নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ চেহেরায় থাকে না, থাকে বুকের ভিতর। এর কোন বিবর্তন নেই। এ সৃষ্টির সেরা।

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি)

লেখক

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) › বিস্তারিত পোস্টঃ

আত্নহত্যা

১৬ ই মে, ২০১৬ রাত ২:০৫

"সুইসাইড নোট " উপন্যাসটি লিখার জন্য আমাকে অনেক অনেক তথ্য সংগ্রহ করতে হচ্ছে। অলরেডি অনেক গুলো তথ্য সংগ্রহ করেছি। এসব তথ্য সংগ্রহ করতে গিয়ে আমার গায়ের লোম দাড়িয়ে গেছে। ভালবাসায় প্রতারিত হয়ে, ব্যর্থ হয়ে কত মানুষ যে সুইসাইড করেছে তা দেখে অবাক হয়ে গেছি।এ তালিকায় দেশের নামকরা সব বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নাম দেখে ভয়ে শিউরে ওঠেছি। গত তিন বছরে শুধু মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন স্টুডেন্ট সুইসাইড করে রিলেশন ঘটিত কারনে।
এই তথ্যের বাইরেও বিশ্ববিদ্যালয়ের কত স্টুডেন্ট মরে গেছে তার কথা অনেকেই জানেনা। কতজন যে রিলেশন ঘটিত কারনে অন্ধকারে হাড়িয়ে গেছে,ডুবে আছে,মরার মত বেচে আছে তা ভাবতেই গায়ে কাটা দেয়। এ যদি হয় শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠানের পরিসংখ্যান, তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়,কলেজ, স্কুল গুলোর পরিসংখ্যান কতটা ভয়াবহ হতে পারে??.
|
পাবনা পাগলা গারদ,কিংবা বিভিন্ন মানষিক হাসপাতালে গেলেই বুঝা যাবে কত ভয়াবহ অবস্থা।।
পাবনা পাগলা গারদে বসে" বিজন "আজও কুমকুমের অপেক্ষা করছে।রিপন অপেক্ষা করছে নীলার।সুষ্মিতার অপেক্ষায় আজ পাগলা গারদের বসে গান গাইছে " ও আমার সুষ্মিতা তুমি দিয়েছ যে কথা, সে কথা কেন রাখনি,
একটাই প্রশ্ন আমার।" পাশ থেকেই কেউ একজন গাইছে " কথা ছিল সংগে নিব,সংগে আমায় নাহি নিল গো"।
এই পাবনা মানসিক হাসপাতালের আপুটাকে যদি জিজ্ঞেস করা হয়,
__"তাকে কতটা ভালবাসতে?"
__উত্তর দেয়, "এক কাপ চায়ের মত"
__এক কাপ চায়ের মত?
___"যেখানে দুধ,চিনি লিকার থাকে ঠিক সে ভাবেই ভালবাসতাম।"
|
এই পাবনা সরকারি পাগলা গারদে এ রকম কত জন আছে ভাবতেই অবাক লাগে।। তাহলে সারা বাংলাদেশে বিভিন্ন এনজিও,বিভিন্ন বেসরকারি পাগলা গারদের অধিনে এ রকম কত বিজন,রিপন, আপু আছে ? এ রকম কত জন মানুষ নিজ বাড়িতে পাগল হয়ে পড়ে আছে? কত জন হিরোইন,
গাজা, ইয়াবায় ডুবে আছে রিলেশন ঘটিত কারনে????
|
হায় আল্লাহ!!! মানুষ এতটা নির্মম কেন? বিজন, রিপনদের এ করুন পরিনতি দেখলে তো চোখ থেকে এমনিতেই জল ঝরে। জীবন তো একটাই। এই একটা জীবন এদের নষ্ট হয়ে গেছে। এরা তো আর কোনদিন সুযোগ পাবেনা আপনার মত স্বাভাবিক ভাবে তাদের কৈশোর,যৌবন উপভোগ করতে। এদের তো একটাই পরিচয় থাকবে কাউকে ভালবেসে পাগল হইছে। এদের নামের প্রথমে অথবা পরে যুক্ত হবে পাগলা রিপন, অথবা রিপন পাগলা।
|
আর কতদিন এ রকম হিংস্র জীবন মৃত্যুর খেলায় মেতে থাকবেন?? আপনি কি ভাবছেন এরা স্টুপিড,এরা বোকা?? দু একজন,চারজন একশজন হলে মেনে নিতাম এরা বোকা।। কিন্তু বাংলাদেশের এই এত্ত এত্ত পাগল গুলো কি সত্যিই বোকা ছিল?? তারা কি সত্যিই সুন্দর ভাবে বাচতে চাইছিল না? আপনি ভাল আছেন,তাই এই পাগল গুলোকে নিয়ে যা ইচ্চে তাই কমেন্ট করতে পারেন।এরা স্টুপিড,এরা বোকা আরো কত কি!নিজেকে খুব বুদ্ধিমান ভাবছেন এই রকম কমেন্ট করে?আপনি খুব বুদ্ধিমান নন বরং আপনি ভাগ্যবান।আল্লাহ আপনার মাঝে তার মত এত্ত গভির ভালবাসা দেয়নি।সে যাকে যতটা গভির থেকে ভালবাসত আপনি ততোটা ভালবাসতে পারেননি,আল্লাহ আপনাকে সে ক্ষমতা দেয়নি।আর এ জন্যেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
|
প্রে করবেন আমি যেন সত্য কাহিনী অবলম্বনে আমার ২য় উপন্যাস " সুইসাইড নোট" খুব তারাতারি শেষ করতে পারি।
___ রাহাত চৌধুরী ( দুঃখ বিলাসী কবি)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ রাত ২:১৭

মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: কোন প্রকাশনী থেকে পাবলিশ হয়েছে??

২| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:২৭

সুলতান সুলেমান বলেছেন: ঠিক কবে বই টা বের হবে

১৭ ই মে, ২০১৬ রাত ১২:৩৮

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: বই মেলার আগেই

১৭ ই মে, ২০১৬ রাত ১২:৩৮

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: হয়নি হবে।

৩| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৪

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল আপনার জন্য

১৭ ই মে, ২০১৬ রাত ১২:৪০

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.