নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ চেহেরায় থাকে না, থাকে বুকের ভিতর। এর কোন বিবর্তন নেই। এ সৃষ্টির সেরা।

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি)

লেখক

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ভেজা দুপুর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

এক্ষনও প্রতিরাতেই সেই ডাষ্টবিনের পাশ থেকে একটি কুকুরেরে ঘেউ ঘেউ করে কান্নার আওয়াজ ভেসে আসে।কুকুরটি একদম মানুষের মতো করে কাঁদে।
নদীর পাশের আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গাটিতে ডাষ্টবিনের সেই মা কুকুরটিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায়। কুকুরটি এই ময়লা আবর্জনার মাঝে কি যেনো খোঁজে ।মানুষ যেমন তার আপন জনকে হাড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদে,মনে হয় কুকুটিও ঠিক তেমনি ভাবেই কাঁদে।আর তার হাড়িয়ে যাওয়া কোন খুব আপনজনকে এই আবর্জনার মাঝে খোঁজে...

এই কয়েকটি চরনই আমার উপন্যাসের একদম শেষের অংশ।কুকুরটি এই উপন্যাসে একটি অপ্রধান চরিত্র।কিন্তু এই শেষের অংশটি অনেক কিছু মীন করে।।।কুকুরটি আবর্জনার মাঝে কি খোঁজে,কেন এই কুকুরের উদ্ধতি দিয়েই উপন্যাসটা শেষ করলাম তা জানতে হলে উপন্যাসটি পরতে হবে।উপন্যাসটির নাম কেন “বৃষ্টি ভেজা দুপুর দিলাম” তা জানতে হলেও উপন্যাসটি পড়তে হবে।আগেই বলেছিলাম এই উপন্যাসের নামের প্রতিটি শব্দেরই আলাদা আলাদা গভির মীনিং আছে।
উপন্যাসটি পাওয়া যাবে একুশে বই মেলার ২৮৫ নম্বর স্টলে।স্টলের নাম আলপনা প্রকাশনী।সোহয়ার্দি উদ্যানে .........
কুরিয়ার করে পেতে ০১৭৩৫১৪৮৯৪৯ এই নং এ যোগাযোগ করে অডার দিতে পারবেন।।।

_____দুঃখ বিলাসী কবি(রাহাত চৌধুরী)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

হাইপারসনিক বলেছেন: যেতে হবে আবারো..

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪

জনৈক অচম ভুত বলেছেন: শুভকামনা রইল। :)

৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১২:২৭

বনলতা-সেন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.