর চিৎকার করেনা স্বাধিনতা স্বাধিনতা বলে।
দুহাতে আর অস্ত্র হাতে যুদ্ধ করতে ছোটেনা কোন দেশপ্রেমিক।
আজ যেন তারা নিরব হয়ে গেছে,হাড়িয়ে ফেলেছে প্রতিবাদের সকল ভাষা,
আজ তারা সংগ্রামি হতে ভয় পায়,ভয় পায় রাজপথে নামতে।
আজ যেন তারা ভীরু, সাহসহীন এক প্রানী।
একদিন আমরাও মানুষ ছিলাম,
আমাদের রক্তেও আগুন জ্বলত।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
অগ্নি কল্লোল বলেছেন: একদিন আমরাও মানুষ ছিলাম।।।
সত্যি!!
গণতন্ত্রের দূর্গন্ধ আমাদের সবার গাঁয়ে লেগে আছে।।
তাই আমরা আজ অমানুষ।।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
এম.এ.জি তালুকদার বলেছেন: আপনি যেভাবে যতীন্দ্র মোহন বাগচীর পদবী ধরে টান মেরেছেন।তাই এখন হয়তো এইরকম হয় অথবা হবে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: াহাহাহাহাহা
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
ড. জেকিল বলেছেন: ভাষার "স্বাধিনতা" "কোঠর" ভাবে নিয়ন্ত্রিত হয়েছে
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো লাগল..... সত্যি... একদিন আমরাও মানুষ ছিলাম। :-)