![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক
__বাসন্তি রং এর সারিতে আপনাকে অনেক সুন্দর লাগছে।
__এত রাতে আপনি এখানে?
__কপালে লাল টিপ পরেন নি কেন? খোপায় বকুল ফুলের মালা পরতে পারতেন ,চোখে একটু কাজল দিলে মন্দ হত না। হাতে এ সব কি পরেছেন? অনেক গুলো কাচের চুড়ি পরতে পারতেন। দেখি একটু হাটুন তো,নুপুর বাজে কিনা?
__আমার ইচ্ছে হয়েছে তাই পরিনি,তাতে আপনার কি?
__আমার তেমন কিছু না,তবে যদি পরতেন অসম্ভব রকম সুন্দর লাগতো আপনাকে।
__এত রাতে এখানে কি করছেন?
__আপনি কি করছেন এত রাতে?
__আমি আকাশের জেগে থাকা চাদ কে দেখছি নদীর এই শান্ত শিতল পানিতে। কিন্তু আপনি?
__আমিও চাদকে দেখতে আসলাম আপনার চোখে।
__মানে?
__না কিছু না,আপনি আনমনে কি ভাবছিলেন?
__তেমন কিছু না,ভাবছিলাম যদি ওই আকাশে চাদের খুব কাছে একদিন যেতে পারতাম।
__ওহ,এ তো খুব simple কাজ,চলে যান।
__তাই বুঝি, কিন্তু কি ভাবে?
__আপনি সাঁতার জানেন?
__না তো
__শিখবেন?
__কে শিখাবে?
__আমি
__কি ভাবে শিখাবেন?
__একটা কাজ করি এই ব্রিজ থেকে আপনাকে ধ্বাক্কা দিয়ে এই জলে ফেলে দেই,যদি তিরে ওঠে আসতে পারেন তবে আপনি সাতার শিখে যাবেন, যদি না পারেন তবে চাদের কাছে চলে যাবেন।
__আপনি কি কোন দিন ও একটু সিরিয়াস হবেন না?এ রকমি থেকে যাবেন?
__আর নিজেকে বদলানোর সময় নেই, আর কারন ও নেই।
__সত্যি কি কোন কারন নেই?
__চলুন একটু হাটি
__আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না।
__কিছু না উত্তর জানায় ভাল,তা অবাক্ত থাকাটাই বেশি শ্রেয়।
__আপনি কবি মানুষ, কথায় আপনাকে হার মানাতে পারব না।
__তাহলে হার মানলেন?
চলুন একটু হাটি?
__না,আমি আপনার সংগে হাটবনা।
__কেন হাটবেন না?
__এত রাতে আমাকে আপনার সংগে কেউ দেখলে খারাপ ভাববে।
__ ও,এত রাতে এক সাথে এ ভাবে কথা বলতে দেখলে খারাপ ভাববে না?তার থেকে চলুন না,দুজনে রাতের পরিবেশকে একটু খানি স্পর্শ করার চেষ্টা করি।
(দুজনে হাটতে শুরু করে)
__আচ্ছা আপনি এমন কেন? এত অবুঝ কেন? কিছুই কি বুঝতে পারেন না?
__কেউ বুঝিয়ে দেওয়ার মত ছিল না তো তাই।
__আজও কি নেই?
__জানি না।
__সত্যিই জানেন না?কি চুপ কেন, কিছু বলুন?
__কি বলব?'
__ না কিছু না। আপনি কি কোন দিন ও আমাকে ভালভাবে দেখেছেন?
__হা,দেখেছি তো,অনেক বার।
__কোন দিন দেখলেন?
__যে দিন এখানে এসেছি, সে দিন থেকেই
__মিথ্যে কথা, আপনি যে এত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারেন, তা তো জানতাম না।
__সব কিছুর মাঝেই সুন্দর্য থাকে,তবে একেক সুন্দর্য একেক রকম।
__যেমন....?
__এই ধরুন কেউ অসম্ভব সুন্দর করে মিথ্যে কথা বলতে পারে,কেউ অসম্ভব সুন্দর করে সত্য কথা বলতে পারে,কেউ অসম্ভব সুন্দর করে ভালবাসতে পারে।
__আপনি কোনটা পারেন?
__সব গুলোই
__আপনি ভালও বাসতে পারেন?
__হ্যা,পারি তো।
__কাউকে কোন দিন ভালবেসেছেন?
__কোন দিন সুযোগ হয়নি
__মানে?
__যখন বুঝতে শিখেছি, অনেক সময় ছিল তখন কেউ ছিল না,কিন্তু আজ যখন কেউ আছে, তখন সময় নেই।
__আপনি এত সুন্দর করে এত কঠিন কথা বলেন কি ভাবে?
__জিবন থেকে শিখেছি।
__মানে?
__না,কিছু না
__আপনার পিঠে ওই ব্যাগে কি আছে?
__তেমন কিছু না।
__আচ্ছা আপনার সত্যিকারের বাসা কথায়?
__কারও মনে।
__মানে?
__না কিছু না।
__আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু কোন দিন সাহস হয়নি
__তবে আজ যে হল?
__একটু একটু করে সাহস জমিয়ে রেখেছিলাম,আজ বলার মত সাহস জমা হয়েছে।
__আপনি কি অসম্ভব সুন্দর করে কথা বলতে পারেন
__ওহ,তাই?
__হ্যা তাই
__আপনাকে যেটা বলতে চাইছিলাম সেটা বলি
__না বলতে হবে না,আমি জানি। ওই যে আপনার বাসা এসে গেছে।
__আসুক, আপনি কি জানেন?
__ এত রাতে আপনার বাসার কেউ আমাকে আপনার। সংগে দেখলে খারাপ ভাববে।
__ভাবুক, আমি ভয় পাই না।প্লিজ আপনি বলুন না আপনি কি জানেন?
__এত সাহস পেলেন কোথায়?
__সেটা জেনে আপনার কাজ নেই, প্লিজ আপনি বলুন।
____কি বলব?
__আপনি কি জানেন?
__না বললেই কি নয়?
__না,বলতে হবে।
__ok, বলছি।
__হ্যা,তারাতারি বলুন।
__আপনি আমাকে ভালবাসেন
__ওহ,তাই? কি ভাবে জানলেন?
__আপনার চোখে দেখেছি।
__যদি জানেনই তবে এত দিন দুরে ছিলেন কেন?
__আমি যে দুরেরই,কাছে আসার অধিকার তো আমার নেই।
__কিন্তু আমি তো সে অধিকার আপনাকে দিয়েছি
__কিন্তু আমি তো কখনও চাইনি।
__আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমাকে ভালবাসেন না?
(দু জনেই ক্ষনিকের জন্যে নিরব হয়ে যায়,কি এক নিস্তব্ধতা যেন গ্রাস করে দু জনকে,নিরবতা ভেংগে অনন্ত বলে ওঠে)
__রুপকথা তোমাকে একটু জরিয়ে ধরি?
__আমি তো নিষেধ করিনি।
(অনন্ত রুপকথাকে বুকের মাঝে জরিয়ে ধরে,বুকের মাঝ থেকে রুপকথা বলে..)'
__এ ভাবে সারা জিবন আমাকে তোমার বুকের মাঝে জরিয়ে রাখতে পারবেনা?
__আমার যে সময় নেই রুপকথা।
__মানে?
__আমার ব্রেন ক্যান্সার রুপকথা। আমি আর বেশি দিন বাচব না।খুব কম সময় আছে আমার হাতে।
যখন সময় ছিল তখন তুমি ছিলে না,আজ যখন তুমি আছ,তখন সময় আমার কাছে নেই।
__দু চোখে অশ্রুর ফোয়ারা বেরুতে লাগে রুপকথার,কাদতে কাদতে বলে,কি বলছ এসব?আমি বিশ্বাস
করিনা।
__কাঁদো রুপকথা কাঁদো, আজ প্রাণ খুলে কাঁদো, মনের আকাশের সব টুকু মেঘ ঝরে যাক,আবার নতুন করে যেন সর্য জেগে ওঠে। দাও তোমার দু চোখের কয়েক ফোটা জলই দাও নিয়ে যাই,যে কয়েক দিন বাঁচব,এই জলকে দেখব,আর ভাবব কেউ কোন দিন আমাকে এতটা বেশি ভাল বেসেছিল।আজ আমি চলে যাচ্ছি রুপকথা, আর কোন দিন দেখা হবে না,ভাল থেকো রুপকথা, (রুপকথার মুখে কোন কথা নেই,চোখ থেকে জল ঝরছে,অনন্তকে অনেক শক্ত করে জরিয়ে ধরে আছে,এইটা দেখে অনন্ত আবার বলে ওঠে.. )রুপকথা কথা বলছ না কেন?ছেরে দাও রুপকথা, ছেরে দাও। তুমি এ ভাবে আমাকে জরিয়ে ধরে থাকলে আমি সইতে পারবনা,বেচে থাকার প্রচন্ড ইচ্ছে জাগবে, এখান থেকে যেতে পারবনা
__না ছারবনা,তোমাকে যেতে দিব না
__ছার রুপকথা ছার,যেতে তো হবেই।আর যে কোন পথ নেই....
©somewhere in net ltd.