নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ চেহেরায় থাকে না, থাকে বুকের ভিতর। এর কোন বিবর্তন নেই। এ সৃষ্টির সেরা।

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি)

লেখক

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) › বিস্তারিত পোস্টঃ

মানুষ েমন কেন ???

০৮ ই মে, ২০১৬ রাত ৩:৩৬

প্রায় কয়েক মাস হল এক আপু দেখা করতে চাইছিল। আপুর বাসা সিলেটেই।আপুটা ডাক্তার।পরিচয় ফেসবুক এবং লেখালেখির কল্যানেই। অসুস্থ্য হলেই ওকে কল দিয়ে প্রেসক্রিপশন করে নিতাম। আপুকে বলতাম এ দিন দেখা করব, ও দিন দেখা করব। কিন্তু আমার ব্যস্ততা আর সিলেটে না থাকার কারনে সম্ভব হয়নি। সেদিন রাতে ও আমায় যখন বলল ও ঘুমের টাবলেট নিয়ে ঘুমাচ্ছে তখন খুব খারাপ লাগছিল। কারন ও ঘুমের টাবলেট একদম পছন্দ করত না। আমি ওকে কিছুদিন আগে এক ডিসপেনসারিতে গিয়ে কল দিয়ে বললাম বিক্রেতাকে বলতে আমায় যেন ঘুমের টাবলেট দেয়। ও শুনে আমায় খুব বকা দেয়।কিছুতেই দিবেনা। আমি একটু রাগ করলে ও বিক্রেতাকে ০.৫ পাউয়ারের মাত্র একটি টাবলেট দিতে বলে। দোকানদারের সাথে আমার সম্পর্ক ভাল,বিধায় নিজের ইচ্ছে মতয় নিতে পারি।শুধু দরকার ছিল একজন ডাক্তারের রেফারেন্স। যে আপু ঘুমের টাবলেট পছন্দ করত না,আজ সে ঘুমের টাবলেট নিয়ে ঘুমাচ্ছে। আবার রাতে যখন কথা হল তখন বলল, "আমি মরে গেলে এসে দেখে যাস। তোর তো এখন আর সময় হবেনা।"
,
ওর এই কথাটা আমার বুকের মাঝে খুব বেধে যায়।বুঝতে পারলাম ও ভাল নেই। আমি বললাম পরের দিন মাষ্ট দেখা করব। পরের দিন দেখা করতে গেলাম।
ও জব থেকে সরাসরি আসল।আমি কীন ব্রিজের নিচে দাড়িয়ে ছিলাম। ওকে যেখানে আসতে বলি সেখানে আসতে পারেনা। একটু দূরে দাড়িয়ে থেকে আমাকে সেখানে যেতে বলে। আমি ওর কাছে গিয়েই ঝারি মেরে বললাম," যেখানে আসতে বলি সেখানেও আসতে পারিস না??"
এরপর দুজনে নদীর পাশে গেলাম।
দাড়িয়ে ছিলাম, এরপর বসলাম। আমি চটপটির ওডার দেয়। ও আমাকে আগের দিন রাতেই বলে ও একজনকে খুব ভালবাসে। ও কে বললাম,
" কি হয়েছে বল।"
দেখি ওর চোখে জল টলমল করছে। এরপর সব বাধ ভেংগে ফোটায় ফোটায় গড়িয়ে পড়ে।সেদিন ও কয়েকবার এ ভাবে কেঁদে ফেলে। ওর সব কথা শুনে বুঝলাম আপু যাকে ভালবাসে সে ভাইয়া ওকে নিয়ে খেলছে।আপুকে ভালবাসেনা। ওকে অনেক বুঝানোর ট্রাই করলাম।ও সবি বুঝে কিন্তু নিজেকে মানাতে পারেনা।
,
আসলে যারা কাউকে খুব ভালবাসে তারা এমনই হয়। আমার খুব আফসোস হচ্ছিল ভাইয়াটার জন্য। ভাবছিলাম কত হতভাগা সে। এই আপুটা তাকে এত্ত ভালবাসে,আর সে কিনা এমন করছে। আপুর চোখের জলে আমি দেখেছি কতটা সুন্দর তার ভালবাসা। কতটা গভির তার ভালবাসা। তার এ চোখের জল মিথ্যে নয়। কারন আমি চিনি মিথ্যে চোখের জলকে। অনেকবার দেখেছি মিথ্যে চোখের জলকে। কিন্ত এই আপুর চোখের জলে বিন্দু মাত্র ভেজাল নেই। এই জলের সবটা জুড়েই ছিল ভাইয়াটার জন্য অকৃত্রিম এক ভালবাসা।
,
আপু আমায় জিজ্ঞেস করল
", রাহাত, আমি তো কোন অন্যায় করিনি, তবে আল্লাহ আমার সাথে কেন এমন করছে?"
আমি অকে বুঝালাম," আল্লাহ তোকে নিজের ভূল শুধরে নেবার সুযোগ দিয়েছে। তোর লাইফ থেকে একজন ভূল মানুষ চলে যাওয়া মানে, সঠিক মানুষের আগমনের পথ খুলে যাওয়া।" ও বার বার কাদছিল দেখে বললাম,
" তুই আমার থেকে বয়সে একটু বড় না হলে গালের নিচে টেনে টেনে কয়েকটা থাপ্পর দিতাম। এ রকম পাগলামির কোন মানেই হয়না। "
,
আমাদের প্রথম দেখা ছিল সেদিন,আপু আমার কান মলা দিয়েছিল।যাবার আগে ও আমায় বলেছিল তুই আয় তোর কান মলে দিব। ওর সাথে যে ওই দিনই প্রথম দেখা করছি তা মনে হয়নি। বরং মনে হচ্ছিল আমরা ভাই বোন প্রায় এ ভাবে বসে মজা করি।
আপুর মত এই রকম মেয়েদের দেখিয়ে সেই সব ভাইয়াদের যারা কাউকে ভালবেসে ধোকা খেয়ে মরে যেতে চায়,সুইসাইড করতে চাচ্ছে,অথবা অন্ধকারে হাড়িয়ে যাচ্ছে তাদের বলতে ইচ্ছে করে,ভাইয়া এই আপুর মত অসংখ্য মেয়ে আছে,যারা সত্যিই অসম্ভব রকম ভালবাসতে জানে। এদের এই চোখের জল অসুন্দর নয়,বরং পৃথিবীর সব চেয়ে সুন্দর বস্তুর/ দৃশ্যের থেকেও সুন্দর। এরা যে তোমার মতয় একজনকে চায়। তবে তুমি কেন এদেরকে ছেড়ে হারিয়ে যাচ্ছ?বোকা,তুমি কত্ত বোকা।।
তোমার তো খুশিতে আত্নহাড়া হওয়া উচিৎ, তোমার জীবন থেকে একজন ধোকাবাজ হাড়িয়ে গেল,একটি নষ্ট চরিত্র হাড়িয়ে গেল। ইশ,তুমি কত্ত ভাগ্যবান। একবার ভেবেছ সে যদি তোমার লাইফে থাকত তোমার লাইফটা একদমম শেষ হয়ে যেত। জীবন তো একটাই,তবে এই জীবনটা কেন শেষ করে দিচ্ছ অন্য কারো জন্য?তুমি কেন হেড়ে যাচ্ছ?তুমি জিতে যাও,দেখবে সে এমনিতেই হেড়ে যাবে। পৃথিবীর কোন মানুষই। অসুন্দরকে পছন্দ করেনা,যদিও বা করে তা ক্ষনিকের জন্যেই। মোহ আর কত দিন থাকে বল? যে অন্যায় করছে,পাপ করছে তার শাস্তি সে পাবেই।তবে তুমি কেন নিজের সাথে অন্যায় করছ?
জিবনে চলতে গেলে কিছু কাজ করতেই হয়। কিছু ভূল মানুষের পাল্লায় পড়তে হয়,কিছু ভূল সিদ্ধান্ত নিতে হয়।এরপর আবার সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আমি একটি কথা সব সময় বলি, "যা উচিৎ তা করতে হয়, নয়ত অনেক বড় পাপ হয়।"
|
___ রাহাত চৌধুরী( দুঃখ বিলাসী কবি)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: এমন পাপীর সাজা ভয়াভহ হবে। আপুকে ধৈর্য ধরতে বলেন। সব কিছুর হিসেব রয়েছে।

১০ ই মে, ২০১৬ রাত ২:৩০

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: জি ভাই্য়া

২| ০৮ ই মে, ২০১৬ ভোর ৬:৫৩

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: মানুষ কেন কখন কি করে তা বোঝা মুশকিল। কারো চরিত্র চিনতে পারলে তো সঠিক সিদ্ধান্ত নেয়া যায়। চেনা মানুষ কেন অচেনা হয়ে যায় বোঝা কঠিন।

১০ ই মে, ২০১৬ রাত ২:৩২

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: মানুষ সব চেয়ে আজব প্রানী

৩| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:৩৭

অবনি মণি বলেছেন: :-&

১০ ই মে, ২০১৬ রাত ২:৩১

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: মানুষ সব চেয়ে আজব প্রানী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.