![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক
আমাদের সমাজে এ রকম অনেক আছে একটি ভাল রিলেশন ভাংগার পিছনে বন্ধুদের হাত সব চেয়ে বেশি কাজ করে । বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি দেখা যায় । মেয়ে গুলোর অনেক প্রানের বন্ধু থাকে ,যারা মেয়েটিকে প্রতিনিয়ত বুঝায়, বলে ছেলেটি ভাল না ।অথচ তারা কিন্তু ছেলেটির সম্পর্কে কিছু জানেই না ।জানেনা ছেলেটি আসলেই কেমন ।কিছু ক্যারাক্টারলেস মেয়ে বন্ধু থাকে যারা চার পাচ জনের সাথে প্রেম করেছে ,তারা মেয়েটিকে বলে ,দোস্ত আমি জানি ছেলেরা কত বাজে হয় ।আজ তোর জন্যে ও পাগলামি করছে কাল দেখবি আর করবে না।তারা বিভিন্ন ভাবে মেয়েটির ব্রেন ওয়াশ করে ।বন্ধু নামক এই কথিত জানোয়ারগুলো কখনই মেনে নিতে পারে না তার বান্ধবি কারো সাথে খুব ভাল একটা রিলেশনে আছে । কারন সে তো নষ্ট চরিত্রের,সে কি ভাবে চাইবে তার বান্ধবি ভাল থকুক । সে বন্ধু রুপি জানোয়ার গুলো কিন্তু বিভিন্ন ভাবে ,বিভিন্ন উপায়ে মেয়েটিকে বুঝানোর ট্রাই করে ছেলেটি তোকে ভালবাসেনা ।তুই নতুন একটা রিলেশন কর ।মেয়েটিও সেই জানোয়ারদের দলে যোগ দেয় ।সেও হয়ে যায় নষ্টা মেয়ে । সেও সেই মেয়েদের সাথে যোগ দিয়ে এবার প্রেম করা শুরু করে দেয় ,একজন,দুজন,তিনজন............সেই মেয়েটি কাছে যখন অন্য কোন ভদ্র মেয়ে আসে ,তখন সে এই নতুন মেয়েটিকে নিজের দলে যুক্ত করার জন্যে ওঠে পড়ে লেগে যায়। কোন কারনে যদি ছেলেটির সাথে মেয়েটির প্রব্লেম হয় ,তখন সেই মেয়েটি তাকে বুঝানোর ট্রাই করে "এই ছেলেটি ভাল না।তাকে ভালবাসে না ।আমারো এমন অভিজ্ঞতা আছে ।আমারটাও একদিন আমার জন্য পাগলামি করত ,কিন্তু এসব মিথ্যে "।অবশেষে এই মেয়েটির ব্রেন ওয়াশ হয়ে যায়,একে ছেড়ে প্রেম করা শুরু করে । সেও তাদের দলে যোগ দেয় ।। অভদ্রদের কাছে কোন ভদ্র মানুষ গিয়ে কিছু দিন থাকলে সেও অভদ্রতে পরিনত হবেই ।এটাই নিয়ম।
,
এ রকম অনেক শোনা গেছে একটা ছোট্ট শিশু বনে হাড়িয়ে গিয়ে সেখানকার পশুদের সাথে থেকে তার আচরনও পশুদের মত হয়ে গেছে ।কেউ একজন বনে গিয়ে সেখানকার পশুদের সাথে থেকে তার আচরনও পশুদের মত হয়ে যায় । এরকম কোনদিনও হয়নি সেই বনের পশুদের আচরন মানুষের মত হয়ে গেছে ।,
,
প্রেমিকা নামক এই আজব প্রানীদের ভালবেসে অবশেষে ছেলেটি অন্ধকারে হাড়িয়ে যায়,অথবা সুইসাইড করে । এ পর্যন্ত কোন মেয়েকে শুনলাম না প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করেছে,অথবা বয় ফ্রেন্ড্বর সাথে ঝগরা লেগে সুইসাইড করেছে ।কিন্তু এ রকম অনেক অনেক আছে প্রেমে ব্যর্থ হয়ে ছেলেটি অন্ধকারে হাড়িয়ে যায়,নেশা করে ,সুইসাইড করে ।এমনটা কেন হবে? একটা ছেলে/ মেয়ে কিছু জানোয়ার টাইপ প্রেমিক/প্রেমিকার জন্য কেন মরবে? কেন জীবন থেকে হাড়িয়ে যাবে? এই বিশ্রি ট্রাডিশন কবে বন্ধ হবে?
,
কেউ যদি আপনাকে মাডার করতে আসেন তবে আপনি কি করবেন ?
নিজেকে বাচাতে তাকে মাডার করবেন? না নিজেই ইচ্ছে করে তার হাতে মাডার হয়ে যাবেন? আপনার কি উচিৎ নয় যে অন্যায় ভাবে আপনাকে মাডার করতে এসছে তাকে মাডার করে নিজে বেচে থাকা? তবে আপনি কেন সুইসাইড করবেন? অন্ধকারে হাড়িয়ে যাবেন? নেশায় ডুবে থাকবেন? আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারের স্বপ্নকে শেষ করে দিবেন?
,
আপনি তো অন্যায় করেননি ।আপনি তো তাকে সত্যিই ভালবেসেছেন।এখন সে পশু টাইপের নষ্ট ছেলে/ মেয়ের জন্য আপনি কেন মরে যাবেন? আপনার তো উচিৎ তাকে মেরে নিজেকে সেফ করা । সে তো মাডারার । ,আপনাকে মাডার করতে এসছে ।আত্নরক্ষার অধিকার সবার আছে ।এই বিশ্রি ট্রাডিশন সেদিনিই বন্ধ হবে ,যেদিন প্রেমিক/ প্রেমিকা নামক কিছু নষ্ট মানুষ আপনাকে মাডার করতে চাইলে নিজের ইচ্ছেয় মাডার না হয়ে তাকে মাডার করবেন । আপনি কেন বুঝতে চাইছেন না?পারছেন না ?সে মারা গেলে পৃথিবী থেকে একটি নষ্ট মানুষ কমে যাবে।তার সংষ্পর্শে আরো কিছু মানুষের নষ্ট হওয়ার যে সম্ভবনা ছিল তা আর থাকবেনা ।কিন্তু আপনার মত একজন ভাল মানুষ মরে গেলে পৃথিবী থেকে একজন ভাল মানুষ কমে যাবে ,খারাপের সংখ্যা বেড়ে যাবে। তাই এই বিশ্রি ট্রাডিশন চেঞ্জ করুন।মিথ্যে ভালবাসার দোহায় দিয়ে নিজে মরে যাবেন না, কোন নষ্ট মানুষের জন্য ।আপনি একবার বিদ্রোহ করুন ,দেখবেন আপনার মত অনেকেই দাঁড়িয়ে গেছে ।তখন আর কেউ এমনটা করার সাহস পাবেনা ।নয়ত এই বিশ্রি ট্রাডিশন আর বহু বছর ধরে চলবে।আপনার মত সংখ্য ভাল ছেলে মেয়ে মরে যাবে ।পৃথিবীতে এই নষ্ট মানুষ গুলো বিচরন করবে ।তারা পৃথিবীর অন্য ভাল চরিত্র গুলোকেও নষ্ট চরিত্রে পরিনত করবে ।
,
আর কিছু ছেলে বন্ধু নামক জানোয়ার আছে তাদের কাজই অন্যের গার্ল ফ্রেন্ড,প্রেমিকা নিয়ে আলোচনা করা ।নাক গলানো ।এই দু পায়া জানোয়ার গুলোকে কখনই প্রশয় দিতে নেই । এরা খুব ভয়ংকর ,খুব ভয়ংকর ।এরা দু মুখো সাপ ।দুদিকেই ভাল সাজতে যায় ।মিষ্টি মিষ্টি কথা বলে ।আপনি বুঝতেই পারবেন না এই ছেলে গুলো কতটা হিংস্র পশু ।।
,
চলুন আমাদের পৃথিবী আমরা গড়ি । নষ্ট মানুষ গুলোর জন্যে মিথ্যে ভালবাসার দোহায় দিয়ে না মরে বেচে থাকি । বিদ্রোহ করি ,এই সুইসাইড নামক বিশ্রি ট্রাডিশন,অন্ধকারে হাড়িয়ে যাওয়া নামক ট্রাডিশন চেঞ্জ করি ।কাউকে না কাউকে তো শুরু করতেই হবে । আপনিই শুরু করেন । তবে আপনার পরবর্তি যারা আছে তারা বেচে যাবে ।
।
আমি এই লেখাটি একদম বাস্তব সত্যি একটা ঘটনা থেকে লিখেছি।
আমি খুবই দুঃখিত জানোয়ার শব্দটি ব্যবহার করেছি বলে ।এই শব্দ দ্বারা বুঝাতে চেয়েছি তারা কত জঘন্য। আমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি ডিপার্ট্মেন্টের এক ভাইয়া সুইসাইড করেছে ।আমি তাকে পারসোনালি চিনি না ,কারন আমি ফরেষ্ট্রি ডিপার্টমেন্টের নয় । কিন্তু ভাইয়ার সুইসাইড নোট এবং তার পিকচার দেখলাম । এত্ত সুন্দর ,হ্যান্ডসাম একটা ভাইয়া সুইসাইড করে মারা যাবে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না । সে মরে গেছে ,আর আমি আমার আম্মুকে বলতে গিয়ে কেদে ফেলছি । এ রকম আর কত ভাইয়া/আপু সুইসাইড করে আমাদের ছেড়ে চলে যাবে??
----
লেখক ঃ রাহাত চৌধুরী ( দুঃখ বিলসী কবি )
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৬ রাত ২:৫৬
মোস্তফা ভাই বলেছেন: প্রেমের জন্য সুইসাইড--- শুধু বোকারাই করে থাকে, এদের জন্য কোনো দুঃখ নাই, এরা সমাজে খারাপ উদাহরণ রেখে যায়, এদের জন্য শুধুই করুণা আর এদের পরিবারের জন্য সহানুভুতি।