নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ চেহেরায় থাকে না, থাকে বুকের ভিতর। এর কোন বিবর্তন নেই। এ সৃষ্টির সেরা।

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি)

লেখক

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) › বিস্তারিত পোস্টঃ

সুন্দর অসুন্দরের গল্প

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

সুন্দর আর অসুন্দরের সংগা আসলে কি?আমরা যেসব বিষয়কে আসলেই সুন্দর বলি সেইটি আসলেই সুন্দর?
আমরা সুন্দর মেয়ের সংগ্যা দিতে গিয়ে বলি দুধে আলতা গায়ের রঙ,চোখ দুটি টানা টানা,চুলগুলো খুব কালো,অনেক লম্বা।যখন হাসে যেন জোৎস্না ঝরে পড়ে।আবার সুন্দর ছেলের সংগ্যা এ ভাবে দেয় যে,লম্বা,ফর্সা হ্যান্ডসাম।আমরা কালো মেয়েকে সব সময় অসুন্দর বলে থাকি।কালো ছেলেকে অসুন্দর বলে থাকি।আসলে আমরা সুন্দরের যে সংগ্যা দেয় তা কি সত্যি সুন্দরের সংগ্যা?

আচ্ছা আমার দেশে তো সুন্দরের সংগ্যা এমন ভাবে দিলাম।পৃথিবীর অন্যান্য দেশেও কি এই একই সুন্দরের সংগ্যা দেয়?
জিম্বাবুয়ের কথায় ধরি,সে দেশের প্রায় সব মানুষই তো কালো।।তাদের দেশে সুন্দরের সংগ্যা দিতে গিয়ে নিশ্চয় বলে না মেয়ের গায়ের রঙ দুধে আলতা হবে,যখন হাসে তখন জোৎস্না ঝরে পড়ে।তারা মনে হয় সুন্দর মেয়ের সংগ্যা দেয় কৃষ্ণ এর মতো কালো ,অথবা রাতের মত কালো বর্নের গায়ের রঙ।সুন্দর ছেলের সংগ্যও এমনি।

আমার দেশে যদি অনেক রাতে আধো অন্ধকারে হঠাৎ করে কেউ যদি জিম্বাবুয়ের মানুষকে দেখে তবে অনেকেই খুব ভয় পেয়ে যাবে।যে মেয়ে গুলো তেলাপোকা দেখে ভয় পায় তাদের অনেকের ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবারো পসিবিলিটি থাকে।ঠিক তেমনি আমার দেশের আমাদের সংগ্যানুসারে সুন্দর কাউকে যদি জিম্বাবুয়ের তেলাপোকাকে ভয় পাওয়া মেয়েটি রাতের বেলা দেখে তারও অজ্ঞান হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে।তার দেশে অনেকে আমাদের এলিয়েনই মনে করতে পারে।

আমাদের দেশে যে নাক বোচা মেয়ে বা ছেলেকে আমরা অসুন্দর হিসাবে মনে করি ,জাপান,চিনাদের কাছে কিন্তু এই নাক বোচায় সুন্দর।আমরা ফর্সাকে সুন্দর বলে ,কালোকে অসুন্দর বলি।সেই আমরাই কিন্তু ইংল্যান্ড এর মানুষের চোখে খুব কালো।আমরা যারা হাইটে শর্টদের অসুন্দর বলি ,সেই আমরাই কিন্তু ওস্ট্রেলিয়া কিংবা অন্যান লম্বা দেশের মানুষের চোখে শর্ট।তার মানে আমাদের দেওয়া সুন্দরের সংগ্যানুসারেই আমরা অসুন্দর।কি তাই তো?

সুন্দর তো সেটাই যেটা সারা পৃথিবীর কাছে সুন্দর।যেমন আকাশ সুন্দর,ফুল সুন্দর,ঝরনা সুন্দর।এগুলো পৃথিবীর সব মানুষগুলোর কাছেই সুন্দর।তার মানেই সেটাই প্রকৃত সুন্দর যেটা পৃথীবির সবার কাছে সুন্দর।আচ্ছা যে দুধে আলতা গায়ের রংগের মেয়েটা পর্ন মুভি করে সে বেশি সুন্দর,না যে কালো মেয়েটা নিজেকে সব সময় পবিত্র রাখে সে বেশি সুন্দর?

এক্ষণ খুব ক্লেয়ার করেই বুঝতে পারছি বাইরের রুপ দেখে যাকে আমরা সুন্দর বলি তা কিন্তু সুন্দরের আসল মাপকাঠি না।। তাহলে সুন্দরের আসল মাপকাঠি কোনটি?অবশ্যই মানুষের বিবেক,মানুষের মন,মানুষের আত্না।সুন্দর মন কিন্তু পৃথীবির সবার কাছে সুন্দর বলেই বিবেচিত হয়।একজন ছেলে কিংবা মেয়ের পবিত্র ভালবাসা কিন্তু পৃথিবীর সবার কাছেই সুন্দর বলেই গন্য হয়।যেমন পৃথিবীর সব রঙের সত্যিকারের মা কিন্তু সুন্দর।মা চিরন্তন সুন্দর।
তবে মিছিমিছি আমরা কেন সুন্দরের সংগ্যা এতো অসুন্দর ভাবে দেয়?রাস্তার হেটে যাওয়া কালো মেয়েটাকে বা ছেলেটাকে দেখে অসুন্দর বলে কমেন্ট করি?কেন ?
---ছদ্ম নামঃ দুঃখ বিলাসী কবি(লেখক নামঃ রাহাত চৌধুরী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.